Reading Time: 4 minutes

এআই প্রযুক্তিগুলো কম সময়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে প্রযুক্তিপ্রিয়দের কাছে। এআই প্রযুক্তি ব্যবহার করে ঝামেলাজনক কাজ অল্প সময়ে সমাধান করার পাশাপাশি রয়েছে এর ভুলত্রুটি নিয়ে অসংখ্য আলোচনা ও সমালোচনা। যদিও কৃত্রিম প্রযুক্তিতে ভুলত্রুটি ধরা পড়াটা অস্বাভাবিক কিছু নয়। মানুষের দ্বারা তৈরি প্রযুক্তি মানুষকে যে শতভাগ ফল দেবে না সেটা অবশ্যই জানা কথা। তবে বিভিন্ন কাজে এআই প্রযুক্তি ব্যবহারের চাহিদা অনেকটা বেড়ে যাওয়ায় বিভিন্ন কোম্পানি নতুন করে এআই পরিকল্পনা নিয়ে প্রতিযোগিতায় নেমে পড়েছে।

এরকমই জনপ্রিয় এবং আলোচিত হয় কিছু এআই প্রযুক্তি নিয়ে আর্টিকেলটিতে আলোচনা করা যাক।

চ্যাটজিপিটি

এ বছরে সবচেয়ে বেশি জনপ্রিয়তা এবং আলোচনায় আসা যেই প্রযুক্তি সেটি হচ্ছে ওপেনএআই এর চ্যাটবট চ্যাটজিপিটি। চ্যাটজিপিটিকে ঘিরে চলছে নতুন রকমের নানান জল্পনা কল্পনা। বিশ্লেষক সংস্থা ইউবিএস এর গবেষণাপত্রের মাধ্যমে জানা যায়, উন্মোচনের দুই মাসের মধ্যেই গ্রাহক অ্যাপ্লিকেশনের ইতিহাসে সবচেয়ে দ্রুতগতিতে ব্যবহারকারী বৃদ্ধির রেকর্ড করেছে চ্যাটজিপিটি। ওই প্রতিবেদনে আরেক বিশ্লেষক সংস্থা সিমিলারওয়েব জানাচ্ছে, জানুয়ারিতে দৈনিক প্রায় এক কোটি ৩০ লাখ স্বতন্ত্র ব্যবহারকারী চ্যাটজিপিটি ব্যবহার করেছেন, যা গত বছরের ডিসেম্বরের তুলনায় দ্বিগুণেরও বেশি।

তাদের হিসাব অনুযায়ী, জানুয়ারিতে আনুমানিক ১০ কোটি মাসিক সক্রিয় ব্যবহারকারীদের মাঝে পৌঁছে গিয়েছে ওপেনএআই এর তৈরি জনপ্রিয় এই চ্যাটবট। বিং নামক সার্চ ইঞ্জিন নতুন করে সাজানো হয়েছে ওপেনএআইর জনপ্রিয় চ্যাটজিপিটি প্রযুক্তির মাধ্যমে। স্যান ফ্রান্সিসকো ভিত্তিক সফটওয়্যার কোম্পানি ওপেনএআই এর পেছনে হাজার কোটি ডলার বিনিয়োগ করছে মাইক্রোসফট।

মাইক্রোসফট কোপাইলট

ওপেনএআই প্রযুক্তি আশাবাদী হয়ে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট এতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করে। যার লাভ হিসেবে মাইক্রোসফট যোগ করছে বিশ্বের সবচেয়ে আলোচিত কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটির মূল প্রযুক্তি জিপিটি-৪। এটি যোগ হচ্ছে বহুল ব্যবহৃত সফটওয়্যার মাইক্রোসফট ৩৬৫-এ। মাইক্রোসফট প্রধান সাত্যিয়া নাদেলা বলেন, এটি মৌলিকভাবেই তাদের কাজ করার ধরন বদলে দেবে। এই ব্যবস্থাকে ‘কোপাইলট’ নামে দিয়েছে মাইক্রোসফট।

তারা আরও বলছে, এটি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও আউটলুকেও যুক্ত হয়েছে। তবে তারা আগেই জানান দিয়েছে যে কোপাইলট যে সব সময় সঠিকভাবে কাজ করবে এমনটিও নয়। কোপাইলট কখনও কখনও ভুলও করতে পারে, কোম্পানির এই স্বীকারোক্তির কথাও উঠে এসেছে বিবিসির প্রতিবেদনে। অফিস৩৬৫-তে মাইক্রোসফটের বসানো এই প্রযুক্তি কেবল চ্যাটজিপিটি নয়, বরং এর ল্যাংগুয়েজ-লার্নিং মডেলের ওপর ভিত্তি করে তৈরি।

