Reading Time: 5 minutes

লিনাক্স ব্যবহারকারীদের জন্য ফায়ারফক্স একটি চমৎকার এবং সেরা ব্রাউজার তা অস্বীকার করার কোন উপায় নেই। ব্যবহারকারীরা উক্ত ব্রাউজারের মধ্যেই ক্ষুদ্র কিছু অ্যাড-অন ইন্সটলেশনের মাধ্যমে স্বাচ্ছন্দে ব্রাউজিং এর অভিজ্ঞতা নিতে পারেন। কিছু ক্ষতিকর ব্রাউজার রয়েছে যা ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ তথ্য ট্র‍্যাক করার পাশাপাশি কিছু ক্ষতিকর অ্যাড-অন অনুমতি ছাড়াই ইন্সটল করার সুযোগ করে দেয়। তবে মজিলা ফায়ারফক্সে এই ঝামেলা থেকে মুক্তি পাওয়া অনেকটাই আশা করা যায়।

ফেসবুক কন্টেইনার

গোপনীয়তা ভঙ্গসহ, বিনা অনুমতিতে ট্র‍্যাকিং করার মত জঘন্য কাজের জন্য বর্তমানে ফেসবুককে সবাই কম বেশি অপছন্দ করেন, তবুও খুব কম ব্যবহারকারী রয়েছে যারা ফেসবুকের ট্র‍্যাকিং খুটিনাটি বিষয়গুলো এড়াতে সক্ষম। তাদের জন্য মজিলা ফায়ার ফক্স একটি বিশেষ অ্যাড-অন তৈরি করেছে। এটি ফেসবুকের সাথে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি অ্যাড-অন। এটি ব্যবহারের ফলে ফেসবুকের মত অন্যান্য ট্র‍্যাকিং অ্যাপগুলোর বিনা অনুমতি ট্র‍্যাক করা অনেকটাই কঠিন হয়ে যায়।

ইউব্লক অরিজিন

ইউব্লক অরিজিন ফায়ারফক্স এর জন্য সবচেয়ে সুপরিচিত এবং বিশ্বস্ত অ্যাড ব্লকিং অ্যাড-অনগুলির মধ্যে একটি। এটি প্রাথমিকভাবে বিজ্ঞাপনগুলি ব্লক করার জন্য ব্যবহৃত হয়, কিন্তু যেহেতু এর মূল কাজটি হল ওয়েব ব্রাউজারে উপাদানগুলিকে ব্লক করা, সেহেতু এটি অনেকগুলি অপ্রয়োজনীয় আইটেম ও ব্লক করতে পারে৷ বিজ্ঞাপন ছাড়াও ওয়েব ট্র্যাকার, ক্রিপ্টোকারেন্সি মাইনার, পপ-আপ ইত্যাদি বন্ধ করে।

বিটওয়ার্ডেন

বিটওয়ার্ডেন একটি পাসওয়ার্ড ম্যানেজার। প্রত্যেক ব্যবহারকারীর বিটওয়ার্ডেনের মত একটি পাসওয়ার্ড ম্যানেজার থাকা জরুরি। এটি মোবাইল, ওয়েব ব্রাউজার এবং ডেস্কটপের জন্য বিনামূল্যে সিঙ্ক সমর্থন করে। এছাড়াও নিরাপদে নোট সংরক্ষণ করার সুবিধা রয়েছে। সাথে এটি ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড তৈরি করতে, ব্যবহারকারীর তথ্য স্বয়ংক্রিয়ভাবে পূরণ করতে এবং আরও অনেক কিছু করতে সহায়তা করে।

