Reading Time: 2 minutes

সম্প্রতি গুগল আয়োজিত এক বার্ষিক সম্মেলনে বহুল বহুকাল যাবত অপেক্ষারত পিক্সেল ওয়াচ লঞ্চ করে। কিন্তু অনেকে এই ভেবে আফোস করছেন যে অ্যান্ড্রয়েড নির্মাতা পিক্সেল স্মার্টওয়াচটিতে অন্তত চার বছরের পুরনো চিপসেট ব্যবহার করেছে। নিজস্ব সূত্রমতে প্রযুক্তিবিষয়ক সাইট ৯টু৫ গুগল জানিয়েছে যে গুগল পিক্সেল ওয়াচে স্যামসাংয়ের এক্সিনোস ৯১১০ চিপ ব্যবহার করেছে। এক্সিনোস ৯১১০-এর নকশা হালের চিপ প্রযুক্তির তুলনায় বেশ পুরনো। ১০ ন্যানোমিটার প্রযুক্তির চিপটিতে দুটি করটেক্স-এ৫৩ কোর রয়েছে।

প্রথম প্রজন্মের গ্যালাক্সি ওয়াচেও এক্সিনোস ৯১১০ছিল। গ্যালাক্সি ওয়াচের পরের দুই প্রজন্মেও স্যামসাং চিপটি ব্যবহার করেছে। ধারণা করা হচ্ছে, পিক্সেল ওয়াচ প্রকল্পটি বেশ পুরনো হওয়ার কারণেই এতে পুরনো চিপের উপস্থিতি। যদিও গত বছর শোনা গিয়েছিল যে গুগল পিক্সেল ওয়াচে স্যামসাংয়ের চিপ ব্যবহার করবে। ২০১৮ সালের অগাস্ট মাসে স্যামসাং চিপসেটটি প্রথম উন্মোচন করেছিল। গুগল যখন ডিভাইসটি নিয়ে কাজ শুরু করে, তখনও বাজারে নতুন ছিল এক্সিনোস ৯১১০। সংশ্লিষ্টদের আশা ছিল স্মার্টওয়াচটিতে নতুন এক্সিনোস ডব্লিউ৯২০ চিপ থাকবে। গ্যালাক্সি ওয়াচ ৪-এ স্যামসাং ডব্লিউ৯২০ চিপ রেখেছে।

ডব্লিউ৯২০ ব্যবহৃত হলে অত্যাধুনিক পাঁচ ন্যানোমিটার চিপ প্রযুক্তি এবং করটেক্স-এ৫৫ কোরের সুবিধা পেত গুগল পিক্সেল। তবে, চিপসেট পুরনো হলেই খারাপ পারফর্মেন্স মিলবে, বিষয়টি এমনও নয়। এক্ষেত্রে ডিভাইসের অন্যান্য যন্ত্রাংশ এবং অপারেটিং সিস্টেমকেও বিবেচনায় নেওয়া প্রয়োজনীয়। দীর্ঘ সময়ের পর অবশেষে অবিশ্বাস্য কার্যক্রম ঘটিয়েছে গুগল। মে মাসের ১১ তারিখ গুগলের অ্যানুয়াল ডেভেলপার কনফারেন্স ইভেন্ট, Google I/O 2022 অনুষ্ঠিত হয় এবং সেখানে গুগল নিজেদের বানানো এই প্রথম স্মার্ট ওয়াচের ঘোষণা দেয়।

সেই সাথে Google I/O ইভেন্টে কোম্পানির তরফে জানানো হয়েছে যে এই বছরের শেষের দিকে গুগল পিক্সেল ৭, গুগল পিক্সেল ৭ প্রো ফ্ল্যাগশিপ ফোন দুটি লঞ্চ হবে। পিক্সেল ওয়াচ ডিভাইসগুলোকে ৪জি সংযোগ সুবিধাও যোগ করা হয়েছে অর্থাৎ, ফোন হাতের কাছে না থাকলেও ডিভাইসটি স্বাধীনভাবে কাজ করতে পারবে। তবে এক্ষেত্রে পিক্সেল ওয়াচ এবং অ্যান্ড্রয়েড ফোনে একই মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করতে হবে। এ ছাড়াও ডিভাইসটিতে ফিটবিটের স্বাস্থ্যবিষয়ক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। গুগলের স্মার্ট ওয়াচটি কেবল অ্যান্ড্রয়েড ডিভাইসের সঙ্গেই ব্যবহার করা যাবে।

বিজ্ঞাপন (কেন?)

গুগল পিক্সেল ওয়াচ গুগলের নিজস্ব ওয়্যার অপারেটিং সিস্টেমে চলবে। প্রথম দিকে বাজারে গুজব ছিল যে অ্যাপল ওয়াচের সঙ্গেও গুগলের পিক্সেল ওয়াচ ব্যবহার করা যাবে। তেমনটা হচ্ছে না বলে গুগল তা পরবর্তীতে নিশ্চিত করেছে। পিক্সেল ওয়াচের সাথে গুগল পিক্সেল ৭, পিক্সেল ৭ প্রো এবং পিক্সেল ট্যাবলেট আনতে যাচ্ছে। এর মধ্যে পিক্সেল ৬ কে বাজেটবান্ধব ডিভাইস হিসেবে উপস্থাপন করা হয়েছে। আর পিক্সেল ৭ কে বলা হচ্ছে প্রিমিয়াম পণ্য। জুলাই মাসে ডিভাইসগুলো বিক্রি শুরু হবে। পিক্সেল ৬ ও পিক্সেল ৬ প্রো এর মত পিক্সেল ৭ ও ৭ প্রো ফোন দুটিতেও টেনসর চিপ ব্যবহার করা হচ্ছে।

তবে এবার নেক্সট জেনারেশন টেনসর চিপসেট ব্যবহার করা হবে। গুগল ইভেন্টে পিক্সেল ৭ ও পিক্সেল ৭ প্রো ফোন দুটির ডিজাইনের ঝলক দেখানো হয়েছে। যেটিতে বলা হয়েছে যে ডিভাইস দুটি অ্যালুমিনিয়ামের তৈরি বার-শেপ রিয়ার ক্যামেরা মডিউল সহ আসবে, যেমনটি পিক্সেল ৬ এবং পিক্সেল ৬ প্রো ফোনে গ্লাসের তৈরি মডিউল দেখানো হয়েছিল। স্যামসাং, হুয়াওয়ে এবং অ্যাপলের মত এবার গুগল তাদের নিজস্ব চিপ ব্যবহার করে স্মার্টফোন বাজারে এনেছে। পিক্সেল ৬ এবং ৬ প্রো প্রথম স্মার্টফোন যা এই চিপ দ্বারা পরিচালিত। তাছাড়া পিক্সেলের ডিজাইনে এসেছে বড় রকম পরিবর্তন। এত ব্যাকপ্যানেলের লম্বা ক্যামেরা বার রয়েছে যা সম্পূর্ন ফোনের প্রস্থ জুড়ে ছিল।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য আপকামিং ফোন দুটিতে যথাক্রমে ডুয়েল ও ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে এবং ডিভাইস দুটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চালিত হবে। গুগল ইভেন্টে আরও জানিয়েছিল যে, তারা একটি পিক্সেল ট্যাবলেটের উপর ও কাজ করছে। সেই সাথে এতে কোম্পানির নিজস্ব টেন্সর চিপসেট থাকবে। এই পিক্সেল ট্যাবলেটটি অ্যান্ড্রয়েড চালিত হবে এবং আশা করা হচ্ছে এটি ২০২৩ সালের দ্বিতীয় কোয়ার্টারে লঞ্চ হবে।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.