Reading Time: 6 minutes

বর্তমানে অনলাইন মিডিয়া স্ট্রিমিং জগতে সবচেয়ে বহুল জনপ্রিয় স্ট্রিমিং সার্ভিস হচ্ছে Netflix । কিন্তু জনপ্রিয় হওয়া স্বত্বেও সফটওয়্যার টিতে স্ট্রিমিং মোটেও বিনামুল্যে নয়। এর জন্য আপনাকে মাসিক কিংবা তার চেয়েও বেশি সময়ের জন্য সাবস্ক্রাইব করতে হবে, যা নিতান্তই ব্যয়বহুল। এর ফলে অনেকেই অবৈধ কিংবা বৈধ যে যেভাবে পারছে স্ট্রিমিং এর জন্য নানান পন্থা অবলম্বন করছে। এসবের মাঝে একটি উপায় হচ্ছে Stremio যা কিনা হয়ে উঠতে পারে আপনার জন্য Netflix এরও বিকল্প।

ওভারভিউ

Stremio - All You Can Watch

Stremio একটি মিডিয়া স্ট্রিমিং অ্যাপ যেখানে আপনি মুভি, টিভি শো, সিরিজ সহ আরও অনেক কিছু স্ট্রিম করতে পারবেন। এটি লিনাক্স, ম্যাক, উইন্ডোজ এমনকি অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইস এর জন্যও উপলব্ধ। এটি একটি ওপেন সোর্স সফটয়্যার এবং এর সোর্স কোড সকলের জন্য উন্মুক্ত। সফটওয়্যার টি ওপেন সোর্স হওয়াতে এখানে আপনি বিনামুল্যে মিডিয়া স্ট্রমিং করতে পারবেন। এছাড়াও ওপেন সোর্স হওয়াতে এটি অত্যন্ত নিরাপদ।

Stremio তে কিছু সাধারন সুবিধাসমুহ রয়েছে যেমন, কন্টেন্ট ব্রাউজার, সার্চ অপশন, ডিস্কভারি পেজ এবং ভালো একটি মিডিয়া প্লেয়ার ইন্টারফেস।

এছাড়াও এতে কিছু বিশেষ সুবিধা রয়েছে যেমন: অ্যাড-অন, লাইব্রেরী, ক্যালেন্ডার ইত্যাদি যা কিনা আপনাকে মিডিয়া উপভোগে সাহায্য করবে। এদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় সুবিধাটি হচ্ছে অ্যাড-অন সুবিধাটি। Stremio তে মূলত মিডিয়া দেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অ্যাড-অন। এর মাধ্যমে আপনি আপনার প্রয়োজনীয় অ্যাড-অন টি ইনস্টল কিংবা আনইনস্টল করে আপনার প্রয়োজনীয় মিডিয়া টি উপভোগ করতে পারবেন। আপনি অ্যাপ এর ভিতর থেকেই আপনার প্রয়োজন মতো অ্যাড-অন ইনস্টল কিংবা আনইনস্টল করতে পারবেন।

Stremio তে কি কি রয়েছে

Stremio - All You Can Watch

যেহেতু এখানে আলাদা আলাদা করে অ্যাড-অন এর সুবিধা রয়েছে, সুতরাং এখানে আপনি অসংখ্য মিডিয়া কনটেন্ট পাবেন এখানে। আপনি এখানে মুভি, টিভি শো, এনিমে, এনিমেটেড মুভি কিংবা সিরিজ, ওয়েব সিরিজ এমনকি ইউটিউব ভিডিও ও দেখতে পারবেন। এখানে আপনি খুব সহজেই আপনার ইচ্ছামত জেনারের ভিত্তিতে আপনার প্রয়োজনীয় কনটেন্ট সার্চ করতে পারেন। মিডিয়ার এক অনন্য ক্ষেত্র হচ্ছে এনিমেশন জগত। এখানে অজস্র এনিমেটেড মুভি, সিরিজ এবং বিভিন্ন কার্টুন রয়েছে। এছাড়াও এখানে রয়েছে অনেক পুরনো কিছু মুভি। মজার বিষয় হচ্ছে এখানে শুধু Netflix ই নয় বরং Disney plus, Hulu এমনকি Apple TV এসকল স্ট্রিমিং অ্যাপ এর শোও উপস্থিত রয়েছে। কন্টেন্ট দেখার সময় চেষ্টা করি ভালো রেজ্যুলেশনে কন্টেন্ট দেখার। Stremio তে আপনি সেই সুবিধাটিও পাচ্ছেন। এখানে আলাদাভাবে আপনার ইচ্ছেমতো ভিডিও রেজ্যুলেশন পরিবর্তন করে নিতে পারেন। কিন্তু এ বিষয়টি নির্ভর করবে কন্টেন্ট এর উপর। এখানে সর্বোচ্চ 4k রেজ্যুলেশনে ভিডিও স্ট্রিমিং সম্ভব। এছাড়াও Stremio তে প্রয়োজন মতো অনুবাদ চয়ন করে দেখারো সুবিধা রয়েছে। এজন্য আপনার আলাদা করে সাবটাইটেল বা কোনো ফাইল ডাউনলোড করার প্রয়োজন পরবে না। কিন্তু চাইলে প্রয়োজন মতো চাইলে অন্য ভাষার অনুবাদও এখানে যুক্ত করে নেয়া যাবে। অডিও ক্ষেত্রে এখানে রয়েছে ডুয়াল অডিও এর সুবিধা। রয়েছে ভিন্ন ভিন্ন ভাষায় কন্টেন্ট উপভোগ করার সুযোগ।

