Reading Time: < 1 minutes

গ্রাহকদের স্বস্তি দিতে ইউটিউব বিজ্ঞাপনে একটি ছোট পরিবর্তন নিয়ে আসছে। যদিও সকল বিজ্ঞাপনের ক্ষেত্রে এই পরিবর্তন আনা হচ্ছে না, তবে এক ধরনের বিশেষ পরিবর্তন নিয়ে এসেছে ইউটিউব। গুগল মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউব এই সিদ্ধান্তে পৌঁছেছে যে যে সমস্ত বিরক্তিকর ব্যানার বিজ্ঞাপন ভিডিও চলাকালীন সময়ে স্ক্রিনে চলে আসে সেগুলো ব্লক করে দেবে। এগুলো সাধারণত “ওভারলে অ্যাডস” হিসেবে পরিচিত যা ভিডিও চলাকালীন সময়ে তার উপরে ভেসে থাকে।

এসমস্ত যন্ত্রণাদায়ক ওভারলে ভিডিওর অনেকখানি জায়গা ব্লক করে রাখে এবং গ্রাহকদের মনোযোগের ব্যাঘাত ঘটায়। যদিও এগুলো শুধুমাত্র ইউটিউবের ডেস্কটপ সাইটে দেখা যায়। তবে এক মাসের মধ্যে এসমস্ত সমস্যার মুখোমুখি আর হতে হবে না। গুগল বলছে এপ্রিলের ৬ তারিখের দিকে ওভারলেস এর সমাপ্তি ঘটতে চলছে। এই সিদ্ধান্তের বর্ণনায় তারা এই ফরমেটকে  “লিগেসি এড” বা ইউটিউবকে পুরাতন ফরমেটে নিয়া আসা হিসেবে পরিচিতি দিয়েছে।

কোম্পানি জানিয়েছে, ওভারলে এডস বিজ্ঞাপন ফরমেট আর ইউটিউবে আসবে না। এটিব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরো উন্নত করবে। সেই সাথে ইউটিউব পুরাতন বিজ্ঞাপন ফরমেট থেকে আরো উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন বিজ্ঞাপন ফরমেট ডেস্কটপ ও মোবাইল ডিভাইসে পাওয়া যাচ্ছে। ওভারলে অ্যাডস একটি পুরাতন বিজ্ঞাপন ফরমেট যেটি কেবল ডেস্কটপ ভার্সনেই দেয়া হয়েছে এবং এটি দর্শকদের জন্য খুবই বিরক্তিকর একটি বিষয়। ইউটিউব ক্রিয়েটরদের উপর খুব কম প্রভাব পড়বে।

অন্যান্য বিজ্ঞাপন  ফরমেটে আর কোন পরিবর্তন থাকছে না। 

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.