Reading Time: 3 minutes

বর্তমান আধুনিক বিশ্বে প্রযুক্তির ব্যবহার এখন সবার উর্ধ্বে চলে গিয়েছে। প্রযুক্তির ব্যবহার এখন শুধুমাত্র রেডিও টেলিভিশনের মধ্যেই সীমাবদ্ধ নেই। নিত্য নতুন স্মার্ট ও প্রযুক্তিগত পণ্য এখন মানুষের হাতের মুঠোয়। স্মার্ট ফোন শেষে এসেছে স্মার্টওয়াচের যুগ। যা মানুষের দৈনিক কর্মকান্ডের শারীরিক এবং মানসিক অনুভূতি, পরিশ্রম, চলাফেরা সবকিছু ট্র‍্যাক করতে সক্ষম। স্মার্টওয়াচ শুরুতে পুরুষদের জন্য বাজারে এসেছিল। বর্তমানে এখন মহিলাদের জন্যেও বিশেষভাবে পাওয়া যাচ্ছে সুন্দর ডিজাইনে তৈরি একটি স্মার্টওয়াচ।

ডিজাইন এবং ফিচার

Zeblaze ব্র‍্যান্ড মহিলাদের জন্য নিয়ে এসেছে Zblaze Lily Women Smart Watch নামে বেশ সুন্দর একটি স্মার্ট ওয়াচ। যা দেখতে আমার কাছে ব্যক্তিগত ভাবে বেশ সুন্দর লেগেছে। রাউন্ড ডায়াল করা এই স্মার্টওয়াচটি বিশেষভাবে শুধুমাত্র মহিলাদের জন্য ডিজাইন করা হয়েছে। স্মার্ট ওয়াচটির একটি বর্ডারলেস ডিজাইন রয়েছে যাতে চমৎকারভাবে কার্ভ করা গ্লাস ব্যবহার করা হয়েছে। তা ছাড়াও, ওয়াচটির বিভিন্ন বৈশিষ্ট্য এবং কাস্টমাইজযোগ্য বিকল্পগুলি সমর্থন করে৷ অ্যালুমিনিয়ামের তৈরি ডায়ালটি বাজারে তিন রঙের পাওয়া যাচ্ছে।

স্মার্ট ওয়াচটির ডিসপ্লে একটি বর্ডারলেস আইপিএস প্যানেল 1.09 ইঞ্চি স্ক্রিন যা 240 x 240 পিক্সেলের স্ক্রিন রেজোলিউশন সমর্থন করে। সাথে রয়েছে দুইটি কমফোর্টেবল 18 মিলিমিটারের রিস্টব্যান্ড। এই স্মার্টওয়াচটিতে অ্যান্ড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেম দেয়া হয়েছে। এর কানেক্টিভিটি হিসেবে রয়েছে ব্লুটুথ সংস্করণ 5.0 এর সমর্থন। কিন্তু এতে ব্লুটুথ কলিং, এনএফসি বা জিপিএস নেই। ব্যাটারির ক্ষমতা 180 mAh। প্রায় 2-3 দিনের সাধারণ ব্যবহারের সাথে।

তবে ব্যক্তিগতভাবে আমি স্মার্ট ওয়াচটিতে সাধারণ ব্যবহারে একবার চার্জে ৫ দিনের এর বেশিও পার্ফরমেন্স পেয়েছি। চার্জ হতে সময় লাগে দেড় ঘন্টা মাত্র। এই অ্যাপটি Android এবং iOS উভয়ের সাথেই সামঞ্জস্যপূর্ণ। ওয়াচটিতে সিলিকন দিয়ে তৈরি বিনিময়যোগ্য স্ট্র্যাপ রয়েছে বেসিক ওয়াচ মোড সহ। এই স্মার্ট ওয়াচের মাত্রা হল 46.3 x 40.5 x 11.4 মিমি। এর ওজন প্রায় 22.0 গ্রাম, তবে রিস্টব্যান্ড সহ এর ওজন প্রায় 36.8 গ্রামের মত। ওয়াচটি বাজারে ধূসর, ক্রিম গোল্ড এবং গাঢ় ব্রোঞ্জ রঙে পাওয়া যাচ্ছে।

