Reading Time: < 1 minutes

বৃহস্পতিবার জনপ্রিয় সামাজিক মাধ্যম টেলিগ্রাম নিশ্চিত করেছে, ৭০ কোটি ব্যবহারকারীর জন্য তৈরি করা বিশেষ ইউজারনেমের নিলাম উপস্থাপনের জন্য বিকেন্দ্রিকৃ এই মার্কেট প্লেস প্রায় প্রস্তুত। ৭০ কোটি গ্রাহকের জন্য নিজস্ব ব্লকচেইন ভিত্তিক প্ল্যাটফর্মে ‘ইউজারনেম’ নিলামে তোলার ঘোষণা দিয়েছে মেসেজিং অ্যাপ টেলিগ্রাম। টেলিগ্রাম এক ব্লগ পোস্টে জানিয়েছে, এর নির্মাণ পর্যায় প্রায় শেষের দিকে। শীঘ্রই চালু হবে নিলামের এই প্ল্যাটফর্ম।

এই নিলাম দ্যা ওপেন নেটওয়ার্ক বা টন ব্লকচেইনে চলবে বলে জানিয়েছে টেলিগ্রাম কোম্পানি। এর ফলে, শুক্রবার টনকয়েন এর সাথে যুক্ত বিভিন্ন ক্রিপ্টো টোকেনের দাম বেড়েছে ১০ শতাংশেরও বেশি। ব্রিটিশ অনলাইন সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট এর প্রতিবেদন অনুযায়ী, এর আগেও কয়েকটি ক্রিপ্টো ওয়ালেটের ইউজারনেম নিলামে তুলেছে প্ল্যাটফর্মটি, যেখানে কিছু জনপ্রিয় নাম দুই লাখ ডলারের চেয়েও বেশি দামে বিক্রি হয়েছে।

দুরভ প্রথম মেসেজিং সেবাটির জন্য বিভিন্ন ইউজারনেম নিলামের বিস্তৃতি বাড়ানোর প্রস্তাবনা দেন এই বছরের শুরুতে। ব্যবহারকারী, গ্রুপ ও চ্যানেলের নামও এই নিলামের আওতায় পড়তে পারে বলে সে সময় তিনি টেলিগ্রাম প্ল্যাটফর্মে অনুসরণকারীদের উদ্দেশ্যে লিখেছিলেন। তিনি লিখেছেন, নতুন একটি প্ল্যাটফর্ম তৈরি করবে এটি, যেখানে ইউজারনেমের মালিকরা একটি নিরাপদ উপায়ে আগ্রহী পক্ষের কাছে এগুলো স্থানান্তর করতে পারবেন।

টেলিগ্রাম ইকোসিস্টেমের অন্যান্য উপাদানের মধ্যে আছে বিভিন্ন চ্যানেল স্টিকার বা ইমোজি, যা পরবর্তীতে এই মার্কেটপ্লেসের অংশ হয়ে উঠতে পারে। ইন্ডেপেনডেন্ট এর প্রতিবেদন অনুযায়ী, টেলিগ্রাম অ্যাপের সঙ্গে সমন্বয়ের উদ্দেশ্যে এই প্ল্যাটফর্ম তৈরি করেছিল কোম্পানিটি। তবে, মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেইঞ্জ কমিশন বা এসইসির আপত্তির কারণে ২০২০ সালে এটি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে, এই ব্লকচেইন প্রকল্পের কাজ হাতে নেন ‘টন ফাউন্ডেশন’ চালু করা অ্যাপ নির্মাতারা।

এর পর থেকেই টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভ এতে সমর্থন জানিয়ে আসছেন।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.