best linux laptops
Reading Time: 6 minutes

লিনাক্স অপারেটিং সিস্টেমের সাথে পরিচিত নয় এমন মানুষ পাওয়া মুশকিল। আমাদের মধ্যে অনেকেই কমবেশি ডেস্কটপে এই ওএস ব্যবহার করেছি বা করছি কিন্তু বর্তমান সময়ে আমাদের বেশিরভাগ জিনিস বহনযোগ্য এবং এক্ষেত্রে আমরা ডেস্কটপের বিকল্প হিসেবে ল্যাপটপ ব্যবহার করে থাকি। এবং ল্যাপটপে পূর্বে থেকে লিনাক্স অপারেটিং সিস্টেম পাওয়া খুবই দূর্লভ। আজ আমরা এমনই ৭ টি ল্যাপটপের কথা বলবো যেগুলো লিনাক্স ল্যাপটপের মধ্যে সেরা।

লিনাক্স ল্যাপটপে আমাদের কি কি দেখে নেয়া উচিত?

লিনাক্স ল্যাপটপ গুলো অন্যান্য উইন্ডোজ কিংবা ম্যাকওএস এর মত অতটা ব্যবহৃত না হলেও ধীরে ধীরে তারা মূলধারায় পরিণত হচ্ছে। আপনি যদি একটি লিনাক্স চালিত ল্যাপটপ কিনতে চান, তবে আপনার নিম্নলিখিত বিষয়গুলো খেয়ালে রাখা উচিত:

  • পুর্বে থেকেই লিনাক্স ইনস্টল করা আছে কিনাঃ বর্তমান বাজারে বেশিরভাগ ল্যাপটপ গুলো তে উইন্ডোজ ইনস্টল করা থাকে। ম্যাকবুক গুলো তে ইনস্টল করা থাকে ম্যাক ওএস। অর্থাৎ বাদ পরে যায় লিনাক্স। ঠিক এই একই কারণে লিনাক্স চালিত ল্যাপ্টপ গুলো খুজে নিতে বেশ সুবিধা হয়। আপনি যদি একটি উইন্ডোজ ল্যাপটপ কিনে তাতে লিনাক্স ইনস্টল করতে স্বাচ্ছন্দ্যবোধ না করেন তবে আপনার লিনাক্স আগে থেকে ইনস্টল আছে এমন ল্যাপটপ কেনাই শ্রেয়।
  • ক্রোম বনাম অন্যান্য লিনাক্স ওএসঃ ক্রোম ওএস লিনাক্সের উপর ভিত্তি করে তৈরি, তাই সমস্ত আধুনিক ক্রোমবুক লিনাক্স অ্যাপ্লিকেশন গুলো চালাতে সক্ষ, কিন্তু তবুও এটি লিনাক্স কম্পিউটার থেকে আলাদা। আপনি যদি শুধু লিনাক্স অ্যাপলিকেশন গুলো চালাতে চান এবং তেমন একটা টাকা খরচ করতে চান না তবে আপনার ক্রোমবুক কেনা উচিত। এটি আপনার জন্য সাশ্রয়ী একটি পন্থা হবে।
  • ল্যাপটপের স্পেসিফিকেশনঃ ল্যাপটপ ক্রয় করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ম যে বিষয়টি লক্ষ্য রাখতে হয় তা হচ্ছে এর হার্ডওয়্যার। কেননা হার্ডওয়্যার সঠিক না থাকলে আপনি যেই অপারেটিং সিস্তেমই ব্যবহার করেন না কেনো, আপনি আপনার প্রয়োজন মেটাতে পারবেন না। এক্ষেত্রেও ঠিক একই। লিনাক্স অপারেটইং সিস্টেম সিলেক্ট করার পর আপনার যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে এর হার্ডওয়্যার। আপনার কতটুকু স্টোরেজ লাগবে, র‍্যাম কত টুকু, ভবিষ্যতে আপগ্রেড করা যাবে কিনা, আপনি কি কাজে ল্যাপটপ টি ব্যবহার করবেন ইত্যাদি নিশ্চিত করে তারপর আপনাকে খুজতে হবে আপনার জন্য কোন ল্যাপটপ টি শ্রেয়।

