Reading Time: 2 minutes

কয়েকদিন ধরেই মাইক্রোসফট তাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে অ্যাড যোগ করার পরীক্ষা চালিয়ে যাচ্ছে। তারা মূলত উইন্ডোজ ১১-এর ফাইল ম্যানেজারের মাধ্যমে তাদের এই প্রমোশন টি দেখাচ্ছ।

নিচের স্ক্রিনশট টি লক্ষ করলে দেখতে পারবেন যে এখানে ফাইল এক্সপ্লোরার এর ঠিক উপরের দিকে তাদের ওয়ান ড্রাইভ ব্যবহার এর নোটিফিকেশন টি রয়েছে। মজার বিষয় হচ্ছে এই ফাইল ম্যানেজার টি উইন্ডোজ এর ডিফল্ট ফাইল এক্সপ্লোরার।

শুধু ওয়ান ড্রাইভই নয় তাদের মাইক্রোসফট এডিটর নিয়েও একটি ব্যানার বিজ্ঞাপন দেখাতে শুরু করেছে তারা।

এক বিবৃতিতে, মাইক্রোসফ্ট সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ব্র্যান্ডন লেব্ল্যাঙ্ক স্বীকার করেছেন যে ব্যানার বিজ্ঞাপনটি আসল, কিন্তু তিনি বলেছিলেন যে এটি “পরীক্ষামূলক” ছিল এবং এটি “বাহ্যিকভাবে প্রকাশ করার উদ্দেশ্যে ছিল না এবং এটি বন্ধ করা হয়েছিল।” তাদের এ বক্তব্য টি অবশ্যই এমন কোনো প্রতিশুতি দিচ্ছে না যে উইন্ডোজ এর ভবিষ্যৎ আপডেটে কখনো বিজ্ঞাপন থাকবে না।

বিজ্ঞাপন (কেন?)

এছাড়াও মাইক্রোসফট যেভাবে তাদের Edge ব্রাউজার, মাইক্রোসফট একাউন্ট রিকোয়ারমেন্টস, ওয়ান ড্রাইভ এবং মাইক্রোসফট 365 এর প্রোমোশন করছে, এতে করে বোঝাই যাচ্ছে যে ভবিষ্যৎ আপডেট এ উইন্ডোজ এও এভাবে তাদের বিভিন্ন প্রোডাক্ট এর বিজ্ঞাপন আসতে পারে। এটি একটি দুর্ভাগ্যজনক বাস্তবতা। আপনি যখন আইফোন ব্যবহার করবেন তখন আপনি অ্যাপল টিভি প্লাস এর প্রমো পাবেন, যখন আপনি জিমেইল ব্যবহার করবেন তখন আপনি গুগল Chrome ব্যবহারের প্রমো পাবেন, এমনকি আপনি যখন অ্যামাজনে $৬ এর একটি তার কেনার চেষ্টা করবেন তখনই আপনি অ্যালেক্সা-ভিত্তিক আরও অন্যান্য পণ্যের বিজ্ঞাপনগুলি দেখতে পাবেন।

আপনি অবশ্যই ফাইল ম্যানেজারে কাজ করার সময় কোন প্রমো দেখতে চাইবেন না। এছাড়াও আপনি চাইবেন না আপনার কাজের সময় আপনার অপারেটিং সিস্টেমটি আপডেট নিক। দিন দিন মাইক্রোসফট এর আপডেট গুলো নিয়েও বেশ ভোগান্তিতে পরছেন ব্যবহারকারীরা। যদিও এই অটো আপডেট এর ফিচার টি সেটিং থেকে বন্ধ করে নেয়া যায়। কিন্তু তবুও কোনো না কোনো ভোগান্তি নিয়েই আসছে মাইক্রোসফট।

এমতাবস্থায় আমার উপদেশ থাকবে লিনাক্স এর দিকে তাকানোর। যদি আজকের আলোচনার সাথে তুলনার কথা বলা হয় তাহলে খুব সহজেই বলা যায় লিনাক্স এদিক থেকে বেশ ক্লিন। কেননা লিনাক্সের এমন কোনো ডিফল্ট সফটওয়্যার নেই যাতে আপনি অ্যাড কিংবা প্রমোশন এর দেখা পাবেন। লিনাক্স এর অবস্থানের দিক টা বিবেচনা করলে তদের দিক থেকে বেশ এগিয়ে যাচ্ছে। সম্প্রতি তারা একটি শক্তিশালী হ্যান্ডহেল্ড গেমিং কনসোল Steam Deck তৈরি করেছে এবং বেশ খ্যাতি অর্জন করেছে সেটি। বিস্তারিত জানতে এই পোস্ট টি দেখে নিতে পারেন। এবং আশা করা যায় এরই মাধ্যমে লিনাক্স গেমিং এও বেশ যুগান্তকারী পরিবর্তন আসতে যাচ্ছে।

খুব শীঘ্রই আমরা কিছু লিনাক্স ডিস্ট্রো স্পম্পর্কে একটি পরামর্শ নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। এবং উইন্ডোজ এর এই বিজ্ঞাপনের ব্যাপারটিতে আপনার প্রতিক্তিয়া কিরূপ আমাদের তা জানাবেন। সকলকে ধন্যবাদ।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

Hello World!
Jamil's here. Love to learn and write about new things, especially about tech.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.