steam-deck
Reading Time: 7 minutes

হ্যান্ডহেল্ড দুনিয়ায় দ্রুত খ্যাতি অর্জন করা স্টিম ডেক ইতোমধ্যে প্রি-অর্ডার নেয়া শুরু করেছে এবং অনেকেই আশা করছেন দ্রুতই হ্যান্ডহেল্ডটি হাতে পাবেন। ইতোমধ্যে স্টিম ডেকের প্রাথমিক তথ্য আমাদের পোস্টে আলোচনা করেছি, যা আপনি এখানে পড়তে পারবেন। আমরা তৎক্ষণাৎ পাওয়া সকল তথ্য উক্ত পোস্টে উল্লেখ করেছি ঠিকই কিন্তু অনেক পাঠকের কাছে বেশকিছু প্রশ্ন রয়ে গেছে যা আজকে লেখায় আলোচনা করা হবে।

ভালভ বিগত সময়ে তাদের আলফা স্টেজ হার্ডওয়্যার কনটেন্ট নির্মাতাদের জন্যে হাতে হাতে সরাসরি পরিক্ষা করার জন্যে সুযোগ দিয়েছিল। লিনাস টেক টিপস, অ্যাডাম স্যাভেজ টেস্টেড সহ অনেকে স্টিম ডেক সরাসরি পরীক্ষা করার সুযোগ পেয়েছে। তাদের অভিজ্ঞতার মাধ্যমে আমরা স্টিম ডেকের বাস্তবতা সম্পর্কে জানতে পেরেছি। তাছাড়াও আইজিএন এর এক্সক্লুসিভ কিছু ইন্টারভিউ এবং ডেভেলপারদের সাথে পডকাস্টের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পেরেছি। সেসব তথ্যের আলোকে আমরা উত্তর দেবো অনুসন্ধানিদের দশটি প্রশ্নের।

স্টিম ডেক গেমপ্লে পারফরমেন্স কেমন?

আমরা ইতোমধ্যে স্টিম ডেকের হার্ডওয়্যার স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করেছি আমরা জানি এতে রয়েছে এএমডি এপিইউ যা এএমডি জেন২ সিপিইউ এবং আরডিএনএ২ জিপিইউ এর সংমিশ্রণ। এটি একটি কাস্টম চিপ এবং এর মডেল বা নাম আমরা জানতে পারিনি। এটি মোটেও ফেলনা কোন চিপ নয়, বরং এই ফর্ম ফ্যাক্টরেও এটি বিশাল ক্ষমতা ধারন করে। কিন্তু এর বাস্তব গেমপ্লে এর পারফরমেন্স কিরকম সেটা আমরা এতদিন জানতে পারিনি। বিগত সময়ে ভালভের হ্যান্ডস-অন রিভিউ প্রোগ্রামের দরুন সে প্রশ্নের উত্তর আমরা পেয়েছি।

রিভিউতে আমরা ডুম, হেডেস, উইচার ৩, পোরটাল ২ এবং আরো অনেক গেম খেলতে দেখেছি যার মাধ্যমে আমরা পারফরমেন্স সম্পর্কে একটি ভাল রকম ধারনা পেয়েছি। রিভিউতে দেখা গেছে ডুম ইটারনাল হাই সেটিংস এ ৫০ এফপিএস এর উপরে যেতে পারে। তাছাড়া স্টিম ডেকের নেটিভ রেজুলেশন সেট করার মাধ্যমে ৬০ এফপিএস এবং আরো বেশি পাওয়া যায়। তাছাড়া ডকমোডে ১০৮০ পি রেজুলেশনে ৬০ এফপিএস এবং ৪কে রেজুলেশনে ৩০+ এফপিএস পাওয়া যায়। যদিও ডকমোডে পারফরমেন্সের ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবুও অনেক ডকমোডের ব্যাপারে মোটামুটি আশা রাখছেন।

ডকমোড পারফরমেন্স কেমন হবে?

