Reading Time: 3 minutes

ইনটেল আর্ক লাইন আপ ইনটেলের একটি নতুন বুদ্ধি সিলিকন দুনিয়ায় প্রতিযোগীতা বাড়ানোর। বিগত সময়ে জিপিইউ এর বাজারে তূমুল প্রতিযোগীতা থাকা স্বত্বেও ইনটেলের নতুন করে প্রবেশ অনেককেই বিভিন্নভাবে ভাবিয়েছে। তবে আমি মনে করি এই জিপিইউ লিনাক্স দুনিয়ায় নতুন কিছু আনতে পারে।

ইনটেল আর্ক এর প্রতিযোগীতার স্থান অনেকটা মিডরেঞ্জ বাজারের স্পেশাল ব্যবহারের এক মাঝামাঝি অবস্থানে আছে। ইনটেল চায় তারা গেমিং বাজারে তেমন একটা নজর না দিতে, কিন্তু তারপরেও দাম এবং তাদের নতুন সিরিজের জিপিইউ সমূহের পারফর্ম্যান্স অনেকটাই গেমিং এর জন্যে বন্ধুত্বসূলভই মনে হচ্ছে। 

গেমারদের পছন্দ হতে পারে ইনটেল আর্ক?

স্বভাবতই ইনটেল এর নতুন আর্ক জিপিইউ অনেকটা এনভিডিয়া ৩০৬০ এর কাছাকাছি, এবং এর দাম বাজারের “গেমারদের” জন্যেই একেবারে উপযুক্ত। স্টিম এর সর্বশেষ সার্ভেতে চোখ রাখলে বোঝা যায় বাজারে মিডরেঞ্জ জিপিইউ এর আধিপত্য। ছবিতে দেখুন। 

দেখা যাচ্ছে লেটেস্ট ডেস্কটপ জিপিইউ এর আনাগোনা এই লিস্টের “জনপ্রিয় ১০” এ নেই। দেখা যাচ্ছে স্টিম এর সার্ভেতে সবচেয়ে জনপ্রিয় বরং বেশ পুরাতন ১০XX এবং ২০XX সিরিজ এর জিপিইউ। অর্থাৎ আপনার গেমিং চাহিদা মেটানোর জন্যে একেবারে হাই লেভেলের, সবচেয়ে নতুন জিপিইউ এর আদৌ প্রয়োজন হচ্ছে না বলে অনেক গেমাররাই মনে করেন। 

এই বাজারে ইনটেল যদি মাত্র ৩০০ – ৪০০ ডলারের মধ্যে এনভিডিয়া ৩০৬০ এর সমান পারফর্ম্যান্স যোগাতে পারে, তাহলে আমি মনে করি জিপিউ স্পেসে অবস্থানরত দুই দানব এএমডি এবং এনভিডিয়ার ভালো প্রতিদ্বন্দি হতে পারবে অতি শীঘ্রই। বলা বাহুল্য সিপিউ স্পেসে ইনটেলের “ই-জিপিউ” এর আধিপত্য অনেক। 

লিনাক্সে ইনটেল আর্ক

লিনাক্সে ইনটেল আর্ক এর অভিজ্ঞতা এএমডির মতই অতি সুন্দর হতে পারে অতি শীঘ্রই, কারন এনভিডিয়ার বিপরীতে ইনটেলের ড্রাইভার স্ট্যাক সম্পূর্ন ওপেন সোর্স। ফার্স্ট পার্টি হতে ওপেন সোর্স ড্রাইভার পাওয়ার সবচেয়ে বড় উপকার হচ্ছে আমাদের ইন্সটলের ঝামেলা পোহাতে হবে না। 

যদিও ইনটেলের ওপেন সোর্স ড্রাইভার এই মুহুর্তে তেমন একটা তৈরী না, এবং লিনাক্স কার্নেলে যুক্ত হয়নি, তবুও আশা করা যায় যে, যেই হারে ড্রাইভার এর উন্নতি হচ্ছে, দ্রুতই আমরা লিনাক্স ইউজাররা সু:সংবাদ পেতে যাচ্ছি। বর্তমানে ইনটেলের জিপিউ ড্রাইভার ইনস্টল করাটা একটু ঝামেলাকর। 

বিজ্ঞাপন (কেন?)

