Reading Time: 2 minutes

দীর্ঘ কয়েক বছরের সাফল্যের পর এ বছরের প্রথমভাগে স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্স গ্রাহক হারিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে নতুন গ্রাহক আকৃষ্ট করতেই বিজ্ঞাপন দেখিয়ে সাবস্ক্রিপশনের খরচ কমানোর কৌশল বেছে নিয়েছে এ কোম্পানি। ব্যবসায় সফল না হওয়ায় আসছে নভেম্বরে বিজ্ঞাপনসহ নতুন সেবা চালু করার ঘোষণা দিয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। বিজ্ঞাপন থাকবে বলে এই নতুন সাবস্ক্রিপশন প্ল্যানে গ্রাহকের মাসে খরচ ছয় ডলার নিরানব্বই সেন্ট বরাদ্দ করেছে কোম্পানি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নেটফ্লিক্সের সবচেয়ে সস্তা টিয়ারের চেয়েও তিন ডলার খরচ কম পড়বে নতুন সেবায়। নভেম্বর মাসে দশ দিন সময় নিয়ে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, জার্মানি, জাপান ও কোরিয়াসহ মোট ১২টি দেশে ক্রমান্বয়ে চালু হবে নতুন টিয়ার। মঙ্গলবার এ ঘোষণার পর শেয়ার বাজারে দর বেড়েছে নেটফ্লিক্স শেয়ারের। গ্রাহক কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে নতুন গ্রাহক আকৃষ্ট করতেই বিজ্ঞাপন দেখিয়ে সাবস্ক্রিপশনের খরচ কমানোর কৌশল বেছে নিয়েছে এ কোম্পানি।

নতুন টিয়ারের দর্শকরা প্রতি ঘণ্টায় চার থেকে পাঁচ মিনিট বিজ্ঞাপন দেখবেন বলে জানিয়েছে নেটফ্লিক্স। সিনেমা দেখার অভিজ্ঞতা অটুট রাখতে সদ্য মুক্তি পাওয়া সিনেমাগুলোর ক্ষেত্রে বিজ্ঞাপন কম থাকবে বলে জানিয়েছে তারা। আর লাইসেন্স নিয়ে জটিলতার কারণে নেটফ্লিক্সের পুরো লাইব্রেরির পাঁচ থেকে ১০ শতাংশ শো বিজ্ঞাপনসহ টিয়ারে অনুপস্থিত থাকবে বলে জানিয়েছেন নেটফ্লিক্সের প্রধান পরিচালন কর্মকর্তা গ্রেগ পিটার্স। প্ল্যাটফর্মে কখনোই বিজ্ঞাপন দেখানো হবে না, টানা কয়েক বছর ধরে এ কথা বলে আসছিলেন নেটফ্লিক্সের নির্বাহীরা।

কিন্তু গ্রাহক কমায় এপ্রিল মাসে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তারা। পিটার্স বলেছেন, নেটফ্লিক্সে তাদের মধ্যে যারা আছে, তাদের সামনে ব্যবসা বাড়ানোর এবং নতুন সেবাগ্রাহকদের আকৃষ্ট করার বড় একটা সুযোগ আছে এবং তার একটা অংশ হচ্ছে বিভিন্ন দামের সাবস্ক্রিপশন প্ল্যান। নতুন সাবস্ক্রিপশন পরিকল্পনায় কতজন সেবাগ্রাহক অংশ নিতে পারেন বা এটি থেকে নেটফ্লিক্সের আয় কেমন হতে পারে, সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি পিটার্স।

বিজ্ঞাপন (কেন?)

তবে এক প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, ২০২৩ সালে কেবল যুক্তরাষ্ট্রেই নতুন সাবস্ক্রিপশন টিয়ারে এক কোটি ৩৩ লাখ গ্রাহক যোগ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে নেটফ্লিক্স। রয়টার্স জানিয়েছে, নেটফ্লিক্সের বিজ্ঞাপনসহ সাবস্ক্রিপশন সেবা কানাডা ও মেক্সিকোতে চালু হবে ১ নভেম্বর থেকে। যুক্তরাষ্ট্র, ব্রাজিল, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানি, অস্ট্রেলিয়া, কোরিয়া এবং জাপানে চালু হবে ৩ নভেম্বর থেকে। স্পেনে সেবাটি চালু হবে আরও এক সপ্তাহ পর, ১০ নভেম্বরে।

জুন মাসে নেটফ্লিক্সের সেবাগ্রাহকের সংখ্যা ছিল ২২ কোটি ৭০ হাজার, যা বছরের শুরুর তুলনায় প্রায় ১২ লাখ কম। তারপরও বছরের তৃতীয় প্রান্তিকে ১০ লাখ নতুন গ্রাহক যোগ করার প্রত্যাশার কথা কর্মকর্তারা বলেছিলেন। স্ট্রিমিং সেবার বাজারে নেটফ্লিক্সের প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম ডিজনির হুলু ও ডিজনি প্লাস এবং ডিসকভারির এইচবিও ম্যাক্স ইত্যাদিতে ইতোমধ্যে নেটফ্লিক্সের পরিকল্পনা মোতাবেক বিজ্ঞাপনসহ সাবস্ক্রিপশন প্ল্যান চালু আছে অথবা শিগগিরই চালু করার কথা জানিয়েছে।

রয়টার্স জানায়, উক্ত স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে বিজ্ঞাপনসহ প্যাকেজগুলোর খরচ মাসে আট থেকে ১০ ডলারের মধ্যে।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.