Reading Time: 3 minutes

সম্প্রতি অ্যান্ড্রয়েড ১৩ এর দ্বিতীয় ডেভেলপার প্রিভিউ নিয়ে নতুন আলোচনা হাজির হয়েছে। অ্যান্ড্রোয়েড ১৩ এবার অ্যাপের নোটিফিকেশন পোস্ট করার আগেই ব্যবহারকারীর অনুমতি নিয়ে রাখবে। ডেভেলপার প্রিভিউয়ের নতুন ফিচারটি নিয়ে এক ব্লগ পোস্টে গুগলের অ্যান্ড্রয়েড প্রকৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট ডেভ বার্ক জানিয়েছেন যে অ্যান্ড্রয়েড ১৩ এর অ্যাপগুলোকে নোটিফিকেশন পোস্ট করার আগেই ব্যবহারকারীর কাছ থেকে নোটিফিকেশন দেওয়ার অনুমতি নিয়ে রাখতে হবে। এই নতুন ফিচারটি রিলিজ হতে যাওয়া অপারেটিং সিস্টেমটির দ্বিতীয় ডেভেলপার প্রিভিউ সংস্করণ যোগ হয়েছে।

বৃহষ্পতিবার গুগল অ্যান্ড্রয়েড ১৩ এর দ্বিতীয় ডেভেলপার প্রিভিউ উন্মুক্ত করেছে। ফেব্রুয়ারি মাসেই গুগল অ্যান্ড্রয়েড ১৩ এর প্রথম ডেভেলপার প্রিভিউ উন্মুক্ত করেছিল। প্রথম প্রিভিউতে প্রতিষ্ঠানটি থিম নির্ধারণের বেলায় নতুন অপশন আর পুরো সিস্টেম থেকে ছবি বেছে নেওয়ার ফিচার দেখিয়েছিল। তবে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ ডেভেলপার প্রিভিউগুলো সাধারণ ব্যবহারকারীদের ইনস্টল না করার পরামর্শ দিয়েছে। জুলাই মাসের পরে অ্যান্ড্রয়েড ১৩ এর মূল সংস্করণের বাজারে আসার কথা রয়েছে; বর্তমান সংস্করণগুলোর নির্মাণকাজ চলমান থাকায় এতে অজানা বাগের উপস্থিতি থাকতে পারে বলা হয়েছে।

অ্যান্ড্রয়েড ১৩ এর দ্বিতীয় সংস্করণে নতুন ফিচার হিসেবে ‘ব্লুটুথ এলই (লো এনার্জি) অডিও’ সক্ষমতা ও এসেছে। ‘ব্লুটুথ এলই অডিও’ ব্লুটুথ প্রযুক্তির একটি নতুন মান যা কম বিটরেটে আরও ভালো মানের অডিও সিগনাল পাঠাতে পারে। এই প্রযুক্তি লো কমপ্লেক্সিটি কমিউনিকেশন কোডেক (এলসি৩) অডিও কোডেক ব্যবহার করে। ভার্জের প্রতিবেদন বলছে যে প্রযুক্তিটি ডিভাইসের ব্যাটারি খরচ কমাবে। ভার্জ আরো বলছে যে এই ফিচারটিতে ৩২-বিটের মেসেজের রেজুলিউশন আরো বাড়বে। এ ছাড়াও অ্যান্ড্রয়েড ১৩ মিডি ২.০ মান সমর্থন করবে। প্রযুক্তিটি দুই ডিভাইসের মধ্যে দ্বিপক্ষীয় যোগাযোগের সুবিধা দেবে।

আইওএস ডিভাইসে বেশ কয়েক বছর ধরেই একই ধরনের ফিচার চালু আছে। এবার সংশ্লিষ্টরা অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মেও ফিচারটির উপস্থিতিকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকেই দেখছেন। ফিচারটি অযাচিত নোটিফিকেশন এড়িয়ে কেবল নির্ধারিত অ্যাপের নোটিফিকেশন পাওয়ার কার্যকর উপায় হবে বলে ভার্জ মন্তব্য করেছে।

এবার অ্যান্ড্রয়েডে গোপনীয়তার পরিবর্তন আনছে গুগল

ক্রোম ব্রাউজার ব্যবহারকারীকে ট্র‍্যাকিং করে তাদের বিভিন্ন তথ্য তাদের কাছে জমা রাখে। এরকম ট্র‍্যাকিং করে তথ্য সংগ্রহ কমিয়ে আনার জন্য গুগলের পরিকল্পনা এবার অ্যান্ড্রয়েড-ভিত্তিক স্মার্টফোন অ্যাপ্লিকেশনেও প্রয়োগ করা হচ্ছে। ডেটা ট্র‍্যাকিং কমিয়ে আনার এই পরিকল্পনাটিকে গুগল প্রাইভেসি স্যান্ডবক্স নামে অভিহিত করেছে। এর মূল উদ্দেশ্য হলো বিজ্ঞাপনদাতারা ব্যবহারকারীর যে পরিমাণ তথ্য সংগ্রহ করতে পারে সেগুলো কমিয়ে আনা।

বাজারে দুই প্রকার অপারেটিং সিস্টেমের স্মার্টফোন পাওয়া যায়। এর মধ্যে অ্যান্ড্রয়েডের নির্মাতা গুগল এবং আইফোনের অপারেটিং সিস্টেম আইওএস-এর নির্মাতা অ্যাপল। এদের মধ্যে অ্যাপল তাদের নতুন অপারেটিং সিস্টেমে ডেটা ট্র্যাক করার ক্ষেত্রে ব্যবহারকারীদের কাছ থেকে অনুমতি নেয়ার অপশন দেয়া হয়েছে। কুকি নামক তৃতীয় পাক্ষিক প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞাপনী প্রতিষ্ঠানগুলো তথ্য সংগ্রহ করে থাকে। আর এই একই পদ্ধতি গুগল ও প্রয়োগ করে যাচ্ছিল এতদিন।

বিজ্ঞাপন (কেন?)

