Reading Time: 2 minutes

ক্রিপ্টো মুদ্রা ও এই খাতে বিনিয়োগকারীদের জন্য ২০২২ বছরটি এ পর্যন্ত ভালো যাচ্ছে না বললেই চলে। বছরের শুরুর তুলনায় বিটকয়েনের দাম ৫০ শতাংশের বেশি কমে গিয়েছে। এক দিকে ক্রিপ্টো মুদ্রা বাজারের অবস্থা খারাপ যাচ্ছে, অন্যদিকে আন্তর্জাতিক হার্ডওয়্যার বাজারে জিপিইউ এর দাম কমছে। বিশেষ করে উচ্চ ক্ষমতার জিপিইউয়ের দাম যেখানে হু হু করে বাড়ছিল, সেগুলোর দাম এখন নেমে এসেছে নির্মাতার নির্ধারিত খুচরা মূল্যের নিচে। এই দরপতনের শিকার কেবল বিটকয়েন নয়, বাজারের অন্যান্য ক্রিপ্টো মুদ্রা ও স্টেবল কয়েন একই পরিস্থিতিতে আছে।

বছরের শুরুতে বাজারের বৃহত্তম ক্রিপ্টো মুদ্রাটির দাম ছিল প্রায় ৪৮ হাজার ডলার। কিন্তু, বার্তাসংস্থা রয়টার্সের ১৮ জুনের প্রতিবেদন বলছে যে সর্বশেষ ১৮ হাজার ৯১৫ ডলারে নেমে এসেছে বিটকয়েনের দাম। আর প্রযুক্তিবিষয়ক সাইট আর্স টেকনিকার প্রতিবেদনে ক্রিপ্টো মুদ্রার দরপতনের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে যেন হার্ডওয়্যার বাজারে জিপিইউয়ের দামও কমছে বলে উঠে এসেছে। আর্স টেকনিকা জানিয়েছে যে ২০২১ সালের শেষ নাগাদ এবং এ বছরের শুরুর মাসগুলোতে সবচেয়ে বেশি জিপিইউয়ের দাম ছিল। সে দৃশ্যপট এখন অনেকটাই পাল্টে গেছে।

এনভিডিয়ার তৈরি জিফোর্স আরটিএক্স ৩০০০ সিরিজের জিপিইউকে বিবেচনা করা হয় মাঝের সারির পণ্য হিসেবে। টমস হার্ডওয়্যারের মূল্য তালিকা বলছে, এখন নির্মাতার নির্ধারিত খুচরা মূল্য অথবা তার চেয়ে সামান্য কিছু বেশি দামে বিক্রি হচ্ছে ৩০৫০,৩০৬০ এবং ৩০৭০ সিরিজের জিপিইউগুলো। অন্যদিকে, এনভিডিয়ার আরটিএক্স ৪০০০ সিরিজের জিপিইউগুলোর শীঘ্রই বাজারে আসার কথা রয়েছে। এই নতুন জিপিইউগুলো হাতে পেতেও ক্রেতাকে নানা ঝক্কি-ঝামেলার মধ্যে দিয়ে যেতে হতে পারে বলে আর্স টেকনিকা সতর্ক করে দিয়েছে।

দাম কমা শুরু হয়েছে তুলনামূলক বেশি দামের ৩০৮০ টিআই, ৩০৯০ এবং ৩০৯০ টিআই-এরও। এএমডির রেডন আরএক্স ৬০০০ সিরিজের গ্রাফিক্স কার্ডের দাম ও কমছে। আগে ব্যবহৃত জিপিইউয়ের দাম কমছে আরও দ্রুত গতিতে। জুন মাসের প্রথম দুই সপ্তাহে কেবল ইবে-তে পুরনো জিপিইউয়ের দাম কমেছে ১০ শতাংশ। ক্রিপ্টো মাইনারদের জন্য অতি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশগুলোর একটি হলো উচ্চক্ষমতা সম্পন্ন জিপিইউ। মহামারী চলাকালীন সরবরাহ ব্যবস্থার অস্থিতিশীলতা আর ক্রিপ্টো মাইনারদের মধ্যে বাড়তি চাহিদার কারণে বাজারে জিপিইউয়ের দাম লক্ষ্যণীয় হারে বেড়েছিল।

বিশেষ করে পিসি নির্মাতা ও গেইমাররা বিপাকে পরেছিলেন জিপিইউয়ের ঊর্ধ্বমুখী দামে। কিন্তু প্রযুক্তিবিষয়ক সাইট টমস হার্ডওয়্যারের মূল্য তালিকা থেকে ক্রিপ্টো মুদ্রা বাজারের সাম্প্রতিক ধস পিসি নির্মাতাদের জন্য সম্ভবত অন্যতম বিপদের কারন হতে যাচ্ছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.