Reading Time: 2 minutes

ইতিমধ্যে জানা গিয়েছে যে নেটফ্লিক্স বর্তমানে বিশেষ স্ট্যান্ড-আপ অনুষ্ঠান এবং অন্যান্য লাইভ কনটেন্টে লাইভস্ট্রিমিং সুবিধা নিয়ে কাজ করছে। নিজস্ব প্ল্যাটফর্মে নেটফ্লিক্স সম্ভবত লাইভস্ট্রিমিং সেবা আনতে চাচ্ছে। মার্কিন বিনোদন সাইট ডেডলাইনের এক প্রতিবেদনে জানা যায় যে এই লাইভস্ট্রিমিং সুবিধা নেটফ্লিক্সে বর্তমান সময়ের আবাসন ভিত্তিক রিয়েলিটি শো ‘সেলিং সানসেট’ এর মতো অন্যান্য অনুষ্ঠানের সম্প্রচারের সম্ভাবনা আরও বাড়িয়ে দিতে পারে। এ ছাড়াও স্ট্রিমিং প্লাটফর্মটি অন্যান্য প্রতিযোগিতামূলক অনুষ্ঠানেও সরাসরি ভোটের সুবিধা আনতে পারে।

সম্প্রতি নেটফ্লিক্সের আয়ের হিসাব বলছে যে স্ট্রিম প্লাটফর্মটি গত এক দশকে প্রথমবারের মতো গ্রাহক হারাচ্ছে। অন্যদিকে ডিজনি প্লাস ২০২২ সালের প্রথম প্রান্তিকে নিজস্ব প্ল্যাটফর্মে ৭৯ লাখ নতুন গ্রাহক আনতে সক্ষম হয়েছে। গ্রাহক ও আয় কমে যাওয়ার মতো পরিস্থিতি ঠেকাতে,ল নেটফ্লিক্স পাসওয়ার্ড শেয়ারিং বন্ধের নির্দেশ দিয়েছে। প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ বলছে যে পাশাপাশি, সুলভ মূল্যে বিজ্ঞাপন রয়েছে এমন একটি স্ট্রিমিং সুবিধা প্লাটফর্মটিতে আসতে পারে। নেটফ্লিক্স এ বছর নিজেদের প্রথম লাইভ এবং ‘ইন-পার্সন’ কৌতুক উৎসব আয়োজন করেছে।

উৎসবটির নাম ‘নেটফ্লিক্স ইজ এ জোক ফেস্ট। ভার্জ জানিয়েছে যে নতুন এই লাইভ স্টিমিং সেবা ব্যবহার করে নেটফ্লিক্স সরাসরি বিভিন্ন ‘কমেডি স্পেশালস’ সম্প্রচার করতে পারবে। উৎসবটির কিছু অনুষ্ঠান এ মাসের শেষে এবং জুনের শুরুতে নেটফ্লিক্সে সম্প্রচার হতে পারে। স্ট্রিম সেবায় লাইভ সুবিধা থাকলে গ্রাহকরা সরাসরিই এসব অনুষ্ঠান দেখতে পারবে। তবে, নেটফ্লিক্স আগামী বছর অনুষ্ঠানটি আনবে কি না, সেটিও এখন চিন্তার বিষয়। লস অ্যাঞ্জেলেস-ভিত্তিক এই উৎসব বেশ কয়েকদিন চলেছে। এতে ১৩০ জনের বেশি জনপ্রিয় কৌতুক অভিনেতা অংশ নিয়েছেন।

উৎসবটির বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহনকারী কৌতুক অভিনেতাদের মধ্যে রয়েছেন জন জেরি, সাইনফিল্ড মুলানি, অ্যালি অং, বিল বারসহ অনেকেই। নেটফ্লিক্সের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ডিজনি প্লাস এরই মধ্যে নিজস্ব প্ল্যাটফর্মে লাইভস্ট্রিমিং সেবা এনেছে। গেল ফেব্রুয়ারিতেই প্ল্যাটফর্মটির প্রথম লাইভ অনুষ্ঠান হিসেবে ‘অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস’ সরাসরি সম্প্রচার হয়েছে। এছাড়াও ডিজনি প্লাস তারকাদের জনপ্রিয় নাচের অনুষ্ঠান ‘ড্যান্সিং উইথ দ্য স্টার্স’ এর নতুন সম্প্রচার মাধ্যম হিসেবেও আত্মপ্রকাশ করছে। এ বছরের শেষ নাগাদ প্ল্যাটফর্মটিতে অনুষ্ঠানটির সরাসরি সম্প্রচার শুরু হবে।

নেটফ্লিক্সে লাইভস্ট্রিমিং সেবা যোগ করা হলে তারা অন্যান্য প্রতিযোগী প্ল্যাটফর্মের সঙ্গে তাল মেলাতে পারবে বলে প্রতিবেদনে ভার্জ উল্লেখ করেছে। যদিও আসন্ন ফিচারটি সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা সম্ভব হয়নি। এ প্রসঙ্গে নেটফ্লিক্সের সঙ্গে যোগাযোগ করে ভার্জ তাৎক্ষণিক কোন উত্তর পায়নি।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.