Reading Time: 3 minutes

দীর্ঘ সময়ের পর অবশেষে অবিশ্বাস্য কার্যক্রম ঘটিয়েছে গুগল। গতকাল গুগলের অ্যানুয়াল ডেভেলপার কনফারেন্স ইভেন্ট, Google I/O 2022 অনুষ্ঠিত হয় এবং সেখানে গুগল নিজেদের বানানো এই প্রথম স্মার্ট ওয়াচের ঘোষণা দিয়েছে। সেই সাথে Google I/O ইভেন্টে কোম্পানির তরফে জানানো হয়েছে যে এই বছরের শেষের দিকে গুগল পিক্সেল ৭, গুগল পিক্সেল ৭ প্রো ফ্ল্যাগশিপ ফোন দুটি লঞ্চ হবে। পিক্সেল ওয়াচ ডিভাইসগুলোকে ৪জি সংযোগ সুবিধাও যোগ করা হয়েছে অর্থাৎ, ফোন হাতের কাছে না থাকলেও ডিভাইসটি স্বাধীনভাবে কাজ করতে পারবে।

তবে এক্ষেত্রে পিক্সেল ওয়াচ এবং অ্যান্ড্রয়েড ফোনে একই মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করতে হবে। এ ছাড়াও ডিভাইসটিতে ফিটবিটের স্বাস্থ্যবিষয়ক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। গুগলের স্মার্ট ওয়াচটি কেবল অ্যান্ড্রয়েড ডিভাইসের সঙ্গেই ব্যবহার করা যাবে। গুগল পিক্সেল ওয়াচ গুগলের নিজস্ব ওয়্যার অপারেটিং সিস্টেমে চলবে। প্রথম দিকে বাজারে গুজব ছিল যে অ্যাপল ওয়াচের সঙ্গেও গুগলের পিক্সেল ওয়াচ ব্যবহার করা যাবে। তেমনটা হচ্ছে না বলে গুগল তা পরবর্তীতে নিশ্চিত করেছে। পিক্সেল ওয়াচের সাথে গুগল পিক্সেল ৭, পিক্সেল ৭ প্রো এবং পিক্সেল ট্যাবলেট আনতে যাচ্ছে।

এর মধ্যে পিক্সেল ৬ কে বাজেটবান্ধব ডিভাইস হিসেবে উপস্থাপন করা হয়েছে। আর পিক্সেল ৭ কে বলা হচ্ছে প্রিমিয়াম পণ্য। জুলাই মাসে ডিভাইসগুলো বিক্রি শুরু হবে। গত বছর গুগল পিক্সেল ৬ এবং পিক্সেল ৬ প্রো নামক দুটি ফোন আনার ঘোষণা দিয়েছিল। সেই সাথে পিক্সেল ফোন দুটিতে বড় ধরনের কিছু পরিবর্তন করা হয় ডিজাইন এবং হার্ডওয়্যার এর দিক দিয়ে। পিক্সেল ৬ এবং ৬ প্রো তে গুগলের নিজস্বভাবে ডিজাইন করা হয়েছিল কাস্টম চিপ দ্বারা, যার নাম ছিল টেনসর। এবং এটি ছিল গুগলের ডিজাইনকৃত সর্বপ্রথম সিস্টেম-অন-চিপ বা এসওসি।

কাস্টম চিপের দুনিয়ায় গুগল এবারই নতুন নয়। এর আগেও গুগল কোয়ালকমের চিপের সাথে নিজস্বভাবে ডিজাইনকৃত ইমেজ প্রসেসিং ইউনিট এর সাথে পিক্সেল স্মার্টফোন বাজারে এনেছে। কিন্তু গুগল পিক্সেল ৬ ও ৬ প্রো আনার সময় প্রথম নিজস্ব ডিজাইনকৃত পূর্ন সিস্টেম-অন-চিপ বাজারে এনেছে। স্যামসাং, হুয়াওয়ে এবং অ্যাপলের মত এবার গুগল তাদের নিজস্ব চিপ ব্যবহার করে স্মার্টফোন বাজারে এনেছে। পিক্সেল ৬ এবং ৬ প্রো প্রথম স্মার্টফোন যা এই চিপ দ্বারা পরিচালিত। তাছাড়া পিক্সেলের ডিজাইনে এসেছে বড় রকম পরিবর্তন। এত ব্যাকপ্যানেলের লম্বা ক্যামেরা বার রয়েছে যা সম্পূর্ন ফোনের প্রস্থ জুড়ে ছিল।

