Reading Time: 2 minutes

সম্প্রতি দুটি নতুন ডিজাইনের দুইটি মেকানিক্যাল কি-বোর্ড নিয়ে এসেছে ওয়ালটন। কিছুদিন আগে নতুন মডেলের আরো একটি স্মার্টওয়াচ নিয়ে আসে বাংলাদেশের শীর্ষ এই প্রযুক্তিপণ্য উৎপাদন।প্রতিষ্ঠান। কি-বোর্ড এবং স্মার্টওয়াচ যথাক্রমে ডিজাইনের দিক দিয়ে ছিল বেশ দারুণ।

মেকানিক্যাল কি-বোর্ড

কি-বোর্ড দুটি দেখতে যেমন টেকসই এবং আকর্ষণীয় তেমন দামেও সাশ্রয়ী। ওয়ালটনের নতুন এই কি-বোর্ড দুটির মডেল যথাক্রমে কেএম০২ এবং কেএম০৩। ওয়ালটন কম্পিউটার বিভাগ সূত্রে জানা গেছে, নতুন আসা কেএম০২ এবং কেএম০৩ মডেলের মেকানিক্যাল কিবোর্ডের মূল্য যথাক্রমে ২,০৫০ এবং ২,২৫০ টাকা। তবে ই-প্লাজা থেকে কেনার ক্ষেত্রে এই দুই মডেলের দাম পড়বে মাত্র ১,৭৪২ এবং ১,৯১২ টাকা। ই-প্লাজা নামক অনলাইন শপ থেকে কেনার ক্ষেত্রে নতুন মেকানিক্যাল কিবোর্ডসহ সব মডেলের ওয়ালটন কিবোর্ড এবং কিবোর্ড-মাউস কম্বোতে মূল্যছাড় দিচ্ছে।

এ ছাড়াও নতুন-পুরাতন মিলিয়ে আরো অন্তত ৩০ মডেলের কিবোর্ড এবং কিবোর্ড-মাউস কম্বো রয়েছে ওয়ালটনের। এগুলোর দাম ২৭৫ টাকা থেকে ২,৩৫০ টাকার মধ্যে। সব মডেলের কিবোর্ড এবং কিবোর্ড-মাউস কম্বো মূল্যছাড় সুবিধায় ই-প্লাজা থেকে কেনা যাবে। এ ছাড়া ওয়ালটনের বিভিন্ন মডেলের আরজিবি গেমিং, স্ট্যান্ডার্ড ওয়্যারলেস ও ওয়্যারড কিবোর্ড এবং কিবোর্ড-মাউস কম্বো ও রয়েছ। এর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ইউএস লেআউট, ইউএসবি ইন্টারফেস, মেকানিক্যাল এক্সিস বাটন, ব্লু সুইচ, ১.৫ মিটার ক্যাবল ইত্যাদি।

কেএম০২ এবং কেএম০৩ মডেলের মেকানিক্যাল কিবোর্ড এসেছে ব্ল্যাক এবং গ্রে রঙে। এই কিবোর্ডের নেট ওজন মাত্র ৬৫০ গ্রাম। প্রতিটি কিবোর্ডে রয়েছে ১০৪টি কি বা বাটন। যার মধ্যে ২৫টি কি এন্টি-ঘোস্ট। অর্থাৎ ২৫টি কি একসঙ্গে প্রেস করে কমান্ড করা যাবে। নানান রঙের ব্যাকলাইট থাকায় ওয়ালটনের মেকানিক্যাল কিবোর্ড দেখতে বেশ ভাল। দীর্ঘস্থায়ী ও টেকসই এই কিবোর্ডের বাটন লাইফ ৫০ মিলিয়ন বা ৫ কোটি।

স্মার্টওয়াচ

এ মাসেই নতুন ডিজাইনের আরো একটি স্মার্টওয়াচ নিয়ে হাজির হলো ওয়ালটন ডিজিটাল টেক লিমিটেড। উল্লেখ্য, এই নিয়ে বর্তমানে ওয়ালটনের স্মার্টওয়াচ মডেলের সংখ্যা দাঁড়ালো ৪টিতে। এর আগে ডব্লিউএসডব্লিউএওয়ানবি, ডব্লিউএসডব্লিউডি, এবং ডব্লিউএসডব্লিউই মডেলের স্মার্টওয়াচ বাজারে ছাড়ে ওয়ালটন। যেগুলোর দাম ২,৯৭৫ থেকে ৩,৯৭৫ টাকার মধ্যে। টিক এর প্যাকেজিংয়ে আরওয়ানএ মডেলের আকর্ষণীয় ডিজাইন এবং অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ নতুন এই স্মার্টওয়াচটি বাজারে এসেছে ব্ল্যাক, সিলভার এবং গ্রে রঙে।

বিজ্ঞাপন (কেন?)

নতুন এই স্মার্টওয়াচ এর দাম মাত্র ৪,৮৭৫ টাকা। ওয়ালটন আইটি পণ্যের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা তৌহিদুর রহমান রাদ বলেন, বর্তমান সময়ে স্মার্টওয়াচ একটি গুরুত্বপূর্ণ ডিভাইস। ‘টিক’ স্মার্টওয়াচগুলো চমৎকার ডিজাইন, সাশ্রয়ী মূল্য এবং অত্যাধুনিক ফিচার থাকায় গ্রাহকদের কাছে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। প্রযুক্তিপ্রেমীদের জন্য তারা প্রতিনিয়ত নতুন নতুন ফিচারসমৃদ্ধ ডিভাইস বাজারে নিয়ে আসছেন। ব্যাপক গ্রাহক চাহিদার প্রেক্ষিতেই নতুন মডেলের স্মার্টওয়াচটি বাজারে ছাড়া হয়েছে।

সিলিকন ও নাইলন স্ট্রাপযুক্ত ওয়ালটন স্মার্টওয়াচে ৬ মাসের বিক্রয়োত্তর সেবা রয়েছে। জানা গেছে, নতুন আসা আরওয়ানএ মডেলের স্মার্টওয়াচটিতে ব্যবহৃত হয়েছে ১.৩৯ ইঞ্চির ৪৫৪ বাই ৪৫৪ পিক্সেল রেজ্যুলেশন গোলাকৃতির অ্যামোলেড ডিসপ্লে এবং ২৪০ এমএএইচ ব্যাটারি। মেটাল এবং প্লাস্টিকের সমন্বয়ে তৈরি স্মার্টওয়াচটিতে রয়েছে ব্লুটুথ ভয়েস কল এবং লাউডস্পিকার মিউজিক, জিপিএস লোকেশন পজিশনিং, অলওয়েজ অন ডিসপ্লে, হার্ট রেট কাউন্ট, স্লিপ মনিটরিং, ব্লাড অক্সিজেন, বাংলা ইউআই, স্টপওয়াচ, স্মার্ট রিমাইন্ডার ইত্যা রয়েছে।

এছাড়াও রয়েছে মোশন জেশ্চার, পেস কাউন্টিং, ফটো কন্ট্রোল, ব্লুটুথ ৫.০ এবং ৩.০, আইপি ৬৭ ওয়াটার রেজিস্ট্যান্ট, ৩৭ স্পোর্টস মোড, রিয়েল টাইম ওয়েদার আপডেটসহ নতুন ও কার্যকরী সব ফিচার।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.