https://www.muylinux.com/wp-content/uploads/2016/06/KDE-Frameworks-5.23.0.jpg
Reading Time: 2 minutes

কেডিই প্রজেক্ট সম্প্রতি কেডিই ফ্রেমওয়ার্কস এর হালনাগাদকৃত সংস্করণ KDE Frameworks 5.83 প্রকাশ করেছে। এবারের সংস্করণটিতে বেশ বড় রকমের হালনাগাদ এসেছে। Qt’র জন্যে ৮০টির-ও বেশি ওপেনসোর্স এড-অন লাইব্রেরি যুক্ত হয়েছে ফ্রেমওয়ার্কে। কেডিই অ্যাপ্লিকেশন ও এর অভ্যন্তরীন বিষয়বস্তুর কার্যক্রমের উপযোগিতা বৃদ্ধিতে এই এড-অন লাইব্রেরি ভূমিকা রাখবে।

KDE Frameworks 5.83 হালনাগাদটি মাসিক হালনাগাদ এর অংশ। কেডিই প্লাজমা ও কেডিই অ্যাপ্লিকেশনগুলোকে আরও উন্নত, ব্যবহার বান্ধব করতেই এই হালনাগাদে রয়েছে প্রচুর বাগ সংশোধন ও ফিচারের সংযোজন। ২২০টির-ও বেশি পরিবর্তন এসেছে সর্বশেষ এই হালনাগাদে, তাই প্লাজমা ব্যবহারকারীদের জন্যে এই আপডেটটি একটি সুখকর বার্তা।

উল্লেখযোগ্য কিছু পরিবর্তন হলো হলো –

  • ফ্ল্যাটপ্যাক অ্যাপ্লিকেশনগুলোতে ফোল্ডার নির্বাচন ডায়ালগে এখন থেকে ফোল্ডার সিলেক্ট করা যাবে। এছাড়াও XDG ব্যবহারকৃত অ্যাপ্লিকেশনগুলোতেও একই সুবিধা পাওয়া যাবে এখন থেকে।
  • ডলফিন ফাইল ম্যানেজারে সার্চ করার সময় ক্র্যাশ করার সমস্যাটি ঠিক করা হয়েছে।
  • Breeze ও Oxygen আইকন প্যাকে বেশ কিছু পরিবর্তন এসেছে। KMyMoney এর আইকনের হালনাগাদ হয়েছে এবং নতুন Goodvibes আইকন যুক্ত হয়েছে।
  • প্লাজময়েড এর পেছনে ব্লার ইফেক্ট এর সাপোর্ট যুক্ত হয়েছে।
  • কেডিই অ্যাপ্লিকেশনগুলোর মেন্যু একশনগুলোকে HUD-স্টাইল পপ-আপে একত্র করতে KCommandBar সংযোজিত হয়েছে। সকল KXMLGui ভিত্তিক অ্যাপ্লিকেশনগুলোর জন্যে (যেমন: ডলফিন, কেডিএনলাইভ, ক্রিটা) এই ফিচারটি যুক্ত হয়েছে যার ফলে QActions গুলো দ্রুত সম্পাদন করা যাবে। Ctrl+Alt+I কীবোর্ড শর্টকাট দ্বারা এই ফিচারটি ব্যবহার করা যাবে।
  • ASF (WMA) ফাইল ফরম্যাটের কাভার হালনাগাদের সময়কার মেমোরি লিকের সমস্যার সংশোধন এসেছে।
  • ডলফিন ফাইল ম্যানেজারের ব্রেডক্রাম্ব বার হালনাগাদ করে আরও বেশি ইউজার-ফ্রেন্ডলি করে তোলা হয়েছে। এর ফলে সার্চকৃত ফলাফলগুলো আরও সুবিধাজনকভাবে দেখা যাবে।
  • প্লাজমা ডেস্কটপে ক্যালেন্ডার উইজেট ব্যবহার করে পাঁচটি ইভেন্ট দেখাতে গেলে ক্র্যাশ করতো। এই সমস্যাটি এখন দূর করা হয়েছে।
  • Kate ও KDevelop এর মতন KTextEditor ভিত্তিক অ্যাপ্লিকেশনগুলোর on-the-fly বানান সংশোধনী ফিচারটিতে হালনাগাদ এসেছে।
  • সিস্টেম সেটিংস থেকে ব্রাউজার শনাক্তকরণ ফিচারটি সরিয়ে ফেলা হয়েছে এটি ব্যবহার উপযোগিতা হারিয়ে ফেলায় এমনটি করা হয়েছে।
  • সকল ICC প্রোফাইল সেভ করার জন্যে HEIC প্লাগিন চালু করা হয়েছে।
  • QtQuick ভিত্তিক অ্যাপ্লিকেশনগুলোতে থাকা বাইন্ডিং লুপের সমস্যাটি ঠিক করা হয়েছে। এই সমস্যাটির কারণে পার্ফরমেন্স হ্রাস হয়েছিলো।
  • গ্লোবাল শর্টকাটের সাপোর্ট উন্নত করা হয়েছে। এখন থেকে & ক্যারেক্টারটি ব্যবহার করা যাবে শর্টকাটে।
  • প্লাজমা ওয়েল্যান্ড সেশন এর জন্যে প্লাজমা ওয়েল্যান্ড প্রটোকল এর ডিপেন্ডেন্সি ভার্সন নির্ধারণ করা হয়েছে 1.3.0 কে।
  • IPv6 বন্ধ করার জন্যে NetworkManagerQt অ্যাপলেট এ অপশন যুক্ত করা হয়েছে।
  • টেক্সটকে ওভারফ্লো না করতে দিয়ে ট্যাব বাটনে আইকন ও টেক্সট মাঝে নিয়ে আসা যাবে।

উল্লেখিত পরিবর্তনগুলো ছাড়াও আরও অনেক পরিবর্তন এসেছে এই হালনাগাদে। বিস্তারিত দেখতে কেডিই ফ্রেমওয়ার্কস এর চেন্জলগ ভিজিট করুন। আপনি যদি কেডিই অ্যাপ্লিকেশন কিংবা প্লাজমা ডেস্কটপ ইনভায়রনমেন্ট ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনার অপারেটিং সিস্টেমের রেপোজেটরিতে KDE Frameworks 5.83 এর স্টেবল প্যাকেজ আসার সাথে সাথে সেটি হালনাগাদ করে নিন।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.