ইকোসিস্টেম

এই স্মার্টওয়াচটি Gloryfit নামে একটি অ্যাপ ব্যবহার করে। ব্যবহারকারী ব্লুটুথের মাধ্যমে এই অ্যাপটিতে ওয়াচটির মনিটরিং এর বিস্তারিত জানতে পারবেন। তাদের শারীরিক অবস্থা জানতে রয়েছে হার্ট রেট মনিটর, রয়েছে ব্লাড অক্সিজেন স্যাচুরেশন, ট্রেনিং এবং আরো অনেক কিছু। ট্রেনিং অপশনে খেলাধুলার পাশাপাশি রয়েছে ওয়াকিং, সাইকেলিং, স্কিপিং, জিমনিস্টিকস, ইয়োগা মনিটরসহ আরো অনেক কিছু। স্মার্ট ওয়াচটি খুব দক্ষতার সাথে ব্যবহারকারীর দৈনন্দিন কর্মকান্ডগুলো ট্র‍্যাক করে।

এমনকি ব্যবহারকারী যদি দীর্ঘ সময় ধরে বসে কিংবা শুয়ে থাকেন তাহলে এটি তাকে চলাফেরা করার জন্য নির্দেশনা দেবে। মেসেজ এবং কলের নোটিফিকেশন জানতে পারবেন। হার্ট রেট মনিটর, ব্লাড অক্সিজেন মনিটর ছাড়াও স্মার্ট ওয়াচটিতে স্পেশাল কিছু ফিচার হিসেবে রয়েছে ওয়েদার ফোরকাস্ট, ওমেন্স হেলথ ট্র‍্যাকিং, কাস্টম ওয়াচ ফেস, ফোন মিউজিক কন্ট্রোল, ফোন ক্যামেরা কন্ট্রোল, অ্যালার্ম, ডিএনডি, স্টপ ওয়াচ, ফাইন্ড মাই ফোন, ২০+ মাল্টি স্পোর্টস মোডস।

বিজ্ঞাপন (কেন?)

আর এর জন্য ব্যবহারকারীকে তার ফোনে GloryFit নামক একটি অ্যাপ ইন্সটল করে নিতে হবে। কল বা মেসেজের নোটিফিকেশন ছাড়াও বিভিন্ন সামাজিক মাধ্যম রেডিট, টেলিগ্রাম ইত্যাদির নোটিফিকেশন ও পাবেন। সাথে সমর্থিত অ্যাপের মধ্যে রয়েছে সেডেন্টারি রিমাইন্ডার, স্লিপ মনিটর, অ্যালার্ম, ব্যারোমিটার, ব্রাইটনেস অ্যাডজাস্টিং ইত্যাদি। স্লিপ মনিটরের মাধ্যমে ব্যবহারকারীর ঘুমের পরিমাণ এবং গভীরতা সম্পর্কে জানতে পারবেন।

এছাড়াও এই ওয়াচটির হার্ট-রেট, প্রক্সিমিটি এবং অ্যাক্সিলোমিটার সেন্সরের মতো বিভিন্ন সেন্সর সহ আসে। সেই সাথে ব্যবহারকারী মুভমেন্ট ট্র‍্যাকিং হিসেবে দৈনিক কতটুকু হেটেছেন বা স্টেপ নিয়েছেন তা রেকর্ড করবে সাথে কতটুকু ক্যালোরি ব্যয় করেছে এবং কতদূর হেটেছেন সেটিও ট্র‍্যাক করবে। ওয়েদার ফোরকাস্টের মাধ্যেম দৈনিক আবহাওয়া সম্পর্কে জানতে পারবেন। ওমেন্স হেলথ ট্র‍্যাকিং এর মাধ্যমে মহিলাগণ তাদের পিরিয়ড ডেট ট্র‍্যাক করতে পারবেন।

প্রত্যেক মনিটরিং এর একিউরেট রেজাল্ট পেতে ডেভেলপারগণ ওয়াচটিতে সেরা এলগরিদম ব্যবহার করেছেন।

সহজলভ্যতা

Zeblaze Lily Women Smart Watch এর মূল্য প্রায় ৩০ ডলার। আর বাংলাদেশে মাত্র ২,৪৫০ টাকায় পাওয়া যাচ্ছে। মূলত স্মার্ট ওয়াচটির কোন ওয়ারেন্টি নেই তবে এটিকে চাইলে দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যেতে পারে। 

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.