Reading Time: 2 minutes

২০২১ সালের তৃতীয় প্রান্তিকের তুলনায় চলতি বছরের একই সময়ে কম্পিউটারের বাজারজাত ১৯ দশমিক ৫ শতাংশ কমেছে। গবেষণাপ্রতিষ্ঠান গার্টনার সূত্রে এ তথ্য জানা গিয়েছে। আর্থিক অনিশ্চয়তা এবং টানা চতুর্থ প্রান্তিকে অবিক্রীত ইনভেন্টরি শিপমেন্ট রেকর্ড হওয়ায় বিশ্বব্যাপী পিসি বিক্রি কমেছে। এছাড়া বিশ্বব্যাপী ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটারের শিপমেন্টেও পতন হয়েছে। খবর ফ্রি মালয়েশিয়া টুডে। বিশ্বব্যাপী কম্পিউটার নির্মাতাদের মধ্যে শীর্ষে রয়েছে লেনোভো গ্রুপ লিমিটেড।

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির বাজারজাত বা বিক্রি প্রায় ১৫ শতাংশ কমেছে। কম্পিউটার বিক্রিতে পাঁচটি শীর্ষ প্রতিষ্ঠানের একটি এইচপি ইনকরপোরেশন। বছরের একই সময়ে এ প্রতিষ্ঠানের কম্পিউটার বিক্রি ২৮ শতাংশ কমেছে, যা সবচেয়ে বড় পতন বলেও জানিয়েছে এইচপি। গার্টনার জানায় যে বিশ্বজুড়ে বাজার বিশ্লেষণের দুই দশকের বেশি সময়ের মধ্যে এবারই সবচেয়ে বেশি কম্পিউটার বিক্রি কমেছে। এর আগে ক্যানালিসের গবেষণায় এ বাজারের পতন দুই অংকে দাঁড়িয়েছিল।

গার্টনারের প্রতিবেদনও ক্যানালিসের ওই সংকলিত ডাটাকে প্রতিফলিত করেছে। বিশ্বব্যাপী প্রযুক্তি শিল্পের উত্থানের দৃশ্যের সঙ্গে হতাশাজনকভাবে কম্পিউটার বিক্রি কমে যাওয়ার দৃশ্যটির মিল রয়েছে। চিপ নির্মাণে তাইওয়ানের সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি শীর্ষস্থানে রয়েছে। তবু সম্প্রতি কোম্পানিটির চিপ বিক্রিতে সবচেয়ে বড় পতন হয়েছে। চীন যাতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সেমিকন্ডাক্টর প্রযুক্তি নিজেদের নিয়ন্ত্রণে নিতে না পারে সেজন্য সম্প্রতি আরেক দফা কঠোর বিধিনিষেধ আরোপ করেছে জো বাইডেন প্রশাসন।

বিশ্বব্যাপী বাজারে বিধিনিষেধ প্রসারিত হওয়ায় এ পতন হয়েছে। বেইজিংয়ের প্রযুক্তিগত উন্নয়ন ও সামরিক বাহিনীতে উন্নত প্রযুক্তি ও চিপ ব্যবহার ঠেকাতে সম্প্রতি বেশকিছু নীতিমালা ঘোষণা করেছে ওয়াশিংটন। পিসি বিক্রেতা ও প্রধান চিপ সরবরাহকারী হিসেবে পরিচিতি রয়েছে অ্যাডভান্সড মাইক্রো ডিভাইস ইনকরপোরেশনের বা এএমডি। চলতি বছর কম্পিউটার বাজার মন্দার মধ্য দিয়ে যেতে পারে বলে আগেই সতর্ক করেছিল প্রতিষ্ঠানটি।

এদিকে ব্যক্তিগত কম্পিউটার বিক্রি কমতে থাকায় এবং খরচ কমাতে কয়েক হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে মার্কিন চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনটেল। অক্টোবরের শেষ নাগাদ ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু হবে। বিষয়টি নিশ্চিত করে ব্লুমবার্গ জানাচ্ছে, ২৭শে অক্টোবর তৃতীয়-ত্রৈমাসিক আয়ের প্রতিবেদন প্রকাশের সময় কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়েছে ইনটেল। ২০২২ সালের জুলাই পর্যন্ত ইনটেলের কর্মী সংখ্যা ছিল ১ লাখ ১৩ হাজার ৭০০। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বিশ্বজুড়ে উচ্চ মূল্যস্ফীতির কারণে কম্পিউটার কেনা কমেছে।

বিজ্ঞাপন (কেন?)

ব্যবসার উন্নতির জন্য নতুন পরিকল্পনার ইঙ্গিত দিয়ে ইনটেলের সিইও প্যাট গেলসিঞ্জার কর্মচারীদের কাছে একটি মেমো প্রকাশ করেছেন। কর্মী ছাঁটাইয়ে মেটা এবং মাইক্রোসফটের মতো প্রযুক্তি জায়ান্টদের সাথে যোগ দিতে যাচ্ছে ইনটেল। মেটা সম্প্রতি প্রায় ১২ হাজার ফেসবুক কর্মী ছাঁটাই করেছে বলে জানা গেছে। মাইক্রোসফট জুলাইয়ে এক হাজার ৮০০ কর্মী ছাঁটাই করেছে। লকডাউনের সময় অনলাইনে অফিস এবং পড়াশোনার কাজে সে সময়ে অনেকেই নতুন কম্পিউটার কিনেছেন।

এখন সবকিছু স্বাভাবিক হচ্ছে, তাই নতুন কম্পিউটার কেনার আগ্রহ অনেকটাই কমে এসেছে। ক্যানালিসের সিনিয়র অ্যানালিস্ট ঈশান দত্ত বলেন, আগামী বছরের দ্বিতীয়ার্ধে পিসি বাজার পুনরুদ্ধার করা সম্ভব হতে পারে। চীনা মালিকানাধীন কারখানাগুলোতে উন্নত লজিক চিপের চালান বন্ধে চলতি বছরের শুরুতে কয়েকটি মার্কিন কোম্পানির কাছে চিঠি পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে কেএলএ করপোরেশন, লাম রিসার্চ করপোরেশন ও অ্যাপ্লায়েড ম্যাটারিয়ালস ইনকরপোরেশন।

বেইজিংয়ের সামরিক বাহিনীর কাজে আসতে পারে বা সেমিকন্ডাক্টর কোম্পানির হাতে প্রযুক্তি বেহাতের সম্ভাবনা রয়েছে এমন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রযুক্তিপণ্য রফতানি অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক আরোপিত বিধিনিষেধে সুপারকম্পিউটারে ব্যবহূত চিপ রফতানিও বাধাগ্রস্ত হবে। এর আগে ড্রোন নির্মাতা ডিজেআই ও নজরদারি প্রতিষ্ঠান ঝেজিয়াং ডাহুয়া টেকনোলজিসহ চীনের সামরিক বাহিনীর ঘনিষ্ঠ ১৩টির মতো চীনা কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেছিল পেন্টাগন।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.