ইউরোপিয়ান-আইণ-প্রনেতা
Reading Time: 2 minutes

চলতি বছরেই আইরিশ নিয়ন্ত্রকরা ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) ডেটা সুরক্ষা আইনের জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন (জিডিপিআর) এর অধীনে হোয়াটসঅ্যাপকে ২২ কোটি ৫০ লাখ ইউরো জরিমানা করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে যে হোয়াটসঅ্যাপ নির্ধারিত জরিমানা নিয়ে আপিল করলেও একই সময়ে নিজস্ব নীতিমালা সংশোধন করছে। প্রতিষ্ঠানটি পাশাপাশি গ্রাহক সেবায় কোনো পরিবর্তন আসছে না বলে দাবি করেছে। সেই জরিমানার পর সামাজিক যোগাযোগের অ্য্যাপটি এবার ইইউ ও যুক্তরাজ্যের নীতিমালা পাল্টে ফেলছে। বিবিসি জানিয়েছে, প্রাইভেসি প্রশ্নে তদন্ত শেষে আইরিশ নিয়ন্ত্রকদের নির্ধারিত ওই জরিমানা জিডিপিআর-এর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ জরিমানার পাশাপাশি হোয়াটসঅ্যাপকে নিজস্ব নীতিমালা পরিবর্তনের নির্দেশও আইরিশ কর্তৃৃপক্ষ দিয়েছিল।

হোয়াটসঅ্যাপ বলছে, নীতিমালার পরিবর্তনগুলো বর্তমান নীতিমালার সঙ্গেই বাড়তি খুঁটিনাটি যোগ করবে এবং কেবল গোপনীয়তা নীতিমালার ইউরোপীয় সংস্করণের উপরই কার্যকর হবে। হোয়াটসঅ্যাপের বৈশ্বিক গোপনীয়তা নীতিমালা ইউরোপীয় বাজারে প্রযোজ্য নীতিমালার চেয়ে আগে থেকেই ভিন্ন। নতুন নীতিমালা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে বিবিসি জানিয়েছে। নীতিমালা পরিবর্তনের ঘোষণায় হোয়াটসঅ্যাপ বলেছে যে তাদের কার্যক্রম বা অন্যদের সঙ্গে চুক্তিভিত্তিক সমঝোতায় কোনো পরিবর্তন আসছে না। ব্যবহারকারীকেও নতুন কোনো কিছুতে রাজি হতে হবে না বা হোয়াটসঅ্যাপের ব্যবহার চালিয়ে যেতে নতুন করে কিছু করতে হবে না। সেবা গ্রাহকদের আশঙ্কা ছিল মূল প্রতিষ্ঠান ফেইসবুকের সঙ্গে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ডেটা শেয়ার করবে।

WhatsApp contains 'dangerous' and deliberate backdoors

সাধারন ব্যবহারকারীরা জানুয়ারি মাসে হোয়াটসঅ্যাপ নীতিমালার নতুন এক পরিবর্তন নিয়ে অভিযোগ তুলেছিলেন। নতুন নীতিমালা মানতে রাজি না হলে তাদের অ্যাকাউন্টগুলো ব্লক করে দেওয়া হবে বলে ব্যবহারকারীরা আশঙ্কা করেছিলেন। বিবিসি বলছে যে হোয়াটসঅ্যাপের নীতিমালায় আদতে খুব সামান্যই পরিবর্তন হয়েছিল। কিন্তু ব্যবহারকারীদের শান্ত করতে প্রতিষ্ঠানটি আপডেট পিছিয়ে দিতে বাধ্য হয়েছিল। সাধারণ ব্যবহারকারীদের দৃষ্টিভঙ্গি বদলাতে প্রতিষ্ঠানটি টানা কয়েক মাস চেষ্টা করেছে। প্রতিষ্ঠানটি জানায় যে এই আপডেট তারা কীভাবে ব্যবহারকারীর ডেটা ব্যবহার করে বা মেটাসহ  কাদের সঙ্গে শেয়ার করে, তার কোনো কিছুই পরিবর্তন করবে না।  তাদের সেবা তারা কীভাবে পরিচালনা করে, সে বিষয়েও কোনো পরিবর্তন আসবে না।