প্লেয়ার ইন্টারফেস

Stremio 4.0 beta is out – The Stremio Blog

Stremio অ্যাপ্লিকেশান টিতে কন্টেন্ট দেখার জন্য যে প্লেয়ার রয়েছে তার ইন্টারফেস অসংখ্য ফিচার নিয়ে তৈরি। আমার সবচেয়ে পছন্দের ফিচারটি হচ্ছে এর ইন্টারনেত ব্যবহারের ইন্টারফেস টি। এটি আপনাকে জানায় যে আপনি কি পরিমাণ ইন্টারনেট খরচ করছেন এবং আপনার মিডিয়া টি কতটুকু লোড হয়েছে। প্লেয়ার ইন্টারফেস টি আধুনিক এবং কিবোর্ডের মাধ্যমে সহজেই এটি নিয়ন্ত্রণ করা যায়। অডিও, সাবটাইটেল এবং ভলিউম অপশন গুলো নিচে পাশাপাশি অবস্থানে রয়েছে। টিভি শো কিংবা সিরিজ দেখার সময় এপিসোড এবং সিজন এর লিস্ট টি ডান পাশে এবং অন্যান্য কন্ট্রোল অপশন গুলো মাঝখানে এবং নিচে পাওয়া যাবে। কন্টেন্ট দেখার মাঝে থামার প্রয়োজন হলে আপনাকে কিবোর্ডের স্পেস বাটন কিংবা মাউস পয়েন্টার টি প্লে/পজ বাটনে নিয়ে ক্লিক করে তারপর থামাতে হবে। অন্যান্য স্ট্রিমিং অ্যাপ এ যেমন যেকোনো স্থানে মাউস দ্বারা ক্লিক করলেই তা থেমে যায়, এক্ষেত্রে আপনি এই সুবিধাটি পাচ্ছেন না। কিবোর্ডের ব্যবহারের সুবিধায় কোনো কমতি থাকছে না এখানে। ডান এবং বাম এরো বাটন দিয়ে সামনে এবং পিছনে আগাতে বা পেছাতে পারবেন অনায়াসেই।

যারা KDE connect এর মতো মিডিয়া কন্ট্রোল ব্যবহার করেন, তাদের কিছুটা সমস্যার মুখোমুখি হতে হবে এখানে। কেননা Stremio তে মিডিয়া চলাকালীন সময়ে সিস্টেম এটিকে মিডিয়া প্লেয়ার হিসেবে শনাক্ত করতে পারে না। যার ফলে ওয়ারলেস মিডিয়া প্লেয়ারের ক্ষেত্রে কিছুটা সমস্যায় ভুগতে হয়। কিন্তু ওয়ারলেস কিবোর্ড-মাউস ব্যভারের ক্ষেত্রে এরকম সমস্যার মুখোমুখি হওয়ার সম্ভাবইনা নেই।

ব্যবহারকারীর অভিজ্ঞতা

টিভি, মোবাইল কিংবা অ্যান্ড্রয়েড টিভি যেকোনো ডিভাইসে এর ব্যবহার অভিজ্ঞতা বেশ সন্তোষজনক ছিল। অ্যান্ড্রয়েড টিভিতে রিমোট কন্ট্রোল ডেস্কটপের চেয়ে ভালো কাজ করে। টিভিতে অ্যাপটির ইন্টারফেস ও খুব ভালো এবং এর কন্ট্রোল বা নিয়ন্ত্রণ ও বেশ সহজ। কিন্তু টিভি কিংবা ডেস্কটপের তুলনায় স্মার্টফোনের ইন্টারফেস টি আমার কাছে খুব সাধারণ মনে হয়েছে। এমনকি কিছু সময়োপযোগী ফিচারও এখানে অনুপস্থিত রয়েছে। যেমন কোনো শো দেখার সময় আপনি যদি নিজে থেকে কোনো পর্বে যেতে চান তবে আপনাকে মিডিয়া প্লেয়ার থেকে বের হয়ে তারপর পর্ব এবং তার রেজ্যুলেশন বাছাই করতে হবে।

বিজ্ঞাপন (কেন?)

