Reading Time: 5 minutes

ভ্যানিলা ওএস নতুন আরেকটি সংযোজন, ইতিমধ্যে এতগুলি অপারেটিং সিস্টেমের মধ্যে। কিন্তু যখন এই খাতে এত প্রতিয‌‌োগীতা, তখন নতুন প্রতিযোগীদের অবশ্যই নতুন কিছু নিয়ে আসতে হবে। আর ভ্যানিলা ওএস, সেটা করে দেখাচ্ছে। আমি অত্যন্ত আশাবাদি নতুন ধরনের এই অপারেটিং সিস্টেমটি নিয়ে। 

ভ্যানিলা ওএস একটি উবুন্টু-ভিত্তিক অপারেটিং সিস্টেম (একটু থামুন, আমি জানি আপনি কি ভাবছেন!)। কিন্তু এই অপারেটিং সিস্টেম আর দশটা উবুন্টু বা ডেবিয়ান সন্তানের মত না। বরং, বলা যায় উবুন্টু শুধুমাত্র এই অপারেটিং সিস্টেমের সবচেয়ে গভীর অংশের ভিত্তির জন্যে রাখা হয়েছে, এবং নিরাপত্তা প্যাচের জন্যে। কোর ইঞ্জিন বলা যায়। কিন্তু এর ইঞ্জিন উবুন্টু হলেও এটির একটি ফিচার আজ পর্যন্ত কোন উবুন্টু ভিত্তিক অপারেটিং সিস্টেম এ নেই। ফিচারটি হচ্ছে ইমিউটিবিলিটি। কিন্তু ইমিউটিবিলিটি কি?

ইমিউটিবিলিটি হচ্ছে এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে মূল সিস্টেমের মধ্যে বড় কোন পরিবর্তন বা ভুল এর জন্যে সৃষ্টি ত্রুটি হতে বাঁচায়। এটি অন থাকলে আপনার সিস্টেমে কোন এক্সিডেন্টাল ড্যামেজ আপনি করতে পারবেন না। আপনার হোম ডিরেক্টরি সম্পূর্ন খোলা থাকবে, কিন্তু রুট আপনি সহজে পরিবর্তন করতে পারবেন না, এবং পরিবর্তন করলে সেটি আবার আগের অবস্থায় ফিরে যাবে। কিন্তু আপনি বলতে পারেন, এতে কি আমার স্বাধীনতা কমছে? মোটেও না। বরং আপনি চাইলে এটিকে অফ করতে পারবেন। 

আমরা অনেকেই যারা আর্চ ইউজার, তারা ছোটখাটো কিছু টুইক করতে গিয়ে সিস্টেম নষ্ট করে ফেলি। কিন্তু ভ্যানিলা ওএস এ আমরা নিশ্চিন্তে থাকতে পারি, যে ইউজার এর লেভেলের কোন ভুলের কারনে আমাদের বিশাল কোন ক্ষতি হবে না। কিন্তু আমরা যদি স্বাধীনভাবে কিছু করতে চাই, বা সিস্টেম পরিবর্তন করতে চাই, তাহলে অন ডিমান্ড আমরা ইমিউটিবিলিটি অফ করতে পারি। তবে, আমরা বেশিরভাগ সময় ভুলভাল কনফিগারেশন বা ড্রাইভার নিয়ে খোঁচাখুচি করি, কিন্তু ভ্যানিলা ওএস এক্ষেত্রে এগিয়ে, কারন:

হাতের মুঠোয় ড্রাইভার ম্যানেজমেন্ট

গেমিং অথবা ভিডিও এডিটিং, বা অন্যান্য কাজে আমাদের নতুন সব হার্ডওয়্যার এর জন্যে সবসময় হাই পার্ফরম্যান্স এবং আপডেটেড ড্রাইভার স্ট্যাক খুজি। ভ্যানিলা ওএস এটি অত্যন্ত সোজা এবং ঝামেলা বিহীন করতে চায়। আমরা এই ক্ষেত্রে উবুন্টুর চেয়ে ভালো কিছু আশা করতে পারি, কারন ভ্যানিলা ওএস এর চেয়ে বেশি প্রমিস করছে। অতএব আশা করা যায় তারা ড্রাইভার পাবলিশারদের সাথে মিলে ইউজারদের জন্যে সহজ এবং গ্রাফিকেল একটি ব্যবস্থা করে দিবে, যার মাধ্যমে আপনার পছন্দের ড্রাইভার সেটা হোক এনভিডিয়া, এএমডি বা ইনটেল সহজে ইন্সটল এবং ম্যানেজ করতে পারবেন। আশা করা যায় ভ্যানিলা ওএস ডুয়াল জিপিইউ এবং পাওয়ার ইফিশিয়েন্সি নিয়েও কাজ করবে। 

