Reading Time: 2 minutes

জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম টেলিগ্রাম সম্প্রতি ২০২৩ সালের প্রথমবারের মত দারুন এক আপডেট নিয়ে এসেছে। আপডেটে ভিন্ন ভাষাভাষী ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগের সহজ উপায় চালু করেছে মেসেজিং সেবা টেলিগ্রাম। প্রিমিয়াম সাবস্ক্রিপশন গ্রাহকগণ বিভিন্ন গ্রুপ বা চ্যানেলের সঙ্গে যোগাযোগের বেলাতেও ফিচারটি ব্যবহার করতে পারবেন। অ্যাপে ব্যবহারকারীর ডিফল্ট ভাষার বাইরে অন্য কোনো ভাষায় বার্তা এলে এখন থেকে অ্যাপ ইন্টারফেসের ওপরের অংশে একটি ট্রান্সলেট বার দেখা যাবে।

এতে চাপ দিলে ওই বার্তা অনূদিত হয়ে যাবে তাৎক্ষণিকভাবেই। টেলিগ্রামের শেয়ার করা জিআইএফ এ দেখা যাচ্ছে, ভ্রমণের ক্ষেত্রে ফিচারটি কাজে লাগতে পারে। এই ক্ষেত্রে ব্যবহারকারীর পরিকল্পিত ভ্রমণের শহর সংশ্লিষ্ট চ্যানেলে যুক্ত হয়ে স্থানীয় লোকজনের বহুল আলোচিত দর্শনীয় জায়গা ও আয়োজনগুলো দেখার পরামর্শ দিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট। প্রিমিয়াম গ্রাহকদের জন্যেও নতুন বার্ষিক আর্থিক ফি এর সুবিধা চালু করেছে টেলিগ্রাম।

ফলে, সারা বছর সেবাটি চালাতে খরচ কমবে ৪০ শতাংশ। আর স্টিকার ও ইমোজির কথা বলতে গেলে, অ্যাপের মধ্যে বাড়তে থাকা অপশনগুলোকে বিভিন্ন বিভাগে সাজিয়ে তোলার উপায়ও সহজ করেছে টেলিগ্রাম। একই সময়ে, বেশ কিছু সংখ্যক ইমোজির নতুন সংস্করণের পাশাপাশি ১০টি কাস্টম ইমোজি প্যাকও চালু করেছে কোম্পানিটি। আলাদাভাবে, আপডেটে নতুন একটি টুল যোগ হয়েছে, যা বিভিন্ন স্টিকার ও ইমোজিকে প্রোফাইল পিকচারের রূপান্তর করতে পারে।

ফিচারটি নিজের জন্য ব্যবহারের পাশাপাশি ব্যবহারকারী তার বিভিন্ন কন্টাক্টের জন্যও প্রোফাইল পিকচার বসাতে পারবেন। এর সবচেয়ে ভালো দিক হলো, সবার জন্যই ফিচারটি উন্মুক্ত, কেবল প্রিমিয়াম গ্রাহকদের জন্য নয়। এর পাশাপাশি, স্বয়ংক্রিয় মিডিয়া ডাউনলোড সেটিং নিয়েও কাজ করেছে টেলিগ্রাম। ফলে, ফোনের স্টোরেজে সেভ করা বিভিন্ন মিডিয়ার ধরন ও আকারের ওপর তুলনামূলক বেশি নিয়ন্ত্রণ থাকে ব্যবহারকারীর। যাদের কাছে এই আপডেট এখনও পৌঁছায়নি, তাদের ধৈর্য ধরার পরামর্শ দিয়েছে এনগ্যাজেট।

কারণ, কখনও কখনও এই ধরনের আপডেট পুরোপুরি চালু হতে কিছুদিন সময় লেগে যায়। এনগ্যাজেট বলছে, ব্যবহারকারীর ডিভাইসে দুটি পরিবর্তন সেবাটির কার্যক্রম তুলনামূলক সহজ করে দেবে। প্রথমত, অ্যাপের নেটওয়ার্ক ব্যবহারের টুলের নকশা ঢেলে সাজিয়েছে টেলিগ্রাম। অ্যাপ ইন্টারফেসের ওপরের অংশে এখন মোবাইল, ওয়াইফাই ও রোমিং সুবিধা ব্যবহারের জন্য পৃথক ট্যাবসহ সহজ এক পাই চার্টে টুলের শেয়ার করা বিভিন্ন তথ্য দেখতে পাবেন ব্যবহারকারী।

এছাড়া টেলিগ্রামের মিডিয়া ব্লার টুল অথবা ভিডিও ট্রান্সক্রিপশন সম্পর্কে জানতে এখানে অথবা এখানে ক্লিক করুন।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.