Reading Time: 2 minutes

সম্প্রতি নিজস্ব প্ল্যাটফর্মে এআই জেনারেটেড শিল্পকর্ম গ্রহণ করা বন্ধ করে দিয়েছে গেটি। সেই সাথে নিজস্ব প্ল্যাটফর্মে এআইয়ের মাধ্যমে তৈরি ছবি নিষিদ্ধ করার সিদ্ধান্ত ও নিয়েছে প্রথমসারির অন্যতম স্টক ফটো ডেটাবেইজ গেটি ইমেজেস। একই পথে হাঁটছে শাটারস্টক ও পেটাপিক্সেল। ফলে, ডাল-ই, স্টেবল ডিফিউশন এবং মিডজার্নির মতো জনপ্রিয় এআই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে তৈরি ছবি প্ল্যাটফর্মে রাখার অনুমতি আর মিলবে না বলে ঘোষণা দিয়েছে পেটাপিক্সেল।

ইতোমধ্যেই এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি ছবি নিজস্ব প্ল্যাটফর্ম থেকে মুছে দেওয়া শুরু করেছে শাটারস্টক। এ প্রসঙ্গে গেটি ইমেজেসের প্রধান নির্বাহী ক্রেগ পিটার্স বুধবার প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটকে পাঠানো এক ইমেইলে বলেছেন যে তারা এরই মধ্যে কনটেন্ট মুছে ফেলতে শুরু করেছেন এবং এটি একটি চলমান কার্যক্রম হিসেবে থাকবে। গেটির লাইব্রেরিতে এআই কনটেন্টের সংখ্যাও একেবারেই হাতে গোনা কয়েকটি বলে জানিয়েছেন ক্রেগ পিটার্স।

নিজস্ব প্ল্যাটফর্মে কনটেন্ট আপলোড করার সময়ে গেটি যে বিষয়গুলোর দিকে খেয়াল রাখে সেগুলোর কথা উল্লেখ করে ক্রেগ বলেন গেটিতে ক্রিয়েটিভ কনটেন্ট লাইব্রেরির ছবিতে থাকা ব্যক্তিদের স্বাক্ষরিত অনুমতি নেই। ছবি বা শিল্পকর্মে দেখানো ব্যক্তি বা বিষয়বস্তুর জন্য তারা মডেল ও প্রপার্টি রিলিজ এবং বায়োমেট্রিক রিলিজ নিয়ে থাকি। তাদের কনটেন্ট রিভিউ প্রক্রিয়ার মান এবং প্রযুক্তি একই থাকবে। স্টক ফটোর আরেক ডেটাবেইজ শাটারস্টকও একই পথে হাঁটছে বলে উঠে এসেছে একাধিক প্রতিবেদনে।

তবে এ প্রসঙ্গে শাটারস্টকের মন্তব্য জানার চেষ্টা করেও কোনো উত্তর পায়নি সিনেট। গত মাসে কলোরাডো স্টেট ফেয়ার ফাইন আর্টস কম্পিটিশন এর উদীয়মান শিল্পীদের বিভাগে ডিজিটাল আর্ট/ডিজিটালি ম্যানিপুলেটেড ফটোগ্রাফি শ্রেণিতে প্রথম পুরস্কার জিতেছেন জেসন অ্যালেন নামক এক ব্যক্তি। তিনি একজন গেম নির্মাতা। এর মধ্যে তিনি “স্পেস ওপেরা থিয়েটার” শিরোনামের চিত্রকর্মটি তৈরিতে এআই সিস্টেম মিডজার্নি এর সহযোগিতা নিয়েছিলেন।

এই এআই সিস্টেমটি ব্যবহারকারী কমান্ড লিখে দিলে তার ভিত্তিতে ছবি বানাতে পারে। প্রথম আর্ট কম্পিটিশনে অংশ নিয়েই বিতর্কের জন্ম দিয়েছেন গেম নির্মাতা জেসন অ্যালেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তির সহযোগিতা নিয়ে তার তৈরি একটি ছবি প্রথম পুরস্কার জিতেছে। যার ফলে নিজ হাতে ফুটিয়ে তোলা শিল্পকর্মের শিল্পীরা প্রশ্ন তুলেছে। এমনকি অনেকেই বলছেন, রেনেসাঁ আর স্টিমপাংক ধাঁচের উপস্থিতির ইঙ্গিত পাওয়া গেছে অ্যালেনের ছবিতে।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.