Reading Time: < 1 minutes

সম্প্রতি বাংলাদেশের হার্ডওয়্যার এবং সফটওয়ারসহ অন্যান্য সব প্রযুক্তি খাতে যৌথ সেবা দিতে মাইক্রোসফট এবং ওয়ালটন একতাবদ্ধ হয়েছে। সম্প্রতি রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে এই এমওইউ স্বাক্ষরিত হয়। এ উপলক্ষে ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগ সম্বলিত দেশের সর্বপ্রথম কম্পিউটার উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজিটাল টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং আমেরিকান প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের মধ্যে একটি সমঝোতা স্বারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।

এই সমঝোতা স্মারকের আওতায় ওয়ালটন ডিজিটাল টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মাধ্যমে মাইক্রোসফট বাংলাদেশে সফটওয়্যার সহজলভ্য মূল্যে প্রদান করবে। মাইক্রোসফট সাউথইস্ট এশিয়া নিউ মার্কেটসের জেনারেল ম্যানেজার সুক হুঁ চেআ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা ও উপস্থিত ছিলেন।

ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী লিয়াকত আলী, মাইক্রোসফট সাউথইস্ট এশিয়া নিউ মার্কেটসের করপোরেট সেলস ডিরেক্টর জায়েদ আলকাদি, মাইক্রোসফটের চিফ পার্টনার অফিসার এএনএইচ ফাম, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ, চিফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ আব্দুস সালামসহ অনেকেই উপস্থিত ছিলেন। দেশের শিক্ষা খাতেও ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মাইক্রোসফট।

সহজলভ্য মূল্যে সফটওয়্যার প্রদান ছাড়াও মাইক্রোসফটের আপডেটেড সফটওয়্যারের পাশাপাশি হার্ডওয়্যার সংক্রান্ত অত্যাধুনিক পণ্য সরবরাহ করবে। গ্রাহক ওয়ালটন ল্যাপটপ এবং ডেস্কটপের মাধ্যমে মাইক্রোসফটের এই সুবিধাগুলো উপভোগ করতে পারবেন। ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্যের অন্যতম কেন্দ্র দক্ষিণ কোরিয়ায় জুন মাসে ওয়ালটনের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার চালু হয়। চুক্তি অনুযায়ী ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্যের মান ও ডিজাইনে যুগান্তকারী পরিবর্তন আনতে ওয়াল্টন এবং কোরিয়ার প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করার কথা জানায়।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.