Reading Time: 2 minutes

ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে বেশ কিছু ওয়েবসাইটে প্রবেশের সময় ‘ক্যাপচা’র মুখোমুখী হতে হয়। ব্যবহারকারী মানুষ নাকি রোবট তার প্রমাণ দিতে ক্যাপচা অ্যানালাইসিসের প্রয়োজন পড়ে। তবে বারবার এই ক্যাপচার মুখোমুখি হওয়াটা ব্যবহারকারীদের জন্য একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর এই ঝামেলা থেকে অ্যাপলের নতুন প্রযুক্তি মুক্তির প্রতিশ্রুতি দিচ্ছে। আইওএস ১৬ এবং ম্যাকওএস ভেঞ্চুরা বাজারে আসার পর যে ওয়েবসাইটগুলো স্প্যাম ঠেকাতে ওই দুই কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক ব্যবহার করে, তারা অ্যাপলের নতুন ফিচারটির সুবিধা নিতে পারবেন।

প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে যে নতুন ফিচারটি নির্মাণে শীর্ষ দুই কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক ‘ফাস্টলি’ এবং ‘ক্লাউডফ্লেয়ার’ এর সঙ্গে অ্যাপল সম্মিলিত হয়েছে। ব্যবহারকারী সত্যিই মানুষ কি না, আইওএস ১৬ তা যাচাই করিয়ে দেবে। আইফোনের আসন্ন অপারেটিং সিস্টেমটিতে নতুন ‘অটোমেটিক ভেরিফিকেশন’ ফিচার আনছে অ্যাপল, যার সুবাদে কিছু অ্যাপ ও ওয়েবসাইটে প্রবেশের সময় ব্যবহারকারী ক্যাপচা এড়িয়ে যেতে পারবেন। সাইটগুলো ব্যবহারকারীকে ‘ক্যাপচা’ দিয়ে পরিচয় নিশ্চিত করতে না বলে সরাসরি প্ল্যাটফর্মে ঢুকতে দেবে।

সাধারণত স্প্যাম ঠেকাতে ক্যাপচার ওপর নির্ভর করে এমন ওয়েবসাইটগুলো সরাসরি আইফোন বা অ্যাপল কম্পিউটারকে জিজ্ঞেস করতে পারবে যে একজন মানুষ ডিভাইসটি ব্যবহার করছেন কি না। আর ডিভাইস যদি ‘হ্যাঁ’ বলে তবেই ব্যবহারকারী সরাসরি ওয়েবসাইটে প্রবেশাধিকার পাবেন। অ্যাপল বলছে, ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করার জন্য অ্যাপল আইডি ব্যবহৃত হলেও, ইমেইল ঠিকানা এবং ফোন নম্বরের মতো ব্যবহারকারীর কোনো ব্যক্তিগত তথ্য ফিচারটি ওয়েবসাইটের কাছে পাঠাবে না নতুন। অন্যদিকে, ব্যবহারকারী কোন ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করছেন, অ্যাপলও সেই তথ্য সংগ্রহের চেষ্টা করবে না।

তবে, অ্যাপলই যে কেবল এ ধরনের প্রযুক্তি নিয়ে কাজ করছে, এমনটা নয় বলে ভার্জ জানিয়েছে। প্রথমত, ভার্জ জানিয়েছে অ্যাপলের নতুন ফিচারটি নির্মাণে গুগলও ভূমিকা রেখেছে। ক্রোম ব্রাউজারের জন্য বছর দুয়েক আগেই প্রায় একই রকমের ফিচার বানিয়েছিল গুগল। এছাড়াও অ্যাপলের এই ক্যাপচা অ্যানালাইসিসকে পেছনে ফেলার চেষ্টা এই প্রথম নয়। তবে, প্রযুক্তি বাজারে শীর্ষ ভোগপণ্য নির্মাতাদের মধ্যে অ্যাপল রয়েছে। বাজারে কোম্পানিটির পণ্যের বহুল প্রচলনের কারণেই নতুন ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীদের বিড়ম্বনা কমবে বলে ধারণা প্রকাশ করেছে ভার্জ।

অটোমেটিক ভেরিফিকেশন’ প্রযুক্তির ব্যাখ্যা দিয়ে সাইটটি জানিয়েছে, যদিও ক্যাপচা ছাড়াই ব্যবহারকারী সাইটে প্রবেশ করতে পারবেন, তবে ফিচারটি বেশ কিছু বিষয় বিবেচনায় নিয়ে ব্যবহারকারী আদৌ একজন মানুষ কি না নিশ্চিত হওয়ার চেষ্টা করবে।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.