Reading Time: < 1 minutes

আগামী ৩১ জানুয়ারির মধ্যে রাজধানীর সব বাস কোম্পানিকে ই-টিকিটিং সেবার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। ১৩ই নভেম্বর রোববার থেকে মিরপুর অঞ্চলের সব কোম্পানির বাসে ই-টিকিট চালু হবে। গতকাল শনিবার, ১২ নভেম্বর সকালে রাজধানীর রমনা এলাকায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ এসব কথা বলেন।

এ ছাড়া আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে ঢাকা ও আশপাশের জেলায় চলাচলকারী দেশের সব কোম্পানির বাসে ই-টিকিট চালু করা হবে। মিরপুরেই বাস কোম্পানি আছে ৩০টি। এছাড়া রাজধানীতে ৬০টি বাস কোম্পানি এবং শহরতলি এলাকায় ৩৭টি বাস কোম্পানি রয়েছে। ঢাকা ও শহরতলি মিলিয়ে বাস রয়েছে ৫ হাজার ৬৫০টি। এরমধ্যে রাজধানী ঢাকার অভ্যন্তরে চলাচল করে ৩ হাজার ৩১৪টি, বাকিগুলো চলে ঢাকাসহ আশপাশের জেলা এবং উপজেলায়।

সংবাদ সম্মেলনে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকার, বিভিন্ন বাস কোম্পানির এমডি ও চেয়ারম্যান ছাড়াও মিরপুর, ফুলবাড়িয়া, সায়েদাবাদ ও গুলিস্তান শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।খন্দকার এনায়েত উল্লাহ জানান, ই-টিকিটি সেবা সঠিকভাবে পরিচালনার জন্য জনবল নিয়োগ করা হয়েছে। ২০ নভেম্বেরর মধ্যে মালিক সমিতির পক্ষ থেকে আটজন কর্মী নিয়োগ দেওয়া হবে। তারা বিভিন্ন বাসে ঘুরে ঘুরে চেকিং করবেন।

পাশাপাশি প্রতিটি বাস কোম্পানির পক্ষ থেকে কয়েকজন করে চেকার রাখা হবে। যাত্রীদের অভিযোগ ও সমস্যা সমাধানে ঢাকায় মনিটরিং সেল হয়েছে। দুজন কর্মকর্তা এটি সমন্বয় করবেন। অভিযোগ জানানোর জন্য তিনটি হটলাইন নম্বর রয়েছে।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.