হ্যান্ডহেল্ড মোডে যদিও অনেক ভাল পারফরমেন্স দেখিয়েছে স্টিম ডেক। অনেকের মনে প্রশ্ন জেগেছে ডেস্কটপ মোডে কিরকম পারফর্ম করবে এটি। উপরে আমরা উল্লেখ করেছি যে ১০৮০ পি রেজুলেশনে ৬০ এফপিএস বা এরও বেশি তুলতে পারে স্টিম ডেক এবং ৪কে রেজুলেশনে ৩০+ এফপিএস তুলতে পারে। কিন্তু গেম থেকে গেমে পারফরমেন্সের কমবেশ হবে এটি আমরা সবাই জানি। জিটিএ৫, উইচার৩, পোরটাল২ এর মত গেমগুলি নির্দ্বিধায় হাই কোয়ালিটি সেটিংসে চলতে পারবে। আবার রেডডেড রিডামশন, ফোরজা হরাইজন৪, নতুন ফাইনাল ফ্যান্টাসির মত গেমগুলি হাই কোয়ালিটি সেটিংসে খেলতে গেলে কিছুটা ফ্রেম ড্রপ লক্ষ্য করা যাবে।

বর্তমান বাজারে হ্যান্ডহেল্ড পিসিগুলির তুলনায় এটি কেমন হবে?

বর্তমান বাজারে স্টিম ডেকের প্রতিযোগী, বিশেষত এই দামের মধ্যে আর কোনটি নেই। এর তুলনামূলক কাছাকাছি ক্ষমতার হ্যান্ডহেল্ড পিসিগুলিও বেশ দামী। খুবই বিগত সময়ে আয়া নিও প্রো এর দাম প্রকাশিত হয়েছে যা ১৩০০ ইউএস ডলারের কাছাকাছি। তুলনামুলক কম দাম হলেও স্টিম ডেকের পারফরমেন্স প্রতিযোগীদের চাইতে বেশি। তাছাড়া স্টিম ডেকে বেশ কিছু চমকপ্রদ হার্ডওয়্যার ফিচার রয়েছে যা অন্যান্য ডিভাইসে নেই। যেমনঃ ৬ এক্সিস জাইরোস্কোপ, উত্তম কন্ট্রোলার লে আউট, উন্নত ট্যাকটাইল বাটনসমূহ, হাই প্রিসিশন টাচপ্যাড, উন্নত মাইক, এক্সট্রা কাস্টমাইজেবল বাটনসহ অনেক কিছু।

ভালভ, স্টিম ডেকের রিসার্চ এবং ডেভেলপমেন্টে বেশ অর্থ এবং লোকবল বিনিয়োগ করেছে। যা অনেকটা উচ্চ স্থানে থাকা ম্যানুফ্যাকচারারদের মান সম্পন্নতা তাদের নিজস্ব প্রোডাক্টে স্থাপন করতে সাহায্য করেছে। নিনটেন্ডো বাদে হ্যান্ডহেল্ড বাজারে তেমন কোন বড় কোম্পানি নেই যাদের এই পরিমানে বিনিয়োগের সক্ষমতা রয়েছে। তাই বলা যায় বর্তমান বাজারে স্টিম ডেকের সমতুল্য বিকল্প নেই।

এর অপারেটিং সিস্টেম কি?

স্টিম ডেক স্টিমওএস ৩.০ দ্বারা চালিত। আমরা স্টিমওএস সম্পর্কে অনেকেই জানি কিন্তু স্টিম ডেকে ব্যবহৃত স্টিমওএস ডেস্কটপ স্টিমওএস থেকে আলাদা। ডেস্কটপ স্টিমওএস এ ভিত্তি ব্যবহার করা হয়েছে ডেভিয়ানের এবং স্টিমওএস৩ আর্চ লিনাক্স ভিত্তিক এবং কাস্টম প্রোটন বিল্ড সম্বলিত। ডেবিয়ানের বদলে আর্চ ব্যবহার করার কারন খুবই স্পষ্ট। আমরা জানি ডেবিয়ান একটি স্থীর ডিস্ট্রিবিউশন যা ৫ বছর পর্যন্ত সমর্থন পায়। এর মাঝে কোন ধরনের ফিচার আপডেট ডেবিয়ানে পাওয়া সম্ভব নয়। অর্থাৎ স্বভাবতই ডেবিয়ানের ভিত্তি ব্যবহার করে গেমিং এর মত কার্যসিদ্ধি বেশ কঠিন।