যদিও গুগল বলেছে যে তারা ২০২৩ সালের মধ্যে ব্রাউজারে কুকি ব্যবহার করা বন্ধ করে দেবে। আর এবারের ঘোষণায় গুগল বলছে তারাও উক্ত সেই একই নীতিমালা অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপের বেলাতেও প্রয়োগ করবে। প্রাইভেসি স্যান্ডবক্স নামের এই প্রকল্পের ফলে অ্যান্ড্রয়েড ফোনে একই অনুমতি সকল অ্যাপের জন্য ব্যবহারের পথ বন্ধ হবে। তবে গুগল এ ব্যাপারে এখন ব্যাখ্যা দেয়নি। গুগল বলছে যে তারা ব্যবহারকারীর ডেটা ট্র‍্যাকিং বন্ধ ছাড়াও এমন প্রযুক্তিও খুঁজছে যা গোপন তথ্য সংগ্রহের সম্ভাবনা কমিয়ে আনে।

এর মধ্যে রয়েছে বিজ্ঞাপন সফটওয়্যার ডেভলপার কিট এর সঙ্গে অ্যাপগুলোর যোগাযোগের নিরাপদ উপায় বের করা। গোপনীয়তা বান্ধব ব্যবস্থায় যেতে যুক্তরাজ্যের কম্পিটিশনস মার্কেট অথরিটিনগুগলের উদ্যোগটির ওপর নজর রাখছে। গুগল ব্রাউজারে গোপনীয়তা বাড়ানোর উদ্যোগটি অ্যান্ড্রয়েড অ্যাপ পর্যন্ত নিয়ে যাওয়া বিষয়ে সংস্থাটির বক্তব্য দেয় যে তারা এর ওপরও কাছ থেকে নজর রাখবে। এছাড়াও এর বিস্তারিত বিষয়গুলো সম্পর্কে গুগলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখবে।

এই প্রতিষ্ঠানগুলো ডেটা ট্র্যাক করার জন্য মোবাইল অ্যাপে তাদের কোড যোগ করে। অর্থাৎ, ফোনে নিজেদের বিজ্ঞাপনী কোড রাখার বেলায় অ্যাপল নতুন নিয়ম চালু করেছে যাতে প্রতিবার এই কোড এর মাধ্যমে মোবাইল ফোন ব্যবহারকারীর অনুমতি নিতে হয়। যদিও প্রায় সব ব্যবহারকারীই উক্তি অনুরোধ প্রত্যাখ্যান করেন বলে সাম্প্রতিক এক জরিপে জানা গেছে। এখন গুগল বলছে তারাও একই রাস্তা অবলম্বন করছে। স্মার্টফোন বাজারে শতকরা প্রায় ১৫ ভাগ অ্যাপলের দখলে।

বাকি ৮৫ ভাগ বাজার অ্যান্ড্রয়েডের দখলে। ফেসবুক প্রতিষ্ঠান মেটা বলছে যে অ্যাপলের পরিবর্তনের জন্য তাদের বছরে প্রায় এক হাজার কোটি ডলারের আয় কমে যাবে। গুগলের এই উদ্যোগ এর ফলে তারা সরাসরি ব্যবহারকারীর ডেটা ট্র‍্যাক করতে পারবে না, ট্র‍্যাকের পূর্বে অবশ্যই ব্যবহারকারীর অনুমতি নেয়ার প্রয়োজন হবে। যদিও গুগল অ্যাপলের পন্থা অবলম্বন করছে তবে অ্যাপল অনুমতি ছাড়াও বিভিন্ন কৌশলে এখনো ব্যবহারকারীর ডেটা ট্র‍্যাকিং করে আসছে।

বিবিসি এক প্রতিবেদনে বলে যে এই সিদ্ধান্ত মেটার মতো প্রতিষ্ঠানকে সরাসরি শিক্ষা দিতে পারবে। মেটার মত গুগল ব্যবহারকারীর ডেটা সংগ্রহ করে তৃতীয় পক্ষের কাছে বিক্রি করতো করতো। ব্যবহারকারীর অনুমতি ছাড়াই তাদের ছবি ও তথ্য সংগ্রহ করে তৃতীয় পক্ষের কাছে বিক্রি করার পেছনে একমাত্র দানব প্রতিষ্ঠান মেটাকেই ধারণা করা হয়। এর মাধ্যমে মেটার মোটা অংকের মুনাফা আসতো। এমনকি ট্র‍্যাকিং ব্যাপারে আগে থেকেই অ্যাপল এবং গুগলের মধ্যে বাজারে প্রতিযোগীতাও চলে আসছে।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.