ল্যাংগুয়েজ টুল

মজিলা ফায়ারফক্সে ল্যাংগুয়েজ টুল একটি চমৎকার টুল যা ব্যবহারকারীগণ ব্যাকরণের অসঙ্গতি পরীক্ষা করার জন্য ব্যবহার করতে পারেন। যেমন বানান ত্রুটি, নতুন ভাষা বা সাধারণত বিভ্রান্তিকর শব্দের সমাধানের পাশাপাশি জটিল শব্দের অর্থ জানার পাশাপাশি এটির সাথে একটি থিসারাসও পাবেন। ফায়ারফক্স ব্রাউজার ব্যবহারকারীদের ক্ষেত্রে এই টুলটি বেশ সহায়তাকারী একটি টুল। এই অ্যাড-অন ব্যবহার করার অভিজ্ঞতার ক্ষেত্রে এটি প্রায় সমস্ত পাঠ্য ক্ষেত্রে নির্ভরযোগ্যভাবে কাজ করেছে। আর এই অ্যাড-অন এর দুটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছেঃ

  • এতে ২৫টির ও বেশি ভাষা যোগ করা হয়েছে।
  • এই অ্যাড-অন ব্যবহার করার জন্য কোন রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই।

ট্রানকুইলিটি রিডার

কোন কিছু রিড করার সময়ে বিজ্ঞাপন কিংবা পপ আপের মত বিরক্তকর পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে অ্যাড ব্লকার চালু করার দরকার পড়ে। কিন্তু অ্যাড ব্লকার চালু করার পর ও অনেক সময় বিজ্ঞাপন কিংবা ভিডিও চলা বন্ধ হলেও সেটি স্ক্রিনে থেকেই যায়। যার ফলে ব্যবহারকারীগণ গুরুত্বপূর্ণ আর্টিকেল কিংবা সংবাদ পড়তে মনোযোগ হারিয়ে ফেলেন। এমন পরিস্থিতিতে ট্রানকুইলিটি রিডার অ্যাড-অন বিশেষভাবে সহায়তা করে। ফায়ারফক্সে এই এক্সটেনশনটি ফটো, ভিডিও, বিজ্ঞাপন, সোশ্যাল মিডিয়া শেয়ার বাটন ইত্যাদির মতো অতিরিক্ত পপ আপগুলো সরিয়ে দেয়৷

যাতে ব্যবহারকারীগণ বিশেষ কিছু পড়ার ক্ষেত্রে মনোযোগ দিতে পারেন৷

ইনহ্যান্স ফর ইউটিউব

ইনহ্যান্স ফর ইউটিউব অ্যাড-অনটি ফায়ারফক্সের ইউটিউবের জন্য একটি বিশেষ টুল। ইউটিউবের অতিরিক্ত বিজ্ঞাপনের মত ঝামেলা এড়াতে এই অ্যাড-অন অ্যাড ব্লকার হিসেবে কাজ করে। এটি ইউটিউব প্লেয়ারে কয়েকটি বোতাম যুক্ত করে, যা আরও বেশি কাস্টমাইজেশনের অনুমতি দেয়। ব্যবহারকারীরা রেজোলিউশন পরিবর্তন, প্লেব্যাকের গতি নিয়ন্ত্রণ, মাউস স্ক্রোল হুইল দিয়ে অডিও ভলিউম স্তর নিয়ন্ত্রণ করার পাশাপাশি আরও অনেক কিছু পাবেন।

বিজ্ঞাপন (কেন?)

টমাটো ওয়াচ

ব্যবহারকারীদের ব্রাউজিং এর ক্ষেত্রে সময়ের ট্র‍্যাকিং খুব গুরুত্বপূর্ণ। একটানা ব্রাউজিং কিংবা কোন কিছু রিড করতে করতে ব্যবহারকারীগণ যখন গভীর মনোযোগে চলে যান, তখন তার চাপ কমাতে একটা বিরতির দরকার হয়। সেই ক্ষেত্রে রয়েছে টমাটো ওয়াচ অ্যাড-অন। এই অ্যাড-অনটিতে ২৫ মিনিট সময় দেয়া থাকে। ব্যবহারকারীগণ ব্রাউজারে ২৫ মিনিট কাজ করার পর  ৫ মিনিট বিরতি পাচ্ছেন। এতে করে উক্ত ৫ মিনিট তারা অন্য কোন ট্যাব ব্যবহার করতে পারবেন না।