আইরিশ ডেটা প্রোটেকশন কমিশনার (ডিপিসি) এর নির্দেশ মেনে আনা পরিবর্তনগুলো কার্যকর করার আগে হোয়াটসঅ্যাপ তাই স্বচ্ছতা বজায় রাখার বাড়তি চেষ্টা চালিয়ে যাচ্ছে। হোয়াটসঅ্যাপ ঘোষণায় নিজস্ব এন্ড-টু-এন্ড এনক্রিপশন সেবার উপর বাড়তি জোর দিয়েছে বলে বিবিসি জানিয়েছে। নীতিমালায় নতুন পরিবর্তনের ফলে, ব্যবহারকারীর কাছ থেকে সংগৃহীত ডেটা কোন কাজ ব্যবহৃত হচ্ছে সে বিষয়ে আরও বিস্তারিত তথ্য যোগ হবে। পাশাপাশি, মূল প্রতিষ্ঠান মেটার সঙ্গে হোয়াটসঅ্যাপ কীভাবে কাজ করে সে বিষয়েও পরিষ্কার তথ্য দেয়া হবে নীতিমালায়। সেবা গ্রাহকদের ডেটা কীভাবে ব্যবহৃত হচ্ছে সে বিষয়ে হোয়াটসঅ্যাপ যথেষ্ট স্বচ্ছতা বজায় রাখে কি না, সেটি তদন্ত করে দেখেন নিয়ন্ত্রকরা। বিবিসি আরও জানিয়েছে, ডিপিসি হোয়াটসঅ্যাপকে প্রায় এক বছর শেষে রেকর্ড পরিমাণ জরিমানা করেছিল।

পূর্বে ডিপিসি ইউরোপিয়ান ইউনিয়নের অন্যান্য দেশগুলোর নিয়ন্ত্রকদের বিচার প্রক্রিয়ার অংশ করে প্রতিষ্ঠানটিতে নির্ধারিত জরিমানার পরিমান বাড়িয়েছিল। জিডিপিআর-এর অধীনে হোয়াটসঅ্যাপের চেয়েও বেশি জরিমানা গুণতে হয়েছে কেবল অ্যামাজনকে। তবে, হোয়াটসঅ্যাপ বরাবরই ব্যবহারকারী চাওয়ামাত্র তথ্য সরবরাহ করেছে বলে জরিমানার বিরুদ্ধে প্রতিষ্ঠানটি আপিল করে যাচ্ছে। 

কনটেক্সট

হোয়াটসঅ্যাপ এর অধিগ্রহনের পরে হতেই বিভিন্ন রেগুলেশন এর মুখে পড়ছে অ্যাপটি। মূলত ফেসবুক কোম্পানিটি কিনে নেয়ার পরে বিভিন্ন রকম পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছে অ্যাপটি। সেই পরিবর্তনগুলি কিন্তু মোটেও ভালো পরিবর্তন ছিল না। ফেসবুক নেটওয়ার্কে যুক্ত হবার পর প্রাইভেসি পলিসি পরিবর্তন, হোয়াটসঅ্যাপ এর মূলনীতি পরিবর্তন সহ অনেক কিছুই বদলেছে। ফেসবুক এর বিজ্ঞাপন নেটওয়ার্কে যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপ এবং ব্যাপারটি মোটেও ভালো চোখে দেখেনি ব্যবহারকারীরা। হোয়াটসঅ্যাপ এক সময় প্রাইভেট কমিউনিকেশন এর কর্নধার ছিল এবং অনেক প্রাইভেসি-প্রিয় ব্যবহারকারীরা এটি পছন্দ করত। কিন্তু হোয়াটসঅ্যাপ আগের মত নেই বরং ফেসবুক এর নিয়ন্ত্রণে এসে এটি একটি বিপজ্জনক অ্যাপে রূপান্তরিত হয়েছে। উল্লেখ্য যে হোয়াটসঅ্যাপ এর গুরুত্বপূর্ণ সব ব্যাক্তিবর্গ আগেই প্রতিষ্ঠান ছেড়ে দিয়েছেন এই আমূল পরিবর্তন এর মুখে। 

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.