steam-deck
Reading Time: 4 minutes

মনে করুন আপনার হাতে এ দশকের সেরা হ্যান্ডহেল্ড নিনটেন্ডো সুইচ রয়েছে। কিন্তু তাতে আপনি পাচ্ছেন ৭ ইঞ্চি স্ক্রিন, উন্নত ডি-প্যাড, ৫১২ জিবি এনভিএমই এসএসডি এবং এতে আপনি ত্রিপল-এ পিসি টাইটেলসমূহ খেলতে পারবেন। নিনটেন্ডো এটি কখনো করতে যাবেনা। কিন্তু জনপ্রিয় অনলাইন গেম ডিস্ট্রিবিউটর Steam এটি করতে যাচ্ছে। ডিসেম্বর মাসেই বাজারজাতকরন শুরু হতে যাচ্ছে বহনযোগ্য এএমডি-চালিত গেমিং কন্সোল Steam Deck এর।

লিনাক্সচালিত একটি শক্তিশালী সিস্টেম

Steam Deck যদিও বহনযোগ্য এবং নিনটেন্ডো সুইচের চেয়ে আকারে বেশি একটা বড় নয় কিন্তু এর হার্ডওয়্যার মোটেও ছোটখাটো কিছু নয়। এতে রয়েছে এএমডির কাস্টম জেন-২ ৪ কোর এবং ৮ থ্রেড (২.৪ – ৩.৫ গিগাহার্টজ) এর সিপিইউ এবং আট কোরের আরডিএনএ-২ জিপিইউ যা যথাক্রমে ৪৪৮ গিগাফ্লপ এবং ১.৬ টেরাফ্লপ ক্ষমতাযুক্ত। এতে রয়েছে ১৬ জিবি LPDDR5 ড্যুয়াল চ্যানেল র‍্যাম। স্টোরেজ হিসেবে ব্যবহারকারীরা বাছাই করতে পারেন ৬৪ জিবি eMMC স্টোরেজ, ১২৮ জিবি NVMe SSD এবং ৫১২ জিবি NVMe SSD। তাছাড়া এতে মাইক্রো এসডিকার্ড স্লট রয়েছে। কাগজে-পত্রে সংখ্যা যাইই থাকুক Steam Deck নির্দ্বিধায় ত্রিপল-এ গেমগুলি চালাতে সক্ষম।

এই কন্সোলটির ডিসপ্লে ৭ ইঞ্চি সাইজের টাচসম্বলিত ১৬ঃ১০ এসপেক্ট রেশিওর যা ১২৮০x ৮০০ পিক্সেল। এর ডিসপ্লে ৭২০পি এইচডি@৬০ হার্টজ আউটপুট করতে সক্ষম। এতে এমবিয়েন্ট সেন্সর রয়েছে যা স্বয়ংক্রিয়ভাবে ডিসপ্লের উজ্জ্বলতা বাড়াতে ও কমাতে পারে। এটি সর্বোচ্চ ৪০০ নিটস পর্যন্ত উজ্জ্বল হতে পারে। যদিও ডিসপ্লেটি ছোট হলেও এর এলসিডি প্যানেল খুবই শার্প। এতে ড্যুয়াল ব্যান্ড ওয়াইফাই এবং ব্লুটুথ ৫.০ রয়েছে।

সফটওয়্যার এবং বাহ্যিক সংযুক্তির সক্ষমতাসমূহ

এতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে SteamOS 3.0 যা আর্চ চালিত এবং ডেস্কটপ হিসেবে রয়েছে কেডিই প্লাজমা। এটি মূলত আর্চ এর ওপর ভিত্তি করে বানানো যেখানে সাধারন SteamOS ডেবিয়ানের ওপর ভিত্তি করে বানানো। অর্থাৎ এটি স্টিম কাস্টমভাবে তৈরি করেছে এই কন্সোলের জন্যে। এতে স্টিম ক্লায়েন্ট এবং প্রোটন এর কাস্টম বিল্ড রয়েছে যা এ্যান্টি-চিট সম্বলিত গেমগুলি চালনা করতে পারে। অর্থাৎ বেশিরভাগ উইন্ডোজ গেম এতে বিনা বাধায় চলতে পারবে।

এটির বিল্ট-ইন ডিসপ্লে দ্বারা বেশ ভালো গেমিং করা গেলেও এটি মাত্র ৭২০পি। কিন্তু, এতে ডিসপ্লে পোর্ট এবং ডক স্টেশন থাকায় আপনি যে কোন ডিসপ্লেতে ৮কে@৬০ হার্টজ এবং ৪কে@১২০ হার্টজ পর্যন্ত আউটপুট করতে পারবেন। এতে আরো রয়েছে ইউএসবি সি ৩.২ জেন২ ইনপুট, যার মাধ্যমে বাইরের কন্ট্রোলার সংযুক্ত করতে পারবেন ডক মোডে রাখা অবস্থায়।

বিজ্ঞাপন (কেন?)

