Reading Time: 2 minutes

Alessandro Paluzzi এর মাধ্যমে খবরটি টুইটারে প্রকাশিত হয়। Telegram Premium প্ল্যানের বিষয়টি এখনো অঘোষিত। কিন্তু এটা বিশ্বাসযোগ্য যে এটি শুধু সরাসরি ঘোষণা দেয়ার পালায়।

বর্তমান বিশ্বের জনপ্রিয় অনলাইন ইন্সট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম Telegram এর ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। 2013 সালের 14-ই আগস্ট রিলিজ হওয়া মেসেজিং অ্যাপটি প্রথম থেকেই ব্যবহারকারীদের চার্জ বিহীন অর্থাৎ বিনামূল্যে ব্যবহার পরিষেবা প্রদানের দাবি করে এসেছিল। ফলস্বরূপ উক্ত প্ল্যাটফর্মে ব্যবহারকারীর সংখ্যাও একটার পর একটা মাইলস্টোন অতিক্রম করে যাচ্ছিলো। কিন্তু এবার হয়তো একটি বড় পদক্ষেপ নিতে চলেছে Telegram কতৃপক্ষ। সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, খুব শীঘ্রই মেসেজিং প্ল্যাটফর্মটির নিয়মে পরিবর্তন আনা হতে পারে এবং ‘Telegram Premium’ নামের একটি নতুন ভার্সন ঘোষণা করা হবে বলে জানা গেছে।

Alessandro Paluzzi এর মাধ্যমে খবরটি টুইটারে প্রকাশিত হয়। Telegram Premium প্ল্যানের বিষয়টি এখনো অঘোষিত। কিন্তু এটা বিশ্বাসযোগ্য যে এটি শুধুমাত্র সরাসরি ঘোষণা দেয়ার পালায়। প্রযুক্তিভিত্তিক কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, টেলিগ্রাম খুব শীঘ্রই ‘প্রিমিয়াম-এক্সক্লুসিভ’ (Premium-Exclusive) নামের একটি নতুন ফিচার লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই বিকল্পটি ব্যবহারের পরিবর্তে নির্দিষ্ট পরিমানের টাকা চার্জ করা হতে পারে ব্যবহারকারীদের। রিপোর্ট অনুযায়ী, ইতোমধ্যে অ্যাপের একটি বিটা সংস্করণও প্রকাশ করা হয়েছে। যেখানে সাবস্ক্রিপশন চার্জ নেওয়ার স্পষ্ট ইঙ্গিত দিয়েছে পাভেল দুরভের সংস্থাটি।

কিন্তু প্রশ্ন হলো মানুষ কেনো নির্দ্বিধায় Telegram Premium এর জন্য টাকা দিবে?

কোম্পানি এটা মানে যে, কার্যকরী এবং নতুন নতুন ফিচার অফার করলে একটি ছোট ফি দেয়া যুক্তিসঙ্গত। এছাড়াও, এটি অন্যান্য সুবিধাও নিয়ে আসতে পারে এর মধ্যে চ্যাট এবং মিডিয়ার জন্য ফ্রি অফুরন্ত ক্লাউড স্টোরেজ অন্তর্ভূক্ত হতে পারে। নিঃসন্দেহে, Telegram Premium সময়ের সাথে সাথে বিবর্তিত হবে। কিন্তু প্রধান অ্যাপটি ফ্রিতেই চলমান থাকবে। সর্বপরি, অ্যাপের প্রধান ট্যাগলাইনের মধ্যে একটি সবসময়ই ফ্রি থাকবে। এটা দেখা বাকি আছে যে, প্রতিক্রিয়া এবং ইমোজির মতো জিনিসগুলির জন্য কতজন লোক অর্থ প্রদান করতে ইচ্ছুক হবে, তবে প্রয়োজনীয় চ্যাটিং এক্সপেরিয়েন্স মূলত অপরিবর্তিত থাকবে, Telegram Premium এর মতো একটি সার্ভিস সামগ্রিকভাবে বিক্রি বেশ কঠিন হবে। প্রসঙ্গত, আসন্ন টেলিগ্রাম ভার্সনের কোড উল্লেখ করা হয়েছে রিপোর্টে। একই সাথে বলা হয়েছে, Telegram আর সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা প্রদান করবে না।

প্রসঙ্গত, বিগত কিছু সময়ের মধ্যেই Telegram অ্যাপের ডিজাইন অনেকটাই পাল্টে দেওয়া হয়েছে। আগামী দিনেও হয়তো বেশ কয়েকটি পরিবর্তন দেখা যেতে পারে এই মেসেজিং প্ল্যাটফর্মে। এক্ষেত্রে মনে করা হচ্ছে, এই বদলানো রূপ এবং আসন্ন ফিচার সমূহের সুবিধা প্রদানের জন্য টাকা চার্জ করতে পারে টেলিগ্রাম। যদিও অ্যাপটির নতুন সংস্করণ আনুষ্ঠানিক ভাবে কতদিনে চালু হবে তা এখনও স্পষ্ট নয়। তবে সংস্থাটি যে তাদের এই নতুন সংস্করণে ‘ফিচার’, ‘ফেসিলিটি’ এবং ‘ডিজাইন’ সংক্রান্ত কোন কমতি রাখতে চায় না সেটাও রিপোর্টে বলা হয়েছে।

আরেকটি গুরুত্বপূর্ণ ব্যপার যা জেনে রাখা ভালো, টেলিগ্রাম প্রথম সোশ্যাল মিডিয়া বা মেসেঞ্জার অ্যাপ নয়, যেটি পরিষেবা প্রদানের বিনিময়ে ‘পেইড সাবস্ক্রিপশন প্ল্যান’ চালু করছে। শুধু টেলিগ্রামই নয়, হোয়াটসঅ্যাপ বিজনেস (Whatsapp Business) অ্যাকাউন্ট ব্যবহার করার ক্ষেত্রেও ‘পেইড সার্ভিস’ চালু হচ্ছে। এর আগেও, টুইটার (Twitter) ‘ব্লু পেইড সাবস্ক্রিপশন প্ল্যান’ লঞ্চ করেছিল তাদের গ্রাহক-বেসের জন্য। যাইহোক, প্রিমিয়াম ভার্সনে হোয়াটসঅ্যাপ বেশ কয়েকটি নতুন ও কার্যকরী ফিচারও অফার করবে বলে জানা গেছে।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.