মিটিং সফটওয়্যার টিমস-এ আয়োজিত কথোপকথনের মূল আলোচনার পয়েন্টগুলো সংক্ষিপ্ত করা। আর দেরিতে যোগ দেওয়া বা পুরো ইভেন্ট মিস করা ব্যক্তির জন্য এর সংক্ষিপ্ত পুনরাবৃত্তি দেওয়া, প্রম্পটের মাধ্যমে ছবি তৈরির সুবিধাসহ পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন তৈরি, ইমেইল ড্রাফটিং, তুলনামূলক দীর্ঘ ইমেইল বার্তা ও ডকুমেন্ট বিশ্লেষণ করাসহ এক্সেল স্প্রেডশিটে বিভিন্ন সারাংশ ও ডেটার গ্রাফ তৈরির ক্ষেত্রে কাজ করবে এই কোপাইলট।

বার্ড

মাইক্রোসফটের দেখাদেখি প্রতিযোগিতায় নামতে ফেব্রুয়ারিতে বার্ড নামে নতুন এক কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার ঘোষণা দিয়েছিল সার্চ জায়ান্ট গুগল। কথোপকথনের এআই সেবা হিসেবে আত্মপ্রকাশ ঘটালেও পরীক্ষামূলক এই সেবাটি এখনই চালু করছে না এই ইন্টারনেট জায়ান্ট। এই ধরনের টুল চালু করায় পথপ্রদর্শক হতে না পারায় এরইমধ্যে বিভিন্ন প্রশ্নেরও মুখোমুখি হয়েছে গুগল। এখনো পরীক্ষামূলকভাবে এর কাজ চলছে। গুগল বলছে বার্ড উক্ত কোম্পানির বৃহৎ ভাষার মডেলগুলোর শক্তি, বুদ্ধিমত্তা ও সৃজনশীলতার সঙ্গে বৈশ্বিক জ্ঞানের বিস্তৃতিকে একত্রিত করতে চায়।

নতুন, উচ্চ-মানের প্রতিক্রিয়া প্রদানে এটি ওয়েব থেকে তথ্য নেয়। গুগলের কাজ করা বেশ কিছু সংখ্যক টুলের অন্যতম হিসেবে এক ব্লগ পোস্টে উল্লেখ করেছেন প্রধান নির্বাহী সুন্দার পিচাই। চ্যাটজিপিটির অনুকরণে এটি চালু করার কথা চললেও চ্যাটজিপিটি সম্পর্কে কিছু জানায়নি গুগল।

বিজ্ঞাপন (কেন?)

ক্যানভা এআই

ক্যানভা ক্রিয়েট নামের ভার্চুয়াল এক আয়োজনে বৃহস্পতিবার নতুন কিছু এআই টুল ও ফিচারের ঘোষণা দেয় কোম্পানিটি। নিজস্ব প্ল্যাটফর্মে এআইচালিত বিভিন্ন টুল ও নতুন এক ব্র্যান্ড হাবসহ বেশ কিছু নতুন ফিচার চালু করছে গ্রাফিক ডিজাইন অ্যাপ নির্মাতা ক্যানভা। নতুন ফিচারের মধ্যে অ্যাসিস্ট্যান্ট নামে এক সুবিধাও রয়েছে যা ব্যবহারকারীকে বিভিন্ন নকশার উপাদান খোঁজার পাশাপাশি বিভিন্ন ফিচারে দ্রুত প্রবেশাধিকার দেবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ।

এখন পর্যন্ত সব ধরনের ক্যানভা ‘প্রজেক্ট টাইপ’ এই ম্যাজিক রাইটের প্রবেশাধিকার পাওয়া যাচ্ছে। এর মধ্যে আছে প্রেজেন্টেশন থেকে শুরু করে সোশাল মিডিয়া গ্রাফিক্স, ফ্লায়ারসহ অনেক কিছুই। এই বিস্তৃতির আগে টুলটিতে কেবল ক্যানভা ডকস এর মাধ্যমে প্রবেশ করা যেতো। আর এই টুল ব্যবহার করে ব্যবহারকারী ওয়েবসাইট কপি বা প্রেজেন্টেশনের সারাংশের মতো বিষয়াদিও লিখতে পারবেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে টেকক্রাঞ্চ।

