Reading Time: 2 minutes

দীর্ঘদিন ধরে শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনটেল নিজের ডিজাইনের চিপ নিজের কারখানাতেই উৎপাদন করছে। সম্প্রতি তাইওয়ানের মিডিয়াটেক ইনকর্পোরেটেডের নকশায় চিপ উৎপাদনের ঘোষণা দিয়েছে মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি। প্রযুক্তিভিত্তিক সাইট রয়টার্স বলছে যে ২০২১ সালের শুরুতে ইনটেল আনুষ্ঠানিকভাবে ‘ফাউন্ড্রি ব্যবসা’ চালু করার পর কোম্পানিটির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্ভবত মিডিয়াটেকের সঙ্গে এই চুক্তি। যদিও চুক্তির আর্থিক খুঁটিনাটি অথবা মিডিয়াটেকের জন্য কতগুলো চিপ উৎপাদন করা হবে, সে বিষয়ে ইনটেল এখনো কোনো তথ্য দেয়নি।

তবে, সামনের ১৮ থেকে ২৪ মাসের মধ্যে প্রথম চিপগুলো নির্মাণ করা হবে এবং এতে ‘ইনটেল ১৬’ নামের আধুনিক নির্মাণ প্রযুক্তি ব্যবহারের কথা জানিয়েছে ইনটেল কোম্পানি। চিপগুলো বিভিন্ন স্মার্ট ডিভাইসে ব্যবহৃত হবে বলে ইনটেল জানিয়েছে। মিডিয়াটেকের সঙ্গে ইনটেলের সাম্প্রতিক চুক্তি প্রসঙ্গে ইনটেল ফ্রাউন্ড্রি সার্ভিসেস প্রেসিডেন্ট রানধির ঠাকুর রয়টার্সকে বলেন, তাইওয়ানের একজন ক্রেতার সঙ্গে যুক্ত হতে পারা এবং তারা যে অগ্রগতির জন্য ওপর তাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে, এ বিষয়টি মিডিয়াটেকের জন্য অনেক বড় কিছু।

স্থায়ী ক্রেতা পাওয়ার ক্ষেত্রে এটি একটি বড় জয়। অন্যদিকে ইনটেলের সঙ্গে চুক্তি প্রসঙ্গে এক বিবৃতিতে মিডিয়াটেক বলেছে যে মিডিয়াটেক সবসময়েই একাধিক উৎস থেকে সংগ্রহের কৌশল অবলম্বন করেছে। উন্নত প্রসেস নোড উৎপাদনে টিএসএমসির সঙ্গে অংশীদারিত্ব ধরে রাখার পাশাপাশি এই চুক্তির মাধ্যমে মিডিয়াটেকে আসা উন্নত প্রসেস নোডের সরবরাহ বাড়বে। নিজস্ব ফাউন্ড্রি ব্যবসা কোয়ালকম ও অ্যামাজনের সঙ্গে চুক্তি করেছে বলে আগেই ঘোষণা দিয়েছিল ইনটেল।

‘ফাউন্ড্রি’ ব্যবসাগুলো মূলত অন্য প্রতিষ্ঠানের নকশা করা চিপ নিজ কারখানায় চুক্তিভিত্তিক উৎপাদন করে। এই খাতের শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে আলাদা পরিচিতি আছে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা টিএসএমসির। প্রযুক্তি বাজারের বিশ্লেষক প্রতিষ্ঠান টেকইনসাইটস এর বিশ্লেষক ড্যান হাচেনসন ইনটেল ফাউন্ড্রি ব্যবসা নিয়ে আদৌ সফল হবে কি না, প্রযুক্তি শিল্পে সে বিষয়ে শঙ্কা থাকলেও মিডিয়াটেকের সঙ্গে সাম্প্রতিক চুক্তি ইনটেল যে সঠিক পথেই আছে তার প্রমাণ দিচ্ছে বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন কেউ যখন ফাউন্ড্রিতে যাবেন, তার মানে তখন অন্তত তিনি দুই বছরের কাজকে ঝুঁকিতে ফেলছেন। যদি কিছু ঘটে যায় আর ফ্রাউন্ড্রি কাজ সম্পন্ন করতে না পারে, তবে আপনি ওই সময়ের মধ্যে ওই ডিজাইন ব্যবহারের সুযোগটা হারাবেন, ইনটেলের সঙ্গে মিডিয়াটেকের মতো চিপ নকশাকারী প্রতিষ্ঠানগুলোর উৎপাদন চুক্তির সম্ভাব্য ঝুঁকির ব্যাখ্যা দিয়ে বলেছেন হাচেনসন।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.