এর পরিবর্তে আর্চ লিনাক্স আপ টু ডেট ভিত্তি প্রদান করে যা গেমিং এর জন্যে উত্তম। নতুন কার্নেল সাপোর্ট, আপ টু ডেট সফটওয়্যার, নতুন সব ড্রাইভার, বিশাল প্যাকেজ সমর্থন এবং তার উপর সিস্টেম ইচ্ছামাফিক মডিফাই করার সুযোগ আর্চের সবচাইতে বড় কিছু সুবিধা। এটি ডেভেলপারদের জন্যে সবচাইতে উত্তম একটি অপশন যা ব্যবহারকারীকেও বিশেষভাবে উপকৃত করে। তাই স্টিমওএস৩ আপ টু ডেট এবং আরো অনেক সুবিধা বহন করে।

স্টিম ডেকের কন্ট্রোলার লে-আউট এমন অদ্ভুত কেন?

ঘোষনার পর থেকে অনেকেই প্রশ্ন তুলেছেন যে স্টিম ডেকের কন্ট্রোলার লে আউট এমন অদ্ভুত কেন। আপাতদৃষ্টিতে মনে হয়েছে যে স্টিম ডেকের লে আউট কিছুটা অন্যান্য কন্সোলের কন্ট্রোলার লে আউটের চেয়ে আলাদা। প্রথমত, ডিপ্যাড এবং কন্ট্রোল বাটনগুলি জয়স্টিকের পাশাপাশি বসানো হয়েছে। স্বাভাবিকভাবে আমরা জয়স্টিক উপরে বা নিচে থাকতে দেখেছি আর দ্বিতীয়ত, বাটনগুলি অনেকটা কাছাকাছি বসানো হয়েছে। তাই অনেকের দেখে মনে হয়েছে যে লে আউটটি হয়তো অস্বস্তিকর হতে পারে। কিন্তু বিগত সময়ে সরাসরি রিভিউ এর সময়ে অনেকেই নিজ হাতে স্টিম ডেক পরিক্ষা করার সুযোগ পেয়েছেন এবং তাদের প্রতিক্রিয়া অনেকটা ভালো ছিল।

সরাসরি হাতে নিলে স্টিম ডেকের কন্ট্রোলার প্রাকৃতিক মনে হয়। গেমাররা এতে সহজে খেলতে পারবেন কোন অস্বস্তি ছাড়াই। রিভিউয়াররা তাইই মনে করেন। উপর থেকে নিচ লে আউট হতে পাশাপাশি জয় স্টিক এবং একশন বাটনে আঙ্গুল চালানো বেশি সহজ। তাছাড়া দুপাশের টাচ প্যাড থাকার ফলে বিকল্পভাবে নিয়ন্ত্রনের সুবিধা থাকছে। মোট কথা, সরাসরি স্টিম ডেকের কন্ট্রোলার লে আউট বেশ একটা অদ্ভুত মনে হয় না।

বিজ্ঞাপন (কেন?)

ব্যাটারির ক্ষমতা কতটুকু?

স্টিম ডেকে ৪০ ওয়াট আওয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে, এটুকু ছাড়া স্টিম আর কোন বাড়তি তথ্য প্রকাশ করেনি। কিন্তু, আমরা নিজেরা হিসাব করলে ব্যাটারি আট হাজার মিলিএম্প (৫ ভোল্ট) হতে দশ হাজার পাঁচশত মিলিএম্প এর উপরে (৩.৬ – ৩.৮ ভোল্ট) হতে পারে। অর্থাৎ সাধারন সেটিংস এ সর্বোচ্চ পাচ ঘন্টা ব্যাকাপ দিতে পারে। সবচেয়ে কঠিন ব্যাপারে দুই ঘন্টা পর্যন্ত ব্যাকাপ পেতে পারেন এই ব্যাটারির মাধ্যমে। এটি মোটেও সেরা ক্ষমতাযুক্ত ব্যাটারি নয়, কিন্তু বাজারে কোন হ্যান্ডহেল্ড পিসি তেমন ব্যাকাপ দেয় না।

