Reading Time: 4 minutes

ইঞ্জিনিয়ারিং সেক্টরে সাধারণত কিছু সফটওয়্যার এর প্রয়োজন পড়ে, আকারে সেটি ছোট বা বড় যেমনই হোক না কেন। আর্কিটেকচার বা সিভিল ইঞ্জিনিয়ারিং ফার্মে AutoCAD, 3D Studio Max অথবা Sketchup, Vray প্রয়োজন হয়। মেকানিক্যাল বা ইলেক্ট্রিক্যাল সেক্টরের হলে ড্রাফটিং এর জন্য AutoCAD এর পাশাপাশি Solidworks প্রয়োজন হতে পারে। উক্ত ফার্মে বাংলাদেশি টাকায় প্রতিটি কম্পিউটারের জন্য বছরে সর্বনিম্ন ২ লক্ষ টাকা প্রয়োজন, যদি আপনি পাইরেসি না করেন।

এই আর্টিকেলটিতে আপনাদের ৫টি চমৎকার ক্যাড ও থ্রিডি সফটওয়্যার নিয়ে আলোচনা করবো।

ব্লেন্ডার

ওপেন সোর্স থ্রি ডাইমেনশন ডিজাইন এর কথা চিন্তা করলে প্রথমেই যে নামটা মাথায় আসে তা হলো ব্লেন্ডার (Blender)। একটি ডাচ এনিমেশন স্টুডিও NeoGeo ১৯৯৪ সালে ব্লেন্ডারের প্রথম ভার্শন বের করে। বর্তমানে এটির সর্বশেষ ভার্শন ২.৮২ যা ২০২০ সালে ১৪ ফেব্রুয়ারী তে রিলিজ পায়। এটিকে আপনি 3D Studio Max বা Sketchup এর বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন।  এটি একটি ওপেন সোর্স থ্রি ডাইমেনশন বা 3D ডিজাইন সফটওয়্যার যা দিয়ে আর্কিটেকচারাল মডেলিং, ইন্টেরিয়র মডেলিং, মেকানিক্যাল বা ইলেক্ট্রিক্যাল মডেলিং, ম‌‌োশন গ্রাফিক্স, ভিডিও ইডিটিং সহ থ্রিডি এনিমেশন, গেম তৈরী সহ অনেক কাজই করা যায়।

বিস্তারিত ভাবে বলতে গেলে এটিতে থ্রিডি মডেলিং, UV Unwrapping, টেক্সটারিং, Raster গ্রাফিক ইডিটিং, ফ্লুইড, স্মোক, পার্টিক্যাল, সফটবডি সিমুলিউশন, রেন্ডারিং সহ সবই করা যায়।

জনপ্রিয় কিছু মুভি যেমন Spring (2019), Hero (2018), Daily Dweebs (2017), Tears of Steel (2012), Big Buck Bunny (2008) এনিমেশন মুভিতে Blender ব্যবহার করা হয়েছে। 

এটিতে রেন্ডারার ইঞ্জিন হিসেবে Cycles Rendering Engine দেওয়া থাকে। অর্থাৎ আপনাকে অতিরিক্তভাবে Vray ইন্সটল করতে হবে না।

Cycles অনেক শক্তিশালি একটি রেন্ডারিং ইঞ্জিন। প্লাটফরমঃ উক্ত সফটওয়্যারটি Windows, Linux এবং Mac OS এর জন্য পাওয়া যায়। এর অফিসিয়াল ওয়েবসাইট এখানে

কিউ ক্যাড/ লিব্রা ক্যাড

ডিজাইনের কথা বলতে গেলে সবার আগে যেটি আসে সেটি একটি টু ডি ড্রয়িং সফটওয়্যারের বা সরাসরি বলতে গেলে অটোক্যাড (AutoCAD)। কিউক্যাড বা লিব্রাক্যাড (QCAD / LibreCAD) এই দুটিকে বিবেচনা করতে গেলে AutoCAD এর বিকল্প হিসেবে দুটোই একই সফটওয়্যার। QCAD দুইটা ভার্শনে পাওয়া যায়। প্রফেশনাল ভার্শন ও কমিউনিটি ইডিশন। প্রফেশনাল ভার্শনে AutoCAD এর .dwg ফাইল সাপোর্ট সহ কিছু অতিরিক্ত সুবিধা পাওয়া যায়।

উক্ত দুইটি সফটওয়্যার ব্যবহার করে আপনি Architectural, Civil Engineering, Plumbing, Mechanical, Electrical ড্রয়িং করতে পারবেন। আসলে অটোক্যাডের বিকল্প হিসেবে কিউক্যাড বা লিব্রাক্যাড খুবই জটিল ও ছোট সফটওয়্যার, তবে যদি ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার করতে কেউবাগ্রহী থাকেন তাহলে এরচেয়ে ভালো বিকল্প বলতে গেলে নেই।

বিজ্ঞাপন (কেন?)