ইতিমধ্যে লিনাক্স মিন্ট, বা মাঞ্জারো এক্ষেত্রে অনেক কাজ করেছে, এবং তাদের জিইউআই টুল রয়েছে, কিন্তু কিছু কোম্পানী এনভিডিয়ার ড্রাইভার পাবলিশিং এর কায়দায় অতিষ্ট হয়ে আশা ছেড়ে দিয়েছে। কিন্তু বিগত সময় এনভিডিয়া কিছুটা নমনীয় হয়েছে, এবং আপনি যদি পূরাতন হার্ডওয়্যার এরও মালিক হন, তারপরেও এনভিডিয়ার নতুন ড্রাইভার প্যাকেজগুলি সমান পার্ফরম্যান্স দেয়ার আশ্বাস দিচ্ছে। এবং লিনাক্স ইউজাররা চায় যে ওএস এবং ড্রাইভার মেকারদের মাঝে পারস্পরিক সম্পর্ক আরো ভালো হোক। 

এক্ষেত্রে আশা করা যায় আমরা আরো ভালো কিছু পেতে যাচ্ছি ভ্যানিলা ওএস এর মাধ্যমে, যেহেতু তারা গেমিং এবং প্রোডাক্টিভিটির দিকে নজর দিচ্ছে। আমরা আশা করতে পারি নতুন ড্রাইভার ম্যানেজার যেখানে ৩০ সিরিজ এবং ৪০ সিরিজের এনভিডিয়া জিপিইউ, ইনটেল এর আর্ক জিপিইউ এর মত বাজারের সবচেয়ে নতুন প্রোডাক্ট, এমনি ১০, ২০ সিরিজ এর এনভিডিয়া, বা এএমডি প্রো জিপিইউ ড্রাইভার ভ্যারিয়েন্টগুলি সহজে ইনস্টল এবং ম্যানেজ করা যাবে, যদি তাদের প্রমিস সত্যি হয়। 

অত্যন্ত ভালো সফটওয়্যার বা প্যাকেজ ম্যানেজমেন্ট

ভ্যানিলা ওএস এর প্যাকেজ ম্যানেজমেন্ট এর জন্যে নতুন প্যাকেজ ম্যানেজার তৈরী করা হয়েছে, কিন্তু! এখানেও একটি টুইস্ট রয়েছে। এপএক্স বা APX প্যাকেজ ম্যানেজার এর কোন স্বতন্ত্র প্যাকেজ ফরম্যাট নেই। বরং এটি অন্যান্য প্যাকেজ ফরম্যাট নিয়ে একটি ইউনিফাইড প্যাকেজ ম্যানেজমেন্ট পরিবেশ তৈরী করে। এবং এর মাধ্যমে প্যাকেজগুলি কন্টেইনারে ইনস্টল করা হয়। যদিও সিস্টেম টুলস গুলি সিস্টেমকে প্রভাবিত করে, কিন্তু ইউজার লেভেল এর সকল এপ কন্টেইনার এর মধ্যে থাকে।

বিজ্ঞাপন (কেন?)

এটি অনেকটা ফ্ল্যাটপ্যাক এর মত, কিন্তু আপনি এর মাধ্যমে শুধু উবুন্টু প্যাকেজ না, বরং AUR এবং ফেডোরা প্যাকেজও ইনস্টল করতে পারবেন! হ্যা ঠিকই শুনেছেন। তাছাড়া ফ্ল্যাটপ্যাক, স্ন্যাপ অথবা অ্যাপইমেজ ব্যবহার করার সুবিধা রয়েছে। এটি আপনি প্রথমবার ইনস্টলের সময় পছন্দ করতে পারবেন। এটিতে যদিও সফটওয়্যার সেন্টার রয়েছে, কিন্তু APX এতে থাকবে, নাকি শুধু ফ্ল্যাটপ্যাক/স্ন্যাপ/অ্যাপইমেজ ম্যানেজ করা যাবে সেটা আমি এখনো জানি না। মনে হচ্ছে তারা ভবিষ্যতে এর কোন আপডেট আনবে। 

কেন এটি নিয়ে মানুষ বেশি আশাবাদি?