মূলত, অভ্যন্তরীন স্থানে চাপ কমানো এবং মোট আকার ছোট রাখার জন্যে ব্যাটারি এতটুকু রাখা হয়েছে। বেশি বড় ব্যাটারি অতিরিক্ত স্থান নেয়। তবুও আরেকটু বড় ব্যাটারি হলে বেশ ভাল হতো। তবে, এর ফাস্ট চার্জিং সুবিধার ফলে ব্যাটারি দ্রুত চার্জ করা সম্ভব। আবার চার্জে রেখে স্টিম ডেকে গেম খেলায় কোন ক্ষতি নেই।

এটি কি ওজনে ভারী?

স্টিম ডেকের ওজন সর্বমোট প্রায় ৬৬৯ গ্রাম। যদি নিনটেন্ডো সুইচ এর সাথে ওজনের তুলনা করা যায় তাহলে স্টিম ডেকের ওজন দ্বিগুণের ও বেশি। ওজনের দিক দিয়ে এটি আয়া নিও হতেও ২০ গ্রাম বেশি। যদিও কাগজে এর ওজন বেশ ভারী, কিন্তু যারা সরাসরি পরীক্ষা করেছেন তারা অনেকেই এর ওজনের ব্যাপারে ভাল মন্তব্য করেছেন। অনেকেই মনে করেন এর ওজন সহ্য ক্ষমতার বাইরে নয়। কিন্তু বাচ্চারা এটিকে ভারী মনে করতে পারেন। কারন অনেকেই হাল্কা কন্সল এবং কন্ট্রোলার হাতে নিয়ে অভ্যস্থ। আবার অপরদিকে যথাযথ ভাল গ্রিপ এবং লে আউট ডিজাইন থাকায় এটি ধরতে বেশ স্বস্তি অনুভূত হয়।

এটির ইউজার ইন্টারফেস কি রকম?

স্টিম ডেক এর অপারেটিং সিস্টেম নিয়ে আমরা ইতোমধ্যে আলোচনা করেছি। এটি সাধারন ডেস্কটপ অপারেটিং সিস্টেম যাতে স্টিম এর প্রয়োজনীয় সফটওয়্যার এবং ড্রাইভার ব্যবহার করা হয়েছে। কিন্তু স্টিম ৩.০ তে ভালভ কিছু পরিবর্তন এনেছে শুধুমাত্র স্টিম ডেকের জন্যে। এর সবচাইতে বড় অংশ লক্ষ্য করা যায় হ্যান্ডহেল্ড মোডে। নতুন করে ডিজাইন করা এই মোডে যোগ করা হয়েছে অনেক সুবিধা যেগুলি ছোট স্ক্রিনের জন্যে গুরুত্বপূর্ণ। এমনকি ভালভ বিগ পিকচার মোড একেবারে বাদ দিয়ে নতুন এই ইউআই সকল স্টিম ক্লায়েন্টের জন্য উন্মুক্ত করে দিতে চাইছে।

নতুন এই পরিবর্তনের মাধ্যমে স্টিম ডেক ব্যবহারকারীরা স্বস্তিদায়ক অভিজ্ঞতা পাবেন। এতে গেমগুলি গ্রীড লে আউটে দেখাবে পাশাপাশি স্ক্রল করা যাবে। পুরো ইন্টারফেসটি কন্ট্রোলার বান্ধব করে তৈরি করা হয়েছে। যাতে কন্ট্রোলারের মাধ্যমে দ্রুত সবগুলি অপশন হাতে পাওয়া যায়। এর ডিজাইন ল্যাংগুয়েজেও বেশ পরিবর্তন এসেছে যেমনঃ ফ্ল্যাট ডিজাইন এবং কম গ্রাডিয়েন্টের ব্যবহার। স্টিম ডেক ইউআই এর ব্যাকগ্রাউন্ড হতে দৃষ্টিকটূ কালার এবং ইফেক্ট সরানো হয়েছে। আশা করা যায় একই ডিজাইন আমরা দ্রুত সকল ক্লায়েন্টে দেখতে পাবো।

এটির স্টোরেজ কি যথেষ্ট?

