Reading Time: 2 minutes

সম্প্রতি বৃহস্পতিবার এক ব্লগ পোস্টে ইউটিউব জানায়, বিভিন্ন শিক্ষামূলক অ্যাপের জন্য তারা একটি “এম্বেডএবল” ভিডিও প্লেয়ার চালু করছে। বিভিন্ন বিজ্ঞাপন, বাইরের লিংক ও কনটেন্ট পরামর্শ সরিয়ে ফেলে এটি, ভিডিওতে আসা বিজ্ঞাপন দর্শকদের মনোযোগ নষ্ট করে ফেলে। এই ভিডিও প্লেয়ার চালু হলে দর্শকরা বিভিন্ন ধরনের মনোযোগ সরানো কনটেন্ট বা বিজ্ঞাপন এড়াতে পারবেন। প্ল্যাটফর্মে শিক্ষামূলক কনটেন্ট নির্মাতা ও বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য বেশ কিছু নতুন ফিচার চালু করছে ইউটিউব।

এর মধ্যে আছে বিজ্ঞাপনমুক্ত নতুন ভিডিও প্লেয়ার ও বিভিন্ন শিক্ষাবিষয়ক কোর্স। ইউটিউবের রেকমেন্ডেশন অ্যালগরিদম ছাড়াই ব্যবহারকারীকে নতুন কনটেন্ট দেখানো ও পরিবেশনের উদ্দেশ্যে এই প্লেয়ার তৈরি করেছে ইউটিউব প্ল্যাটফর্ম। বিভিন্ন স্কুল শিক্ষার্থীর জন্য এটি ভালো হতে পারে বলে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ এক প্রতিবেদনে উল্লেখ করে। রেকমেন্ডেশন অ্যালগরিদম কীভাবে চরমপন্থী ও ভুল কনটেন্ট উপস্থাপন করতে পারে, তা নিয়ে ইউটিউব বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন দেশে তদন্তের মুখে পড়েছে।

শুরুর দিকে বিজ্ঞাপন ও পরামর্শমুক্ত নতুন প্লেয়ারটি ব্যবহারের সুবিধা পাবে বাছাই করা কিছু প্রতিষ্ঠান। এর মধ্যে আছে এডপাজল, গুগল ক্লাসরুম, পারডু ইউনিভার্সিটি ও পারডু গ্লোবালের মতো কয়েকটি শিক্ষামূলক প্রযুক্তি কোম্পানি। প্ল্যাটফর্মে শিক্ষা বিষয়ক কনটেন্ট তৈরিতে নির্মাতাদের জন্য বেশ কয়েকটি নতুন টুল আনার ঘোষণা দিয়েছে ইউটিউব, যার মধ্যে ভিডিও দেখার বিনিময়ে দর্শকের কাছ থেকে অর্থ সংগ্রহের উপায় রয়েছে। এ ছাড়া, নতুন একটি কুইজ ফিচারের ঘোষণা দিয়েছে ইউটিউব।

এর মাধ্যমে নিজস্ব চ্যানেলের কমিউনিটি ট্যাবে শিক্ষামূলক কনটেন্ট বিষয়ক কুইজ চালু করতে পারবেন নির্মাতারা। আসন্ন মাসগুলোতে ইউটিউব কোম্পানি বেটা সংস্করণে এই সব কুইজ চালু করবে। শিক্ষামূলক ভিডিও এর পাশাপাশি গণিত, বিজ্ঞান ও সঙ্গীতের মতো বিষয় নিয়ে পরামর্শমুক্ত প্লেলিস্ট তৈরি করতে নির্মাতাদের জন্য দুই কোটি ডলারের তহবিল গঠন করেছে কোম্পানিটি। নির্মাতারা এ ফিচারের প্রবেশাধিকার পাবেন আগামী বছর নাগাদ।

সাম্প্রতিক বছরগুলোতে প্ল্যাটফর্মে শেখার জন্য বেশ কয়েকটি উদ্যোগ ও ফিচার চালু করেছে ইউটিউব। একজন দর্শক কোনো কোর্স কিনলে বিজ্ঞাপনমুক্ত প্লেয়ারে কনটেন্ট দেখার ও ব্যাকগ্রাউন্ডে ভিডিও চালানোর সুবিধা পাবেন। শিক্ষামূলক ভিডিও এর পাশাপাশি গণিত, বিজ্ঞান ও সঙ্গীতের মতো বিষয় নিয়ে পরামর্শমুক্ত প্লেলিস্ট তৈরি করতে নির্মাতাদের জন্য দুই কোটি ডলারের তহবিল গঠন করেছে কোম্পানিটি। এই সব কোর্স প্রথমে বেটা সংস্করণ হিসেবে আসবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ায়।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.