হার্ডওয়্যার

এর ডিজাইন বেশ চমকপ্রদক এবং স্বাধীন রিভিউয়ারগন এর ডিজাইন সম্পর্কে বেশ ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। এর বডি এমন ভাবে তৈরি যা দীর্ঘ সময় গেমিং করতে সাহায্য করে। এর এনালগ থাম্বস্টিক উপর-নিচ প্রকৃতিতে না রেখে পাশাপাশি রাখা হয়েছে। যদিও প্রথম দেখায় এটি অদ্ভুত লাগতে পারে। কিন্তু হাতে নেয়ার পর এটি প্রাকৃতিক মনে হয়। স্বভাবতই মানুষ বৃদ্ধাঙ্গুলি উপর-নিচ করার চাইতে পাশাপাশি স্থানান্তর বেশি উপভোগ করে। এতে আঙ্গুলের উপর চাপ কমে। এর থাম্বস্টিক টাচ সেন্সিটিভ এবং দুটির থাম্বস্টিকেই আঙ্গুল রাখলে Gyro সেন্সর কাজ করা শুরু করে। এর দুপাশে রয়েছে দুটি টাচপ্যাড যার নির্ভুলতা অত্যাধিক। এতে এনালগ ট্রিগার ব্যবহার করা হয়েছে এবং চারটি গ্রি‌প বাটন রয়েছে।

এতে দুটি এনালগ থাম্বস্টিক, একটি ডিপ্যাড, এক সেট ABXY বাটন রয়েছে এবং এর গ্রিপ বাটনগুলি কাস্টমাইজ করা যায়। হ্যাপটিক ফীডব্যাক হিসেবে রয়েছে হাই ডেফিনিশন হ্যাপটিক্স এবং এর দুটি ৩২.৫ মি.মি ট্র্যাক প্যাড হ্যাপটিক ফীডব্যাক প্রদান করে। ট্র্যাক প্যাড দুটি অত্যন্ত সুক্ষ্ণ এবং প্রেশার সেন্সিটিভ। এর জাইরস্কোপ ৬ অক্ষ বিশিষ্ট। এর ব্যাটারি ৪০Whr যা আট ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। এটির ওজন প্রায় ৬৬৯ গ্রাম (ডক বাদে)। এতে স্টেরিওস্পিকার রয়েছে হেডফোন জ্যাক সহ। চাইলে ইউএসবি সি ডিসপ্লে পোর্ট দ্বারা হাই কোয়ালিটি অডিও আউটপুট করা যাবে।

কেন এটি বেশ চমকপ্রদ?

হ্যান্ডহেল্ড বাজারে দানব বলতে আমরা চিনি নিনটেন্ডো সুইচকে। বাজারে তেমন কোন অসাধারন প্রতিদ্বন্দি আর নেই। কিন্তু নিনটেন্ডো এক অন্য জগতের বাসিন্দা। যদিও কিছুদিন আগে নিনটেন্ডো তাদের বহুল জনপ্রিয় সুইচ কন্সোলের একটি নতুন মডেল বাজারে এনেছে। তবুও মানুষ বেশ আশাহত। না সুইচ ১০৮০পি এর চাইতে বেশি রেজুলেশন আউটপুট করতে পারে, আর না পারে তাদের বহুল সমালোচিত সমস্যাগুলি দূর করতে। যত কিছুই হোক, সুইচ মাত্রই একটি সাধারন কন্সোল যার ক্ষমতা অন্যান্য গেমিং সিস্টেমের তুলনায় নগন্য। কিন্তু স্টিম ডেক অপরদিকে আপনাকে পুর্ণ স্বাধীনতা দিচ্ছে তাদের পিসি-সমতুল্য হার্ডওয়্যার এর মাধ্যমে। লিনাক্স ইউজাররা ই্তোমধ্যে এটিকে স্বাদরে গ্রহন করেছে কারন এতে আপনি শুধুমাত্র এক ধরনের গেমই খেলতে পারবেন না বরং এতে ইমুলেশনের মাধ্যমে অন্যান্য প্লাটফর্মের গেম ও খেলতে পারবেন। অনেক ব্যবহারকারীরা পিসিকেই প্রাধান্য দেন গেমিং এর ক্ষেত্রে। কারন এতে টাইটেলের সংখ্যা অনেক বেশি। কিন্তু অন্যদিকে আবার গেমিং কন্সোলগুলি দামে সাশ্রয়ী হয়ে থাকে কারন কন্সোল নির্মাতারা তাদের মুনাফা গেম বিক্রয় হতে অর্জন করে।

স্টিম ডেক একদিকে পিসি-সমতুল্য সক্ষমতাসম্পন্ন, অপরদিকে সাধারন কন্সোলগুলির মত প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ করেছে। তাছাড়া এটি লিনাক্সকে গেমিং সম্পন্ন অপারেটিং সিস্টেম হিসেবে এগিয়ে রাখছে যা কোন ধরনের বৈষম্য ও অসদাচরন করছে না। যেমনটা নিনটেন্ডো ও মাইক্রোসফট করছে। অনেকে মনে করেন স্টিম ডেক এর মাধ্যমে লিনাক্স গেমিং আরো জনপ্রিয়তা লাভ করবে এবং প্রোটন আরো শক্তিশালী হবে। যদিও এতে অন্যান্য অপারেটিং সিস্টেম ইন্সটল করা যায়। তবুও খুব কম মানুষ তা করতে যাবে। অতএব, শীঘ্রই বিশ্ব বাজারে লিনাক্স নির্ভর কোন সিস্টেম প্রতিযোগীতা করতে যাচ্ছে প্রথমবারের মত।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.