লিনাক্স দুনিয়া দ্রুতই ডেস্কটপের জন্যে উন্নত হচ্ছে, এবং দ্রুতই এর বিস্তার ঘটছে। কিন্তু সমস্যা হচ্ছে, অনেক কর্পোরেট পরিবেশের জন্যে অথবা অফিস ব্যবহার জন্যে তেমন কোন সলিউশন নেই। যেগুলি রয়েছে, সেগুলি নয়তো ক্লাউড বান্ধব, নয়তো বাসা বাড়ির জন্যে। আবার অফিস এর জন্যে তৈরী ওএসগুলি অনেক ঝামেলাদায়ক কারন ১। ছোট কোম্পানীগুলি ঠিকমত সাপোর্ট এবং ট্রেনিং যোগাতে পারেনা, এবং ২। সব অপারেটিং সিস্টেম ইমিউটেবল না। 

অর্থাৎ অফিস পরিবেশে যেখানে মানুষ অনেক রকমের কাজ করতে থাকে, সেখানে সিস্টেমের অল্প সময়ের ত্রুটি অনেকখানি ক্ষতিসাধন করে। কিন্তু, ইমিউটিবিলিটি থাকলে নির্ভয়ে একটি সিস্টেম তৈরী করা যায় যেখানে একটি লকড সিস্টেম কর্মীদের প্রদান করা সম্ভব হয়, এবং তাদের দ্বারা কোন ত্রুটি বা সিস্টেম ব্রেকেজ এর সম্ভাবনা অনেক কমে যায়। এতে আইটি সাপোর্টের খরচ কমে এবং ত্রুটির জন্যে আর্থিক ক্ষয়ক্ষতি কমে। এটি শুধু অফিস নয়, ছোট ব্যবসার ক্ষেত্রেও সত্য। 

এগুলি তো স্পেশাল কেস, কিন্তু আপনার আমার সাধারন ব্যবহারের জন্যেও এটি একটি দারুন আশা জাগানিয়া অপারেটিং সিস্টেম। কারন এর মাধ্যমে আমাদের একটি র‍্যান্ডম প্যাকেজের কারনে পুরো সিস্টেমটি হারাতে হবে না। আলাদা কন্টেইনার থাকার ফলে আমরা চাইলে একই অ্যাপ দুবার, অথবা একই অ্যাপের দুইটি ভার্সন একই সিস্টেমে ইনস্টল করতে পারবো। গেমিং এর ক্ষেত্রে এই জিনিসটি প্রয়োজন হয়। এর ফলে আমরা যদি ভুল কোন পদক্ষেপ নিই, সেটি বিনা জরিমানায় ফিরিয়ে নেয়া যাবে।

কোথায় পাবো ভ্যানিলা ওএস?

ভ্যানিলা ওএস এখনো নতুন এর পর্যায়ে রয়েছে। অর্থাৎ এটি সম্পূর্নরুপে তৈরী হলেও অনেক ফিচার আসতে এখনো বাকি। তাই আপনি যদি এটি ব্যবহার করে দেখতে চান, তাহলে এখনি এটির বর্তমান অবস্থা দেখে সমালোচনা করা ঠিক হবে না। আপনি চাইলে এইখান থেকে এটির লেটেস্ট সংস্করন ডাউনলোড করতে পারবেন। বিগত স্টেবল রিলিজে ইতিমধ্যে ড্রাইভার ম্যানেজমেন্ট রাখা হয়েছে এবং আশা করি বাকি ফিচারগুলিও চলে আসবে। আনস্টেবল ভার্সনগুলিতে সেক্ষেত্রে চোখ রাখতে পারেন। 

উপসংহার

বাজারে লাখো অপারেটিং সিস্টেম থাকলেও লিনাক্সে সাধারন এবং বহুমাত্রিক ব্যবহারের জন্যে অপারেটিং সিস্টেম হাতে গোনা। বিগত সময়ে স্টিমওএস ৩ আমাদের দেখিয়েছে কিভাবে একটি গেমিং অপারেটিং সিস্টেম তৈরী করতে হয়। এখন, ভ্যানিলা ওএস একই ফর্মূলা, একটু ভীন্নভাবে ব্যবহার করে একটি বহুমাত্রিক ইমিউটেবল অপারেটিং সিস্টেম তৈরী করেছে যেটি অত্যন্ত ইউজার বান্ধব। এতে শুধু গেমিং নয়, বরং প্রোডাক্টিভিটি এবং অফিস পরিবেশে ব্যবহারের জন্যে তৈরী। কেন এবং কিভাবে সেটা আমি আলোচনা করেছি। 

আপনাদের যদি আজকের আর্টিকেল ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা এখন থেকে নিয়মিত লিনাক্স বিষয় আর্টিকেল ছাপবো। আপনার ইচ্ছা এবং ফিডব্যাক আমাদের জানাতে ভুলবেন না, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে ভুলবেন না। ধন্যবাদ পড়ার জন্যে। 

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.