ফোরনিক্স এর এই আর্টিকেলে পুরো প্রসেস উল্লেখ করা রয়েছে। যদি ইনটেল এর ড্রাইভার টিম এএমডির মত দায়িত্বশীল হতে থাকে, তবে লিনাক্স কমিউনিটি সদস্যেরা এই ড্রাইভার এর সর্বোচ্চ সুবিধা নিতে পারবে। বর্তমানে তাদের ড্রাইভার লিনাক্সে পূর্ন গতিতে চলছে। 

ইনটেল আর্ক এর দাম

ইনটেল আর্ক এর সবচেয়ে দারুন ব্যাপারটি হচ্ছে এর দাম। ডলার মূল্যে এর দাম যদিও এনভিডিয়ার কাছাকাছি, কিন্তু আসল পার্থক্য দেখা যায় মাঠ পর্যায়ে যেখানে এনভিডিয়ার প্রডাক্টগুলির রিটেল প্রাইস আমাদের দেশে অত্যন্ত বেশি। অপরদিকে ইনটেল যদি বেশি বেশি করে দেশীয় মার্কেটে (বাংলাদেশ ও ভারতে) জিপিইউ যোগান দিতে পারে, সেক্ষেত্রে এনভিডিয়ার চাকচিক্য কিছুটা কমে গিয়ে ইনটেল অনেকের হাতের কাছে চলে আসতে পারে। 

বিগত উন্নতি

বিগত সময়ে ইনটেলের এক্সপেরিমেন্টাল ড্রাইভার ডিরেক্টএক্স৯ নিয়ে ঝামেলায় ভুগছিলো। কিন্তুু বিগত সময়ে টমস হার্ডওয়্যার এর একটি রিপোর্টে সেই সমস্যার সমাধান হয়েছে বলা হয়েছে। বর্তমানে ইনটেল এর নতুন ড্রাইভার আপডেট প্রায় দ্বিগুন ডিরেক্টএক্স৯ পারফর্ম্যান্স আনতে সক্ষম হয়েছে। তাছাড়া হিটিং এবং পাওয়ার ড্র ইস্যু নিয়েও তারা বেশ ভালোভাবে কাজ করছে। 

মূলত ইনটেলের কিছুটা দূর্বল সফটওয়্যার টিম বেশিরভাগ সমস্যার জন্যে দায়ী, যেটা সমাধান করা বেশি একটা কষ্টসাধ্য না। এএমডির মত বড় একটি দল এই একই সমস্যায় প্রায়ই ভোগে, এবং তারাও বিগত সময়ে বেশ উন্নতি করেছে। ইনটেল চাইলে একটি শক্তিশালি ড্রাইভার টিম গড়ে তুলতে পারে। এবং যেহেতু ইনটেলের ড্রাইভার সম্পুর্ন ওপেন সোর্স, কমিউনিটি সদস্যারাও এটিকে শক্তিশালী করে গড়ে তুলতে পারে।

উপসংহার

ইনটেল এবং এনভিডিয়ার পরে ইনটেল এর দেরীতে কনজ্যুমার গ্রাফিক্স মার্কেটে প্রবেশ একটি আশ্চর্যজনক ব্যাপার। অনেকেই ব্যাপারটি ইতিবাচক চোখে দেখছেন, কেননা মার্কেটে যত প্রতিযোগীতা থাকবে, ভোক্তারা ততই জিতবে। ইনটেল সেক্ষেত্রে ভালোই করছে, যেখানে দেখা যাচ্ছে মূল্যের তূলনায় তাদের জিপিইউগুলি ভালো পারফর্ম্যান্স দিচ্ছে। আমরা মনে করি ইনটেলের লক্ষ্য পরিবর্তন করে বরং গেমিং মার্কেটে মনযোগ দেয়া উচিৎ, যেহেতু এই ক্ষেত্রটিতেই তাদের ইতিমধ্যে ভালো অগ্রগতি রয়েছে। ইনটেল আর্ক এর লিনাক্স সাপোর্ট এবং গেমিং এর সুবিধার ফলে লিনাক্সের উঠতি মার্কেটে চাহিদা এবং জনপ্রিয়তা বাড়ার বিশাল সুযোগ রয়েছে। 

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.