৭ টি সেরা ল্যাপটপ

Dell XPS 13 Developer Edition

Dell XPS 13 Developer Edition linux

এটি খুব হালকা একটি ল্যাপটপ এবং দেখতেও বেশ মসৃণ। হার্ডওয়্যার এরে দিক থেকেও এটি দুর্দান্ত। যদিও ডেল এর এই ল্যাপটপ টির একটি উইন্ডোজ ভার্সন ও রয়েছে, তবে আমরা যেটির কথা বলছি সেটি লিনাক্সের উবুন্টু 20.04 দ্বারা চালিত। আপনি যদি দৈনন্দিন ব্যবহারের জন্য খুব ভালো একটি ল্যাপটপ খুজে থাকেন, তবে এল এর এই মডেল্টি আপনার জন্য বেশ ভালো হবে বলে আমি মনে করি।

এতে রয়েছে Intel Core i5-1135G7 11th generation প্রসেসর, 256 জিবি M.2 NVME, এবং 8 জিবি 4267MHz LPDDR4x র‍্যাম। গ্রাফিক্স হিসেবে ব্যাবহার হয়েছে Intel Iris Xe Graphics। এতে যদি আপনার যথেষ্ট মনে না হয় তবে আপনি এর Core i7 ভার্সনটি নিতে পারবেন, সাথে অ্যাড করতে পারেন আরো 8 জিবি র‍্যাম এবং স্টোরেজ। সাথে কাস্টমাইজ করতে পারবেন আপনার ডিসপ্লে ও। তবে অবশ্যই তা বেশ ব্যয়বহুল হবে।

System76 Oryx Pro

আপনি যদি সব রকমের কাজ করতে চান তবে System76 Oryx Pro আপনার জন্যই। এটি অত্যন্ত কাস্টমাইজ্যাবল এবং আপনি আপনার সব প্রয়োজন মিটিয়ে নিতে পারবেন এই ল্যাপটপের মাধ্যমে। এই ল্যাপটপটিতে System76 ওপেন ফার্মওয়্যার থাকায় এটি খুব দ্রুত চালু হয়।

অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে এখানে আপনি লিনাক্সের Pop!_OS 20.10, Pop!_OS 20.04 LTS অথবা Ubuntu 20.04 LTS এই তিনটি ভার্সনের মধ্যে বাছাই করে নিতে পারবেন। এখানে আপনি 64 জিবি পর্যন্ত ম্যামোরি ভার্সন চয়ন করতে পারবেন। চাইলে আরো কম ম্যামরির র‍্যাম বিশিষ্ট ভার্সন টিও নিতে পারবেন এতে করে ল্যাপটপের দামও কিছুটা কমবে। আপনি আপনার প্রয়োজন মতো স্টোরেজ অপশন বাছাই করে নিতে পারবেন তবে সবগুলোই M.2 NVME সলিড স্টেট ড্রাইভ।

আপনি আপনার গ্রাফিক্স কার্ডটিও বাছাই করে নিতে পারবেন। RTX 3060, RTX 3070 এবং RTX 3080 এই তিনটি অপশন থাকছে গ্রাফিক্সের জন্য। Oryx Pro একটি হাইব্রিড গ্রাফিক্স ল্যাপটপ। অর্থাৎ এটি প্রয়োজন মতো Intel অথবা NVIDIA গ্রাফিক্সে পরিবর্তিত হতে পারে। এটি নির্ভর করবে আপনার কাজের ধরনের উপর।

ASUS Chromebook Flip C434

আপনি যদি শুধু মাত্র লিনাক্স অ্যাপ গুলোর অভিজ্ঞ্যতা নিতে চান, যদি বেশি একটা খরচ না করে লিনাক্স ল্যাপটপ আপনার প্রাধান্য হয়ে থাকে তবে আপনার জন্য Chromebook হবে এক আদর্শ ল্যাপটপ। এবং Chromebook এর এই মডেলটিতে রয়েছে অসংখ্য ফিচার এবং এর অভ্যন্তরীণ হার্ডওয়্যার ও আপনাকে ব্যর্থ করবে না। তবে মনে রাখবেন, Chromebook এর ক্রোম ওএস এবং লিনাক্স এর মধ্যে বেশ তফাৎ রয়েছে।

