Reading Time: 2 minutes

৫ লাখ ২৫ হাজার ৮২০টি ম্যালওয়্যার (Malware) শনাক্ত করা হয়েছে দেশের ৪টি টেলিকম অপারেটরে। বাংলাদেশ টেলিকম অপারেটরদের জন্য সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (সিআইআরটির) সাইবার থ্রেট গবেষকদের করা ‘হরাইজন স্ক্যানিং’ রিপোর্টে এ তথ্য উঠে এসেছে।

ম্যালওয়্যার (Malware) হল ক্ষতিকর সফটওয়্যার (Malicious Software) এর সংক্ষিপ্ত রূপ। এটি একজাতীয় সফ্‌টওয়্যার যা কম্পিউটার অথবা মোবাইল এর স্বাভাবিক কাজকে ব্যহত করতে, গোপন তথ্য সংগ্রহ করতে, কোনো সংরক্ষিত কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থায় অবৈধ অনুপ্রবেশ করতে বা অবাঞ্ছিত বিজ্ঞাপন দেখাতে বাধ্য করতে ব্যবহার হয়।

ম্যালওয়্যার সংক্রমণের এই গণনাগুলো চলতি বছরের প্রথম দিক থেকে, অর্থাৎ ২০২২ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত হিসাব করা হয়েছে। ওই ৪ টেলিকম অপারেটরগুলো হচ্ছে গ্রামীণফোন, রবি আজিয়াটা, বাংলালিংক ও টেলিটক।

গ্রামীনফোন

গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ৮৩ দশমিক শূন্য ২ মিলিয়ন। গ্রামীণফোনে মোট ২ লাখ ৯৪ হাজার ৬৫৭টি ম্যালওয়্যার এবং ৪৭টি ‘ইউনিক’ ম্যালওয়্যার পাওয়া গেছে। ‘অ্যান্ড্রয়েড ডট হুমার’ নামের এই ভাইরাসের হার সবচেয়ে বেশি যা ২৪ দশমিক ৪ শতাংশ।

রবি আজিয়াটা

রবি আজিয়াটার মোট ম্যালওয়্যার সংখ্যা ১ লাখ ৪ হাজার ৫৭৮টি। যার মধ্যে ৪০টি ‘ইউনিক’ ম্যালওয়্যার রয়েছে। রবিতে ‘অ্যাভালান্সি-অ্যান্ড্রোমিডা’ ভাইরাসের সংক্রমণের হার ১২ দশমিক ৮৫ শতাংশ।

বিজ্ঞাপন (কেন?)

বাংলালিংক

বাংলালিংকের গ্রাহক সংখ্যা ৩৭ দশমিক ৪১ মিলিয়ন। বাংলালিংকের মোট ম্যালওয়্যার সংখ্যা ৯৮ হাজার ৪২৩ এবং ৩১টি ‘ইউনিক’ ম্যালওয়্যার পাওয়া গেছে। বাংলালিংকে ‘অ্যান্ড্রয়েড ডট হুমার’ নামের ভাইরাসের হার ২১ দশমিক ৬৪ শতাংশ।

টেলিটক

সরকারি অপারেটর টেলিটকে ২৮ হাজার ১৬২টি ম্যালওয়্যার শনাক্ত হয়েছে। তার মধ্যে ‘ইউনিক’ ম্যালওয়ার ৩১টি। টেলিটকে ‘অ্যাভালান্সি-অ্যান্ড্রোমিডা’ ভাইরাসের হার ১১ দশমিক ৩৯ শতাংশ।

দেশের বিভিন্ন শহরগুলোতে সব অপারেটরে ম্যালওয়্যারের বেশ উপস্থিতি রয়েছে। তবে রাজধানীতেই ম্যালওয়্যারের সংখ্যা সবচেয়ে বেশি।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.