Reading Time: 2 minutes

বেশ কিছুদিন টুইটার কেনা না কেনা নিয়ে বেশ সমালোচিত হওয়ার পর, এবার বিশ্বের শীর্ষ ধনী ও বৈদ্যুতিক গাড়ি কোম্পানির টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক বললেন, টেসলা কোম্পানি থেকে ১০ শতাংশ কর্মী ছাঁটাই করতে চান তিনি।

টেসলা ও স্পেসএক্স প্রধান নির্বাহী (সিইও) ইলন মাস্ক বৈশ্বিক অর্থনীত নিয়ে ‘ব্যাপক উদ্বিগ্ন’। সেই পরিপ্রেক্ষিতে ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা থেকে ১০ শতাংশ কর্মী ছাঁটাই করতে চান তিনি।

রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে যে, সম্প্রতি টেসলার নির্বাহীদের কাছে পাঠানো এক ই-মেইলে অর্থনীতি নিয়ে উদ্বেগ জানানোর পাশাপাশি কর্মীসংখ্যা কমানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান নির্বাহী ইলন মাস্ক।

গত বৃহস্পতিবার নির্বাহীদের কাছে এই ই-মেইল পাঠিয়েছেন মাস্ক। এর শিরোনাম ছিল ‘বিশ্বজুড়ে সব নিয়োগ স্থগিত’। এতে অর্থনীতি সম্পর্কে নিজের ‘প্রচণ্ড বাজে অনুভূতির’ কথা উল্লেখ করে টেসলার জনবল ১০ শতাংশ কমানোর পরিকল্পনা জানান বিশ্বের শীর্ষধনী মাস্ক। এর দুই দিন আগে কোম্পানির সব কর্মীকে অফিসে এসে কাজ করার নির্দেশ দেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। এতে কেউ রাজি না হলে তাকে চাকরি ছেড়ে দিতে বলেন তিনি। করোনা মহামারির প্রাদুর্ভাব ঘটলে মাস্কের প্রতিষ্ঠানের কর্মীরা ওয়ার্ক ফ্রম হোম অর্থাৎ বাসায় বসে অফিসের কাজ করা শুরু করেন।

সম্প্রতি জার্মানিতে নতুন কারখানা খুলেছে টেসলা। মূলত সেখানে কর্মীদের কাজ করাতেই সবাইকে অফিসে এসে কাজ করার আহ্বান জানান মাস্ক। সেই সঙ্গে বলেন এ নির্দেশের পরও কেউ যোগদান না করলে তিনি ধরে নেবেন ওই কর্মী চাকরি ছেড়ে দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন (কেন?)

ওই ঘোষণার ঠিক দুই দিন পরই কর্মী ছাটাইয়ের ঘোষণা দেন তিনি। বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার শঙ্কা নিয়ে কয়েকদিন থেকেই বেশ সোচ্চার তিনি। টেসলা ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলোতে ২০২১ সালের শেষে প্রায় এক লাখ কর্মী কাজ করেছেন। কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার বিষয়ে টেসলার কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ ছাড়া টেসলার কর্মী ছাঁটাইয়ের সঙ্গে ইলন মাস্কের টুইটার কেনার সম্পর্ক আছে কি না, তাও নিশ্চিত হওয়া যায়নি।

তবে জনবল কমানোর খবর প্রকাশের পরপরই শুক্রবার যুক্তরাষ্ট্রে টেসলার শেয়ারের দর কমে গেছে প্রায় তিন শতাংশ।

বিশ্ব অর্থনীতি নিজস্ব মত আছে ইলন মাস্কের। আর কিছুদিন থেকেই বিশ্লেষকরো বলছেন, আবার মন্দার কবলে পড়তে পারে বিশ্ব অর্থনীতি। সেই বিষয় চিন্তা করেই কর্মী ছাটাইয়ের চিন্তা করেন তিনি। অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে, ইলন মাস্ক নিজের যখন কর্মী ছাটাইয়ের কথা বলেছেন তাহলে কিছু ছাটাই হবেই এটা নিশ্চিত।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.