Reading Time: 2 minutes

ইতিমধ্যে মজিলা বেশ কয়েকটি নতুন ফিচারসহ ফায়ারফক্স ব্রাউজারের নতুন সংস্করণ চালু করেছে। ব্রাউজারটির নতুন সংস্করণটি হলো ১০৫। ব্রাউজারে অভিজ্ঞতা উন্নত করতে ও দ্রুততর করার উদ্দেশ্য সমানে রেখে এটি তৈরি হয়েছে। ট্র্যাকপ্যাড ব্যবহারকারীর জন্য মজিলা তাদের ফায়ারফক্স ব্রাউজারের ‘ইউজিবিলিটি’ ব্যবস্থাও উন্নত করেছে। ফলে তারা গুগল ক্রোম এবং মাইক্রোসফট এজ এর মতো ব্রাউজারগুলোর সঙ্গে অবশেষে তাল মেলাতে পারছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকরাডার

এই সংস্করণে আসা পাঁচটি নতুন ফিচারের একটি হলো উন্নতমানের প্রিন্টিং ইন্টারফেইস, যা আরও সহজ উপায়ে ওয়েব পেজ প্রিন্টের সুবিধা দেবে ব্যবহারকারীকে। পাশাপাশি, পুরো থ্রেডের পরিবর্তে একটি ইমেইল প্রিন্ট করার সুবিধা কাজে আসবে ব্যবসা বা অফিসের জন্য। বড় তালিকা থেকে নির্দিষ্ট কোন সামগ্রী খোঁজার গতি আগের তুলনায় দ্বিগুণ হয়েছে। অন্যান্য প্রতিটি ব্রাউজার যেখানে ওপেন-সোর্স ক্রোমিয়াম প্রকল্পের ভিত্তিতে তৈরি, সেখানে ফায়ারফক্স নিজস্ব কোয়ান্টাম ব্রাউজার ইঞ্জিন ব্যবহার করায় ব্যবহারকারীর ডেটা প্রাইভেসির বিষয়টি গুরুত্বের সঙ্গে পরিচালিত হয় বলে দাবি মজিলার।

উইন্ডোজ ৭, ম্যাকওএস ১০.১১ সিয়েরা বা এর চেয়ে উঁচুমানের অপারেটিং সিস্টেম এবং উপযুক্ত লিনাক্স মেশিনে ডাউনলোড ও আপগ্রেড করা যাবে ফায়ারফক্স ভার্সন ১০৫। মোবাইল ডিভাইসে এলেও তুলনামূলক কম ফিচার আছে এতে। ফায়ারফক্স ওয়েবসাইটে মিলবে নতুন এই ব্রাউজার চালানোর পুরো সিস্টেম রিকয়্যারমেন্ট। মজিলা ব্রাউজারটির স্থিতিশীলতা ও প্রযুক্তিগত উন্নতিতে বেশি নজর দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে টেকরেডার। নতুন এই ব্রাউজারে আরও কয়েকটি বিশেষ আপডেট ও এসেছে।

লিনাক্সে যেহেতু মেমরি সঙ্কট তৈরির আশঙ্কা কম থাকে সেহেতু এই ওএস এ তুলনামূলক ভালোভাবে কাজ করে ব্রাউজারটি। এছাড়াও লিনাক্স ব্যবহারকারীদের জন্য ফায়ারফক্স একটি চমৎকার এবং সেরা ব্রাউজার তা অস্বীকার করার কোন উপায় নেই। ব্যবহারকারীরা উক্ত ব্রাউজারের মধ্যেই ক্ষুদ্র কিছু অ্যাড-অন ইন্সটলেশনের মাধ্যমে স্বাচ্ছন্দে ব্রাউজিং এর অভিজ্ঞতা নিতে পারেন। কিছু ক্ষতিকর ব্রাউজার রয়েছে যা ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ তথ্য ট্র‍্যাক করার পাশাপাশি কিছু ক্ষতিকর অ্যাড-অন অনুমতি ছাড়াই ইন্সটল করার সুযোগ করে দেয়।

তবে মজিলা ফায়ারফক্সে এই ঝামেলা থেকে মুক্তি পাওয়া অনেকটাই আশা করা যায়। ম্যাক ব্যবহারকারীদের চোখে পড়বে ব্রাউজারটির ট্র্যাকপ্যাড ইউজেবিলিটির উন্নতি, যেখানে সরিয়ে ফেলা হয়েছে কয়েকটি স্ক্রলিং সংক্রান্ত জটিলতা। মজিলা ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, ফায়ারফক্সে যাওয়ার কয়েকটি সুবিধার মধ্যে আছে ডিফল্ট হিসেবে বিভিন্ন থার্ড-পার্টি ট্র্যাকিং কুকি, ক্রিপ্টোমাইনিং স্ক্রিপ্ট ও সামাজিক ট্র্যাকার ব্লক করার ব্যবস্থা।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.