Reading Time: < 1 minutes

সম্প্রতি এএমডি ২৯ অগাস্টের নতুন প্রসেসর রাইজেন ৭০০০ এর উন্মোচনী অনুষ্ঠান লাইভস্ট্রিম করার পরিকল্পনা জানিয়েছে। অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস বা এএমডি নতুন রাইজেন ৭০০০ প্রসেসরটি এই মাসেই উন্মোচনের ঘোষণা দিয়েছে। নতুন প্রসেসর উন্মোচনের পাশাপাশি বহুল প্রতিক্ষিত জেন ফোর (Zen 4) অবকাঠামো নিয়ে বিস্তারিত জানানোর প্রতিশ্রুতি দিয়েছে কোম্পানিটি। এএমডির আসন্ন প্রসেসর চিপ নিয়ে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, পাঁচ ন্যানোমিটার নির্মাণ কৌশলে তৈরি প্রথম পিসি চিপ রাইজেন ৭০০০ হতে যাচ্ছে।

এএমডি এএম৪ প্ল্যাটফর্মের ওপর দীর্ধ দিন ধরে নির্ভর করেছে। এএম৫ দিয়ে সেমিকন্ডাক্টর নির্মাতা কোম্পানিটি অবশেষে সিপিইউ পিন থেকে সরে আসছে বলে ভার্জ জানিয়েছে। সরাসরি ডিডিআর৫ প্রযুক্তিকে সমর্থন দেবে এর এএম৫ মাদারবোর্ড প্ল্যাটফর্ম। পাশাপাশি, এই প্রথম এএমডির তৈরি কোনো চিপ পাঁচ গিগাহার্টজের মাইলফলক পার করবে। যদিও ভার্জ জানিয়েছে যে প্রযুক্তি পণ্যের বাজারে র‌্যাম ও গ্রাফিক্স কার্ডের দাম উৎপাদকের নির্ধারিত খুচরা মূল্যের কাছাকাছি নেমে আসা শুরু করেছে।

চীনের সরবরাহকারীদের বরাত দিয়ে সাইটটি জানিয়েছে যে এনভিডিয়া ও এএমডি অগাস্টের শেষে একযোগে জিপিইউয়ের দাম আরও কমানোর পরিকল্পনা করেছে। উভয় কোম্পানি বছর শেষ হওয়ার আগেই নতুন ফ্ল্যাগশিপ জিপিইউ উন্মোচন করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। জনপ্রিয় রাইজেন ৫০০০ সিরিজের পর এএমডির প্রথম ডেস্কটপ চিপ হতে যাচ্ছে রাইজেন ৭০০০। এএমডি মাঝে রাইজেন ৬০০০ বাজারজাত করলেও উক্ত সংস্করণটির মূলত ল্যাপটপ ও অন্যান্য মোবাইল ডিভাইসের জন্যই নকশা করা হয়েছিল।

তবে, রাইজেন ৭০০০ এর বেলায় এএমডি কেবল নির্দিষ্ট এক ধরনের ডিভাইসে ব্যবহারের পরিকল্পনা করেনি বলে ভার্জ জানিয়েছে। গেমিং ল্যাপটপ এবং পাতলা ও সহজে বহনযোগ্য ল্যাপটপের জন্যেও রাইজেন ৭০০০ সিরিজের একটি সংস্করণ বাজারজাত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে কোম্পানিটি।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.