অপারেটিং সিস্টেমহিসেবে এখানে রয়েছে Chrome OS যা কিনা লিনাক্স এর উপর ভিত্তি তৈরি। এটি ৩ টি প্রসেসরের মডেলের সাথে আসে। Intel Core m3-8100Y Processor 1.1 GHz, Intel Core i5-8200Y Processor 1.3 GHz, Intel Core i7-8500Y Processor 1.5 GHz এই তিনটি অপশন থাকছে প্রসেসর এর ক্ষেত্রে। গ্রাফিক্স হিসেবে এতে রয়েছে Intel HD Graphics 615। 4 জিবি র‍্যাম এবং 64, 128 বা 256 জিবি eMMC স্টোরেজ সহ এই ল্যাপটপ টি বাজেট লিনাক্স ল্যাপটপ গুলোর মধ্যে সেরা। এই Chromebook এর একটি দুর্দান্ত ফিচার হলো এর 360 ডিগ্রি হিঞ্জ যার কারণে আপনি এটিকে ল্যাপটপ বা ট্যাবলেট হিসাবে ব্যবহার করতে পারবেন। এর 14″ এর ডিসপ্লে টি টাচ সাপোর্ট করে। এবং এ ল্যাপটপটি ও বেশ হালকা প্রকৃতির।

Juno Neptune 15-inch

বিজ্ঞাপন (কেন?)

একটা সময় ছিলো যখন গেমিং এর কথা চিন্তা করলে মানুষ যে বিষয়টাকে সবচেয়ে এড়িয়ে চলতো টা হচ্ছে লিনাক্স ওএস। তবে দিন বদলে গেছে এবং সময় পাল্টে গেছে। এখন প্রায় সব লিনাক্স ওএস এই Steam অ্যাপ্লিকেশন এর মাধ্যমে অনেক রকমের গেম খেলা সম্ভব। এমনই এক চিন্তা ধরার বহিঃপ্রকাশ হচ্ছে Juno Neptune 15-inch এই ল্যাপটপ টি। যারা লিনাক্স অপারেটিং সিস্টেমে গেমিং করতে চান তাদের জন্য এটি একটি আদর্শ অপশন।

শুরুতেই বলে রাখা ভালো এটি একটি ব্যয়বহুল ল্যাপটপ। এতে রয়েছে Intel Core i7-10875H প্রসেসর, 3200 MHz এর 16 জিবি র‍্যাম এবং 512 জিবি M.2 NVME SSD। তবে আপনি চাইলে আপনার পছন্দ ও প্রয়োজন মতো পরিবর্তন করে নিতে পারেন। র‍্যাম এর জন্য রয়েছে সর্বোচ্চ 64 জিবির অপশন। এবং স্টোরেজ এর জন্য রয়েছে 2+2 মোট 4 টেরাবাইটের অপশন। গ্রাফিক্স হিসেবে এতে ব্যাবহার করা হয়েছে RTX 2060, চাইলে আপনি RTX পরিবর্তন করে RTX 2070 নিতে পারবেন। এবং এর সবকিছু চালনা করছে Ubuntu 20.04 ওএস।

System76 Lemur Pro

System76 এর আরেকটি অন্যতম ল্যাপটপ হচ্ছে System76 Lemur Pro। কিন্তু দামের দিক দিয়ে চিন্তা করলে এর দাম System76 Oryx Pro এর তুলনায় বেশ কম। কাজের জন্য এটি একটি আদর্শ ল্যাপটপ।

স্পেসিিকেশনের দিক দিয়ে কোনো কমতি থাকছে না এই ল্যাপটপ টিতে। 11th generation এর Core i5 ও Core i7 এর অপশন আছে এই ল্যাপটপটির জন্য। আপনার প্রয়োজন মতো র‍্যাম এবং স্টোরেজ বাছাই করে নিতে পারবেন। এই ল্যাপটপ টিতেও careboot সুবিধাটি রয়েছে যার কারণে এটি অত্যন্ত দ্রুত বুট করতে পারে। লিনাক্স ওএস এর ক্ষেত্রে আপনি Pop!_OS 20.10, Pop!_OS 20.04 LTS, অথবা Ubuntu 20.04 LTS এই তিনটি একটি বাছাই করে নিতে পারবেন। ল্যাপটপ টি 180 ডিগ্রি ঘুরানো যায়। ল্যাপটপটি অসম্ভব হালকা হওয়াতে এটি বহন করাও বেশ সহজ যা একে অফিসের কাজে ব্যবহার উপযোগী করে তুলেছে।

Lenovo ThinkPad X1 Carbon (8th Gen)

আপনি যদি কাজের উদ্দেশ্যে ল্যাপটপ খুজে থাকেন এবং System76 Lemur Pro তে সন্তুষ্ট না হন বা আপনি যদি Lenovo সিরিজের ফ্যান হয়ে থাকেন তাহলে Lenovo ThinkPad X1 Carbon (8th generation) আপনার জন্য একটি আদর্শ চয়েজ। এই মডেলটি অনেকে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাথে ব্যবহার করেন। তবে আপনি চাইলে লিনাক্স অপারেটিং সিস্টেমের সাথে কাস্টম অর্ডার করতে পারেন।