এতে ক্যামেরার পাশাপাশি সেন্সর এরে বসানো হয়েছে, তাই এই ডিজাইন। পিক্সেল ৬ অ্যান্ড্রয়েড ১২ ও পিক্সেল ৬ প্রো এর সফটওয়্যার লেটেস্ট অ্যান্ড্রয়েড ১২ দ্বারা পরিচালিত। পিক্সেল ৬ ও পিক্সেল ৬ প্রো এর মত পিক্সেল ৭ ও ৭ প্রো ফোন দুটিতেও টেনসর চিপ ব্যবহার করা হচ্ছে তবে এবার নেক্সট জেনারেশন টেনসর চিপসেট ব্যবহার করা হবে। গুগল ইভেন্টে পিক্সেল ৭ ও পিক্সেল ৭ প্রো ফোন দুটির ডিজাইনের ঝলক দেখানো হয়েছে। যেটিতে বলা হয়েছে যে ডিভাইস দুটি অ্যালুমিনিয়ামের তৈরি বার-শেপ রিয়ার ক্যামেরা মডিউল সহ আসবে, যেমনটি পিক্সেল ৬ এবং পিক্সেল ৬ প্রো ফোনে গ্লাসের তৈরি মডিউল দেখানো হয়েছিল।

বিজ্ঞাপন (কেন?)

ফটো ও ভিডিওগ্রাফির জন্য আপকামিং ফোন দুটিতে যথাক্রমে ডুয়েল ও ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে এবং ডিভাইস দুটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চালিত হবে। গুগল ইভেন্টে আরও জানিয়েছে যে, তারা একটি পিক্সেল ট্যাবলেটের উপর ও কাজ করছে। সেই সাথে এতে কোম্পানির নিজস্ব টেন্সর চিপসেট থাকবে। এই পিক্সেল ট্যাবলেটটি অ্যান্ড্রয়েড চালিত হবে এবং আশা করা হচ্ছে এটি ২০২৩ সালের দ্বিতীয় কোয়ার্টারে লঞ্চ হবে। যদিও ডিভাইসগুলো সমালোচকদের কাছে পিক্সেল ফোন সমাদৃত হলেও বিশ্ব বাজারে শক্ত অবস্থান তৈরি করতে পারেনি।

ফেব্রুয়ারি মাসেই গুগলের প্রধান নির্বাহী সুন্দার পিচাই জানিয়েছিলেন যে ২০২১ সালের শেষ তিন মাসে তার প্রতিষ্ঠান পিক্সেল ফোন বিক্রির রেকর্ড করেছে। তবে, গুগল ঠিক কতোগুলো পিক্সেল ফোন বিক্রি করেছে, সে সংখ্যা তিনি জানাননি। তবে এ প্রসঙ্গে গুগলের ডিভাইস ও সেবাবিষয়ক জৈষ্ঠ্য ভাইস-প্রেসিডেন্ট রিক ওস্টারলোহ ওস্টারলোহর বলেছেন যে গুগলের হার্ডওয়্যার ব্যবসায় বৈশ্বিক চিপ সঙ্কটের নেতিবাচক প্রভাব পড়েছিল। সরবরাহ ব্যবস্থায় জটিলতা না থাকলে তারা আরও বেশি সংখ্যক পিক্সেল বিক্রি করতো বলে তিনি দাবি করেছেন।

বাজারের অন্যান্য নির্মাতাদের তৈরি বেশ কিছু স্মার্টওয়াচে গুগলের ওয়্যার অপারেটিং সিস্টেম ব্যবহৃত হলেও, গুগলের এটি ব্যবহার উপযোগী নিজস্ব কোনো ডিভাইস ছিল না। ওস্টারলোহ বলেন যে গুগলের নিজস্ব ইকোসিস্টেম এবং ফিটবিটের দক্ষতার’ সমন্বয় পণ্যটিকে অসাধারণ করে তুলছে। ২০১৯ সালেই গুগল দুইশ ১০ কোটি ডলারে ফিটবিট কিনে নিয়েছিল। প্রথম অবস্থায় অধিগ্রহণ চুক্তিটি ইউরোপিয়ান কমিশনের তদন্তের মুখে পড়লেও পরে তা অনুমোদন পায়। তবে অনুমোদন পেতে গুগলকে বেশ কিছু প্রতিশ্রুতি দিতে হয়েছিল।

প্রতিষ্ঠানটি সামনের দশ বছরে অ্যান্ড্রয়েড ফোনে তৃতীয় কোনো প্রতিষ্ঠানের স্মার্টওয়াচ ব্যবহারের অভিজ্ঞতা নেতিবাচকভাবে প্রভাবিত না করার প্রতিশ্রুতি দিতে বাধ্য হয়েছিল। এ ছাড়াও গুগলকে ফিটবিটের ডেটা বিজ্ঞাপনী কাজে ব্যবহার না করার প্রতিশ্রুতি দিতে হয়েছে। বিবিসিকে প্রতিষ্ঠানটি বলেছে যে স্বাস্থ্য ডেটা অন্যান্য ডেটা থেকে আলাদা রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.