এই টুলের মাধ্যমে ব্যবহারকারী তার নিজের বিদ্যমান ডিজাইনের সঙ্গে মেলে, বিভিন্ন এমন স্টাইল ও নকশার পরামর্শ পাবেন। এর মাধ্যমে ম্যাজিক রাইট এর মতো এআই-চালিত বিভিন্ন ডিজাইন টুলেও দ্রুত প্রবেশাধিকার মিলবে। প্ল্যাটফর্মের এআই চালিত কপিরাইটিং সহায়ক টুল এটি। আর এর উন্মোচন ঘটেছে ডিসেম্বরে। নতুন কোনো পণ্য উন্মোচনের জন্য ব্যবহারকারী এই টুলে সামাজিক মাধ্যমের জন্য পরিকল্পনার বিভিন্ন কৌশলও তালিকাভুক্ত করতে পারবেন।

আর ব্যবহারকারী কোন প্রজেক্ট টাইপ নিয়ে কাজ করছেন, ওই বিষয়টি বিবেচনায় নিয়ে বিভিন্ন পরামর্শ দেয় এই টুল। এর বিস্তৃতি বাড়ানোর পাশাপাশি ক্যানভা ঘোষণা দিয়েছে, এখন ১৮টি ভাষায় মিলবে ম্যাজিক রাইট। বিট সিংক নামেও একটি ফিচার চালু করছে ক্যানভা, যা ব্যবহারকারীর ভিডিও ফুটেজ তার পছন্দের কোনো সাউন্ডট্র্যাকের সঙ্গে স্বয়ংক্রিয় উপায়েই মিলিয়ে দেয়। আর নতুন ‘ট্রান্সলেট’ নামের ফিচারের সহায়তায় একশরও বেশি ভাষায় বিভিন্ন টেক্সট নকশা করার সুবিধা পাবেন ব্যবহারকারী।

বিভিন্ন নতুন এআই চালিত টুল সংযোজনের পাশাপাশি ক্যানভা বেশ কিছু নতুন ফিচার চালু করছে যেগুলোর জন্য তাদের ভাষ্যমতে ব্যবহারকারীরা অনুরোধ জানিয়েছেন। এর একটি হলো “ড্র” নামের ফিচার, যা ব্যবহারকারীকে একটি সহজ বৃত্তের মতো আকার আঁকার সুযোগ দেবে ও পরবর্তীতে একে একটি পরিষ্কার বৃত্তে রূপান্তর করবে। আর “লেআউটস” নামের নতুন ফিচার ব্যবহারকারীকে কোনো পেইজে বিভিন্ন কনটেন্ট যুক্ত করার ও কোনো নকশার জন্য লেআউটের বিভিন্ন ধারণার পরামর্শ দেবে।

অন্যদিকে, “স্টাইলস” নামের ফিচারটি ব্যবহারকারীকে বিভিন্ন পরামর্শ দেওয়া “কালার প্যালেট” ও “ফন্ট” ব্রাউজ করার সুযোগ দেবে। আর টেক্সট, আকার, ছবি ও ভিডিও’সহ প্রজেক্টের সকল উপাদান দেখার উদ্দেশ্যেও লেয়ার নামের টুলটি ব্যবহার করা যাবে। স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন প্রেজেন্টেশন তৈরিরও নতুন উপায় চালু করেছে ক্যানভা। আর প্রতিটি স্লাইডে একটি রূপরেখা ও কনটেন্টসহ প্রেজেন্টেশন তৈরির উদ্দেশ্যে ব্যবহারকারী প্ল্যাটফর্মের এডিটর অপশনে বিভিন্ন প্রম্পট দিতে পারবেন বলে প্রতিবেদনে লিখেছে টেকক্রাঞ্চ।

আর কোম্পানির নতুন “ম্যাজিক ডিজাইন” নামের টুলটি ব্যবহারকারীকে একটি ছবি আপলোড ও পরবর্তীতে এর মধ্যে বিভিন্ন কাস্টমাইজযোগ্য পারসোনালাইজ করা টেমপ্লেট বাছাই করতে পারবেন, অন্যদিকে “ম্যাজিক এডিট” নামের নতুন ফিচার ব্যবহারকারীকে কোনো ছবির মধ্যে বিভিন্ন উপাদান যুক্ত বা অদলবদল করার সুযোগ দেবে। এর মাধ্যমে তিনি ছবিতে নতুন উপাদান যুক্ত করা জায়গাটি শনাক্ত করে পরবর্তীতে ম্যাজিক এডিটে সেটির বর্ণনা দিতে পারবেন।

আর “ম্যাজিক ইরেজার” ফিচারের সহায়তায় তিনি ছবির অপ্রয়োজনীয় বিবরণীর ওপর ব্রাশের স্ট্রোক দিয়ে সেটি মুছে ফেলতে পারবেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে টেকক্রাঞ্চ।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.