Lenovo র এই মডেলটি এমনিতেও উইন্ডোজ অপরেটিং সিস্টেমের সাথে বেশ ভালো পারফর্ম করে। তবুও লিনাক্স এতে প্রাইভেসি ও সুরক্ষা আরো বাড়িয়ে দেয়। ল্যাপটপটির লিনাক্স ওএস এর বেস মডেলটি Core i5 10th generation প্রসেসর এবং 8 জিবি র‍্যাম এর সাথে পাওয়া যায়। তবে চাইলেই আপনি Core i7 এবং 16 জিবি পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। স্টোরেজ হিসেবে থাকছে 256 জিবি NVME SSD। স্টোরেজ কাস্টোমাইজ করা যাবে 1 টেরাবাইট পর্যন্ত। অর্ডার করতে সময় আপনাকে Build Your Own ট্যাব থেকে Build with linux অপশন টি বাছাই করে নিতে হবে। লিনাক্স এর Ubuntu 20.04 এবং Fedora 32 workstation এর সাথে পাওয়া যাবে এই ল্যাপটপ টি।

Purism Librem 14

আপনি যদি প্রাইভেসি নিয়ে খুব বেশি চিন্তিত হন এবং লিনাক্সের ব্যবহারের চিন্তা থাকে তবে আপনার জন্য আমাদের পরামর্শ থাকবে Purism Librem 14 ল্যাপটপ টির। ল্যাপটপ টি GNU/Linux PureOS দ্বারা পরিচালিত এবং এতে PureBoot এবং Librem কী থাকায় এটি সফটওয়্যার ও হার্ডওয়্যার এর টেম্পারিং হলে তা বুঝতে পারে। এছাড়াও এতে Careboot এবং SeaBIOS ফার্মওয়্যার থাকায় খুব দ্রুত বুট করতে পারে ল্যাপটপ টি। আপনি যদি ভয়ে পান আপনার ক্যামেরা বা মাইক্রোফোন বিনা অনুমতিতে কোনো ওয়েবসাইট বা অ্যাপ অ্যাকসেস করছে কিনা বা গোপনীয়তা নিয়ে ভয়ে থাকেন তবে Purism-এর এই ল্যাপটপ টি আপনার জন্য। এতে রয়েছে হার্ডওয়্যার কিল সুইচ। যদি এটি সন্দেহজনক কিছু খুঁজে পায় তবে সাথে সাথে হার্ডওয়্যার এর সাথে থাকা সকল সংযোগ বন্ধ করে দেবে ল্যাপটপ টি।

প্রাইভেসি ছাড়াও স্পেসিফিকেশনের দিক দিয়ে পিছিয়ে নেই ল্যাপটপ টি। এতে ব্যবহার করা হয়েছে Core i7 এর কমেট লেক সিরিজের 10710U প্রসেসর টি। পূর্বে আলোচিত অন্যান্য ল্যাপটপ গুলোর মতো এতেও রয়েছে র‍্যাম ও স্টোরেজ কাস্টোমাইজ করার সুবিধা। সর্বনিম্ন 8 জিবি র‍্যাম এবং 256 জিবি SATA স্টোরেজ থাকছে ল্যাপটপ টিতে। NVME স্টোরেজ শুরু হয় 500 জিবি থেকে। চাইলে আপনি আপনার মন মতো বাছাই করে নিতে পারবেন। আপনার কিরকম স্পেসিফিকেশন প্রয়োজন এটা সবসময়ই আপনার উপর নির্ভর করবে।

পরিশেষ

দেখতে দেখতে আমরা পোস্টটির শেষ অংশে চলে আসলাম। আশা করছি আমরা আপনাদেরকে আপনাদের প্রয়োজন অনুযায়ী লিনাক্স অপারেটিং সিস্টেম চালিত কিছু ল্যাপটপের ধারণা দিতে পেরেছি। শুধুমাত্র ক্রোমবুক বাদে প্রায় সবগুলো ল্যাপটপই লিনাক্স অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত। সবগুলো ল্যাপটপই তাদের নিজস্ব সেক্টরে সেরা হিসেবে ধরা যায়। এখন আপনি কোনটি কিনবেন সেটি নির্ভর করবে সম্পূর্ণ আপনার ব্যবহারের উপর। আজ এ পর্যন্তই। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

Hello World!
Jamil's here. Love to learn and write about new things, especially about tech.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.