Reading Time: 2 minutes

ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটার (Meta) চিফ অপারেটিং অফিসার (সিওও) শেরিল স্যান্ডবার্গ স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। নিজের ভেরিফাইড ফেইসবুক পেইজে তার পদত্যাদের ঘোষণা করেন তিনি।

দির্ঘ্য ১৪ বছর জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটার (Meta) চিফ অপারেটিং অফিসার (সিওও) পদে ছিলেন শেরিল স্যান্ডবার্গ। ৫২ বছর বয়সী এই নারী মেটার দ্বিতীয় শক্তিশালী কর্মকর্তা ছিলেন। এছাড়া তিনি সিলিকন ভ্যালির সবচেয়ে প্রভাবশালী নারীদের একজন। এতদিন জাকারবার্গের পরের শীর্ষ পদে ছিলেন স্যান্ডবার্গ। ‍বৃহস্পতিবার (২ জুন) তিনি নিজের ফেসবুক পেজে শেরিল স্যান্ডবার্গ লেখেন, তিনি সংস্থার চিফ অপারেটিং অফিসার পদ থেকে পদত্যাগ করছেন।

সম্প্রতি মেটার বিজ্ঞাপন বাজারে মন্দা ও টিকটকের মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তীব্র প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটির। এমন অবস্থার মধ্যেই স্যান্ডবার্গ পদত্যাগ ঘোষণা করলেন। তার এই সিদ্ধান্তে নড়েচড়ে বসেছেন মার্ক জুকার বার্গ।

ফেসবুককে একটি স্টার্টআপ থেকে মাল্টিবিলিয়ন-ডলারের বিজ্ঞাপন পাওয়ার হাউসে রূপান্তরিত করতে মেধা ও শ্রমের সর্বোচ্চটুকু ঢেলে দেওয়ার কারণে বিশ্বব্যাপী ব্যবসার অন্যতম স্বীকৃত ব্যক্তিত্ব হয়ে উঠেন শেরিল স্যান্ডবার্গ। কিন্তু অবশেষে সেই কোম্পানির দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিলেন তিনি। তবে শেরিল স্যান্ডবার্গ মেটা-র বোর্ডের সদস্য হিসেবে থাকবেন। জানা গেছে, স্যান্ডবার্গের স্থলাভিষিক্ত হবেন ফেসবুকের আরেক কর্মকর্তা জাভিয়ের অলিভান। যিনি কোম্পানিটির পরিসর বৃদ্ধির জন্য কয়েক বছর ধরে কাজ করছেন।

কারণ হিসেবে, নিজের ফাউন্ডেশন ও জনহিতকর কাজে সময় দেওয়ার জন্য এ সিদ্ধান্ত নিয়েছেন বলে ফেসবুকে লিখেছেন স্যান্ডবার্গ। তিনি জানান, ২০০৮ সালে এই কাজ শুরু করার সময় তিনি ভেবেছিলেন এখানে পাঁচ বছর থাকবেন। তবে দেখতে দেখতে ১৪ বছর কেটে গেল। ফেসবুককে একটি সামাজিক মিডিয়া জায়ান্টে পরিণত করার মূল চাবিকাঠি ছিলেন তিনি। তার সময়ে গত বছর প্রায় ১২০ বিলিয়ন ডলার আয় করেছে ফেসবুক।এদিকে স্যান্ডবার্গের আকস্মিক

পদত্যাগের ঘোষণায় মেটার শেয়ার দর কমে গেছে প্রায় ৪ শতাংশ।

বিজ্ঞাপন (কেন?)

কেন দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন তা শেরিল স্যান্ডবার্গ নিজেই স্পষ্ট করেছেন। নিজের গড়ে তোলা ফাউন্ডেশন ও জনহিতকর কাজে সময় দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ফেসবুক পেজে জানিয়েছেন তিনি।

অন্যদিকে স্যান্ডবার্গের এই ঘোষণার পরই মেটা ও ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ একটি পোস্টে লেখেন, ‘তিনি (শেরিল স্যান্ডবার্গ) আমাকে অনেক কিছু শিখিয়েছেন এবং তিনি ব্যক্তিগতভাবে এবং পেশাগতভাবে আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তে আমার সঙ্গে ছিলেন।’

জাকারবার্গ নিজের ফেসবুক পোস্টে আরও লেখেন, ‘শেরিলের সঙ্গে এই সংস্থা চালানোর কথা আমার মনে পড়বে। তার পদত্যাগ একটি যুগের সমাপ্তি। বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের জন্য সুযোগ তৈরি করেছেন স্যান্ডবার্গ। আজকের মেটার সাফল্যের পেছনে তার অনেক অবদান।’

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.