বোর্ড অপশন টিতে আপনি পূর্বের দেখা কিংবা চলতি দেখা কনটেন্ট গুলো পাবেন। বোর্ডের পাশেই রয়েছে ডিসকভার অপশন টি যেখানে নতুন রিলিজ হওয়া টিভি শো, মুভি গুলো সাজানো। বাম পাশে ইচ্ছেমতো মুভি, সিরিজ, চ্যানেল, টিভি চ্যানেল সিলেক্ট করে পরবর্তী ধাপে যাওয়া যায়। এখানে লাইব্রেরী অপশন টি খুব কার্যকর। পছন্দের শো বা মুভি গুলো লাইব্রেরী তে যোগ করে রাখলে পরবর্তীতে সেখান থেকেই শো বা মুভি গুলো চালনা করা যায়। লাইব্রেরীর পাশে ক্যালেন্ডার টি আপনাকে দেখাবে যে আপনি দিনে কয়টি শো দেখেছেন।

এছাড়াও Stremio অ্যাপ টি কোনো সীমাবদ্ধতা ছাড়াই ওয়েব ভার্সনে ব্যবহার করা যায়। এর একটি অনন্য ফিচার হচ্ছে এটি অন্যান্য URL থেকেও ভিডিও স্ট্রিম করতে সক্ষম। এর জন্য প্রথমে ওয়েবসাইট টি কপি করে অ্যাপ টির ডান পাশের মেনু বাটন থেকে ৫ম অপশন টি সিলেক্ট করলেই মিডিয়া টি প্লে করা যায়।

Stremio কি বৈধ?

Stremio শতভাগ বৈধ, তবে আপনি যদি এটিতে অবৈধ কিছু চান তবে এটি আপনার উপর নির্ভর করবে। যেহেতু Stremio নিজে কোন প্রচার মাধ্যম হোস্ট করে না, তাই এটি অবৈধ স্ট্রিমিংয়ের জন্য দায়ী হতে পারে না। সুতরাং এটি আপনার উপর নির্ভর করবে যে এটি বৈধ নাকি অবৈধ। আপনি যদি অবৈধ এক্সটেনশন বা অ্যাড-অন ইনস্টল করেন যা অবৈধ স্ট্রিমিংয়ের অনুমতি দেয়, তবে এটি আপনার উপর নির্ভর করে। অনেক শো Stremioতে আইনত উপলব্ধ। আপনি অনেক কমিউনিটি অ্যাড-অন ইনস্টল করতে পারেন এবং সমস্ত অফিশিয়াল অ্যাড-অন বৈধ। অর্থাৎ বলা যায় যে Stremio তে আপনি যতক্ষণ পর্যন্ত না অবৈধ কিছু যোগ করছেন কিংবা স্ট্রিম করছেন, ততক্ষণ পর্যন্ত এটি সম্পুর্ণ বৈধ।

Stremio তে জনপ্রিয় কিছু বিষয়বস্তু

stremio anime

এনিমে ফ্যানবেস এর জন্য Stremio একটি পছন্দের জায়গা হয়ে উঠবে। কেননা এটি নিশ্চিত যে এখানে প্রচুর পরিমাণে এনিমে, 3D এনিমেটেড মুভি, কার্টুন। কিছু জনপ্রিয় এবং উল্লেখযোগ্য এনিমে যেমনঃ Attack on Titans, Demon Slayer, Tokyo Ghoul ইত্যাদি ডুয়াল অডিও, এবং সাবটাইটেল সহ পাওয়া যাবে এখানে এবং এর জন্য এনিমে দেখার সেরা বিকল্পগুলির মধ্যে Stremio একটি। এছাড়াও এখানে প্রচুর Netflix শো এবং সম্প্রতি মুক্তি প্রাপ্ত সিনেমা রয়েছে যা উপলব্ধ। এর পাশাপাশি কালজয়ী সেরা মুভি গুলোও এখানে উপস্থিত।

এটি কি বাচ্চাদের জন্য নিরাপদ?