গোডট

গোডট (GODOT) এটি একটি ওপেনসোর্স গেমিং ইঞ্জিন। ২০০৪ সালে Juan Linietsky, Ariel Manzur এটির ডেভেলপমেন্ট শুরু করেন। যা ২০১৪ সালে প্রথম রিলিজ করা হয়। ২০১৯ সালে ব্লেন্ডারে থাকা গেমিং ইঞ্জিন টি সরিয়ে ফেলা হয় এবং একটি শক্তিশালি গেমিং ইঞ্জিন ব্যবহারের রেকমেন্ডেশন প্রস্তাব করা হয়। বর্তমানে আপনি ব্লেন্ডার এবং গোডট ব্যবহার করে অনেক সুন্দর সুন্দর গেম ও এনিমেশন তৈরী করতে পারবেন। সর্বশেষ ভার্শন ৩.২.১ যা ১০ মার্চ ২০২০ তে প্রকাশ পায়।

এটি Unreal Engine বা Unity এর বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। ২০০৪ সালে Juan Linietsky, Ariel Manzur এটির ডেভেলপমেন্ট শুরু করেন। যা ২০১৪ সালে প্রথম রিলিজ করা হয়। সর্বশেষ ভার্শন ৩.২.১ যা ১০ মার্চ ২০২০ তে প্রকাশ পায়। The Interactive Adventures of Dog Mendonça & Pizzaboy গেমটি গোডট দিয়ে তৈরী করা। যা Steam এর মাধ্যমে খেলতে পারবেন। এছাড়াও West Virginia এর হাইস্কুলের পাঠ্যক্রমে এটির ব্যবহার করা হয়।

GODOT দিয়ে আপনি Linux, MacOS, Windows, BSD, Haiku, iOS, Android, HTML5, Xbox, WebAssembly, Universal Windows Platform (UWP) সহ প্রায় সকল প্রকারের প্লাটফরমের জন্য গেম তৈরী করতে পারবেন।

কিক্যাড

কিক্যাড (KiCAD) এটি একটি EDA (Electronics Design Automation) সফটওয়্যার বা ECAD (Electronic Computer Aided Design) সফটওয়্যার ডিজাইন সফটওয়্যার যা Autodesk EAGLE এর বিকল্প হিসেবে ব্যবহারযোগ্য। ১৯৯২ সালে Jean-Pierre Charras নামক একজন ডেভেলপার তৈরী করেন। বর্তমানে অনেক সেচ্ছাসেবী অর্থের বিনিময়ে এর পিছনে শ্রম দিচ্ছেন। এটির সর্বশেষ রিলিজ প্রকাশিত হয় ৪ নভেম্বর, ২০১৯ সালে। 

উক্ত সফটওয়্যারটি Windows , Linux এবং Mac OS এর জন্য পাওয়া যায়।এটিতে আপনি ইলেক্ট্রনিক সার্কিট ডিজাইন করতে পারবেন এবং তা PCB ডিজাইনে রুপান্তর করতে পারবেন। এর অফিসিয়াল ওয়েবসাইট এখানে

ফ্রিক্যাড

ফ্রিক্যাড (FreeCAD)কিউক্যাড বা লিব্রাক্যাড থেকে ভিন্ন। ফ্রি-ক্যাড একটি ওপেন সোর্স MCAD (Mechanical Computer Aided Design) সফটওয়্যার। কিন্তু বর্তমানে এটি ম্যাকানিক্যাল কাজ ছাড়াও BIM (Building Information Modeling), আর্কিটেকচারাল, ইলেক্ট্রিক্যাল, কনস্ট্রাকশন কাজেও ব্যবহার করা হয়। বর্তমানে এটির সর্বশেষ ২৬ অক্টোবর ২০১৯ সালে ভার্শন ০.১৮.৪ রিলিজ পায়। তবে, এটি ১৭ বছরে এখনো এটির প্রথম স্টেবল রিলিজ পায়নি।

আশা করা যায় খুব শীঘ্রই এটির প্রথম স্টেবল রিলিজ পাওয়া যাবে। এটিকে আপনি Solidworks, Autodesk Inventor, Revit এর বিকল্প হিসেবে ব্যবহার করতে পারবেন। এটি প্রথম রিলিজ পায় ২০০২ সালের ২৯ এ অক্টোবর। ডেভেলপার গণঃ Jürgen Riegel, Werner Mayer ও Yorik van Havre। প্লাটফরমঃ উক্ত সফটওয়্যারটি Windows , Linux এবং Mac OS এর জন্য পাওয়া যায়। অফিসিয়াল ওয়েবসাইট জানতে এখানে ক্লিক করুন।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.