৫ মিনিট শেষ হলে পুনরায় ২৫ মিনিট আবার ব্রাউজিং শুরু করা যাবে এবং অন্য আরেকটি ট্যাব ও ওপেন করা যাবে।

সার্চ বাই ইমেজ

কোন কিছুর ছবি অনুসন্ধান করার সময়ে তার নাম না জানা না থাকলে তার রং লিখে অনুসন্ধান করার উপায় রয়েছে। কিন্তু যদি কেউ সার্চ অপশনে কেবল হলুদ ফুল লিখেই সার্চ দেযন, তাহলে সেখানে বিভিন্ন রকম হলুদ ফুলই আসবে। এই বিভিন্ন ফুলের অনেক নামই আছে যারা জানেন না। এই অ্যাড-অনটি ব্যবহারকারীদের ইমেজ সার্চ করার অনুমতি দেয় এবং ইমেজ ব্যবহার করে  টেক্সচুয়াল টার্মের পরিবর্তে সেই ইমেজের সাথে মিল রেখে একই রকম ফলাফল এবং এর উৎস দেখায়।

প্রথমে একটি ছবি বাছাই করে ট্যাপ করে রাখতে হবে কয়েক সেকেন্ড, সেখানে “সার্চ বাই ইমেজ” অপশন এলে এতে ক্লিক করলে একই রকম অনেকগুলো ইমেজের ফলাফল চলে আসবে তাদের নাম ও বিস্তারিত সহ।

ডিকশনারি অ্যানিহোয়ার

এই অ্যাড-অনটি লিনাক্স, ডেস্কটপ সংস্করণে ব্যবহার করা যাবে। ফায়ারফক্সে এই অ্যাড-অনটি যেকোন ভারী কিংবা জটিল শব্দ বুঝতে সমস্যা হলে উক্ত শব্দটির উপর ডবল ক্লিক করে সেখান থেকেই সহজেই এর অর্থ উন্মোচন করা যায়। আলাদা কোন ডিকশনারি এক্ষত্রে ব্যবহারের প্রয়োজন পড়ে না। এই মুহূর্তে, শুধুমাত্র ইংরেজি, স্প্যানিশ, জার্মান এবং ফরাসি এই কয়েকটি ভাষার সমর্থন রয়েছে এতে। তবে এই এক্সটেনশনটি ফায়ারফক্সের রিডার মোডের সাথে কাজ করবে না। কারণ এই মোডে স্ক্রিপ্ট চালানোর অনুমতি নেই।

ভিমিয়াম এফএফ

যারা জানেন না এই অ্যাড-অনটির কাজ কি তাদের জন্য সহজ করে বলা যায়, এটি শুধুমাত্র ভিআইএম স্টাইল কী ব্যবহার করে ফায়ারফক্স এর চারপাশে নেভিগেট করতে দেয়। J কী বাটনে চাপ দিলে নিচের দিকে স্ক্রোল হয়, K কী প্রেস করলে উপরে স্ক্রোল হয়, X কী প্রেস করলে বর্তমান ট্যাব বন্ধ হয়ে যায়, T কী প্রেস করলে একটি নতুন ট্যাব খোলে। বলতে গেলে এটি এক ধরনের কীবোর্ড শর্টকাট টুল।

ফায়ারশট

ফায়ারশট ফায়ারফক্স অ্যাড-অনগুলোর মধ্যে খুব সাধারণ একটি অ্যাড-অন। এটি আপনাকে সম্পূর্ণ ওয়েব পৃষ্ঠাগুলিকে একটি একক, দীর্ঘ চিত্র বা একটি পিডিএফ ফাইল হিসাবে ক্যাপচার করতে দেয়।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.