A Handful of Features, a Mountain of Fun With Stremio 3.6.x – The Stremio  Blog

আপনি যদি শুধুমাত্র অফিশিয়াল অ্যাড-অন এবং নির্বাচিত গুলি বেছে নেন তবে এটি মোটামুটি নিরাপদ। যদিও কিছু আর-রেটেড সিনেমা (যৌন উত্তেজক দৃশ্য, গোর রক্ত এবং সহিংসতা ধারণকারী চলচ্চিত্র) রয়েছে এখানে। তাই পিতামাতাদের প্রায়ই পর্যবেক্ষণ করা উচিত। যেহেতু এই বিষয়বস্তু গুলি বাছাই করার জন্য কোনো ফিল্টার নেই এবং প্যারেন্টাল কন্ট্রোল ও নেই, আমরা পিতামাতাদের অ্যাপ টি পারিবারিক টিভি বা ডিভাইসে ইনস্টল করার সময় পর্যবেক্ষণ করার পরামর্শ দিই। তাছাড়া এমন কয়েকটি অ্যাড-অন রয়েছে যা ব্যবহারকারীদের পর্নোগ্রাফিক সামগ্রী স্ট্রিম করতে দেয়। এগুলো অবশ্যই অফিশিয়াল অ্যাড-অন তালিকায় কোনোটিই নেই।

আপনি যে সমস্যার সম্মুখীন হতে পারেন

QT framework দ্বারা চালিত এই অ্যাপ টি নিতান্তই দারুণ। এটি কোনো ওয়েব বেজড অ্যাপ না। যদিও এটি Node JS এবং Javascript ব্যভার করে তবুও এটি স্বাভাবিক। কিন্তু এটি Node এর উপির নির্ভর করায় এটি তুলনামুলক বেশ ভারী অ্যাপ। মোবাইল নেটওয়ার্কে এর গতি বেশ মন্থর এবং ধীর প্রকৃতির। কোনো মিডিইয়া প্লে করার আগে দেখে নিতে হবে যে সোর্স টির গতি স্বাভাবিক নাকি ধীর গতির। কিছু অ্যাড-অন আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে এবং অনেক সময় কিছু সোর্স থেকে মিডিয়া প্লে করা সম্ভব হয় না। সুতরাং আপনাকে সেই অ্যাড-অন গুলি যোগ করার পর পরীক্ষা করতে হবে এবং অকেজো অ্যাড-অন গুলি অপসারণ করতে হবে।

নেটফ্লিক্স এবং ইউটিউব সিডিএন-এর মাধ্যমে কন্টেন্ট সরবরাহ করে। যার ফলে আপনি বাফারিং ছাড়াই নিম্মমানের ইন্টারনেট সংযোগ ব্যবহার করেও ভিডিও কিংবা শো দেখতে পারেন। Stremior ক্ষেত্রে বিষয় টি এক নয়। যেহেতু Stremio নিজে কন্টেন্ট হোস্ট করে না, সুতরাং আপনি মোবাইল ইন্টারনেট, ধীর গতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগে বাফারিং অনুভব করতে পারেন। মাঝে মধ্যে কিছু সোর্সের ভিডিও রেজ্যুলেশন খুব বেশি না হলেও এর আকার তুলনামুলক খুব বড় হয় যা খুবি যন্ত্রণাদায়ক। যদি আপনার ভালো ইন্টারনেট সংযোগ থাকে, তাহলে আপনি Stremio এর জন্য প্রস্তুত।

পরিশেষ

Stremio একটি দুর্দান্ত অ্যাপ্লিকেশন যা আমাদের বিনামূল্যে চাহিদা অনুযায়ী স্ট্রিমিং করার সুযোগ দিচ্ছে। যারা অনলাইন বিনোদনের খরচ কমাতে চান, তারা Stremio ব্যবহার করতে পারেন। এটি সম্পূর্ণ বিনামূল্যে। ট্রেমিও মোবাইল এবং টিভি সহ মাঞ্জারো, উবুন্টু এবং অন্যান্য নন-লিনাক্স ওএস এর জন্য উপলব্ধ। এটি বর্তমানে লক্ষ লক্ষ ব্যবহারকারী ব্যবহার করছেন। এবং এটি শতভাগ আইনগত এবং নিরাপদ। এটি গুগল প্লে স্টোর এবং এফ-ড্রয়েড এ পাওয়া যাবে। লিনাক্স ডিস্ট্রোর জন্য এখানে দেখুন। সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মুল্যবান সময় দিয়ে পড়ার জন্য।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

Hello World!
Jamil's here. Love to learn and write about new things, especially about tech.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.