Reading Time: 2 minutes

সম্প্রতি ব্লুমেইল ইমেইল ক্লায়েন্ট এর একটি রিডিজাইনকৃত সংস্করন বের হয়েছে। আমার মতে এটি একটি অসাধারন সংস্করন।

আপনি যদি লিনাক্সে ২০১৯ সালে লঞ্চকৃত এই ফ্রি (কিন্তু ওপেনসোর্স না) ইমেইল ক্লায়েন্ট টি এখনো ব্যবহার না করে থাকেন, তাহলে এখনই ভালো সময় এটি ব্যবহার করে দেখার।

এই নতুন ডিজাইনটি তাদের জন্য যারা এখনো ব্লুমেইলের সাথে পরিচিত হননি। ব্লুমেইল একটি ফ্রি ইমেইল ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন যা ক্রস প্লাটফর্ম এবং এতে আপনি আপনার এক বা একাধিক Google, Yahoo, Exchange, ActiveSync, AWS সহ সাধারন IMAP/POP3 ইমেইল একাউন্ট ব্যবহার করতে পারবেন।

ব্লুমেইল ক্লায়েন্ট সরাসরি আপনার মেইল সার্ভারে সংযুক্ত হয় যার ফলে আপনার আলাদা আরেকটি একাউন্ট প্রয়োজন হয় না, যার ফলে আপনি আপনার উইন্ডোজ, ম্যাক, লিনাক্স এবং মোবাইলে বিনা ঝামেলায় ব্যবহার করতে পারবেন। যদিও একাউন্ট সিংক্রোনাইজ এর জন্যে ব্লুমেইল একটি ব্যবস্থা রেখেছে।

নতুন এই সংস্করনে ব্লুমেইলের ইউজার ইন্টারফেস আইডল থাকতে পারে যখন আপনি অন্যান্য কাজ করেন বা সেটিংস প্যানেলে যান। যার ফলে রিসোর্স ব্যবহার আগের তূলনা বেশ কম বলে দেখা যায়।

বিজ্ঞাপন (কেন?)

Rob নামের একজন ব্যক্তি বলেন “থান্ডারবার্ড এর নতুন সংস্করণ বের হওয়ার আগে একমাত্র এটি সবচাইতে ভালো ডিজাইন করা একটি ইমেইল ক্লায়েন্ট যেটি আউটলুক এর সাথে তুলনা করা যাবে। এটিতে এমনকি দারুন ডার্ক মোড রয়েছে যা সিস্টেম সেটিংস অনুযায়ী কাজ করে, এবং এটি একটি ফ্ল্যাগ এর মাধ্যমে ওয়েল্যান্ড এর সাথেও কাজ করে।”

এটিকে আমি এখনি ইতিহাসের সেরা ইমেইল ক্লায়েন্ট যদিও বলতে পারবো না কিন্তু যদি আপনি অন্যান্য ইমেইল ক্লায়েন্ট ব্যবহারে ভোগান্তি পোহান, এবং একটি সহজ সরল ইমেইল ক্লায়েন্ট চান তাহলে ব্লুমেইল এর এই নতুন সংস্করনটি ব্যবহার করে দেখতে পারেন।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.