স্টিম ডেকের সকল আলোচনা সমালোচনার মধ্যে এই প্রশ্নটি বারবার এসেছে। আদৌ কি স্টিম ডেকের স্টোরেজ অপশনগুলি যথেষ্ট কিনা। অনেক রিভিউয়ারদের দাবী ব্যবহারকারীরা স্টোরেজ নিয়ে ভুগতে পারেন কারন স্টিম ডেকের বেস মডেলটি মাত্র ৬৪ জিবি স্টোরেজ ধারন করে। তাও আবার ইএমএমসি স্টোরেজ। আপনি যদি এর চাইতে বেশি স্টোরেজ চান তাহলে আপনাকে খরচ করতে হবে ৫২৯ ইউএস ডলার (২৫৬ জিবি এসএসডি), অথবা ৬৪৯ ইউএস ডলার (৫১২ জিবি এসএসডি)। বেস মডেল হতে যা অনেক বেশি দামি। তবে এই দুটি মডেলে অনেক দ্রুত গতির এসএসডি ব্যবহার করা হয়েছে।

তবে বিগত সময়ে ভালভ নিশ্চিত করেছে যে ব্যবহারকারীরা চাইলেই স্টিম ডেকে থাকা m.2 এসএসডিটি বদলাতে পারবেন। এমনকি ৬৪ জিবি ভার্সনটিতেও m.2 স্লট রয়েছে। যদিও এটি নিশ্চিত নয় যে স্টিম ডেক এ এসএসডি বসানো কতটুকু সহজ। তাছাড়া স্টিম ডেকের সকল মডেলে এসডি কার্ড ব্যবহার করার সুযোগ রয়েছে। একটি ৫১২ জিবি এসডি কার্ড এর দাম ৬০ ইউএস ডলার থেকে শুরু করে ২০০ ইউএস ডলার পর্যন্তও হতে পারে। বর্তমানে এসডি কার্ড অত্যন্ত দ্রুত হয়ে থাকে তাই গেম লোডিং নিয়ে দুশ্চিন্তা করার কোন প্রয়োজন নেই।

স্টিম ডেক কি দক্ষিন এশিয়ায় পাওয়া যাবে?

ভালভ প্রাথমিকভাবে শুধুমাত্র ইউএস এবং ইউরোপে স্টিম ডেক বিক্রয়ের চিন্তা করছে। যদিও তারা বলেছে যে বিশ্বব্যাপী স্টিম ডেক অর্ডার করা সম্ভব হবে কিন্তু এ ব্যাপারে সুনির্দিষ্ট কোন তথ্য জানা যায়নি। বর্তমানে ইউএস অথবা ইউরোপ হতে প্রি-অর্ডার নেয়া শুরু হয়েছে। ডিসেম্বর হতে এই দুটি বাজারে প্রি-অর্ডারের সেলস চালু হবে। সবকিছু ঠিকঠাক থাকলেও ২০২২ এর আগে স্টিম ডেক কার হাতে পৌছাবে না। অর্থাৎ, ২০২২ এর মাঝামাঝি থেকে শুরু করে শেষ প্রান্তে এসে স্টিম ডেক বাজারে নিয়মিত হওয়া শুরু করবে। বিশ্ববাজারে একই সময়ে আসতে পারে এটি। তবে মূল্য কতটুকু বাড়বে বা কমবে তা শুধুমাত্র সময়েই বলা যাবে।

পরিশেষ

স্টিম ডেক বর্তমান সময়ে একটি ট্রেন্ডিং টপিক। এই প্রথম নিনটেন্ডো বাদে কোন মেইনস্ট্রিম কোম্পানী তাদের হ্যান্ডহেল্ড পিসি বাজারে ছাড়তে যাচ্ছে। এরকম ডিভাই একেবারেই নতুন নয়, বিশেষত যেখানে বেশকিছু অচেনা কোম্পানী বাজারে বিভীন্ন হ্যান্ডহেল্ড পিসি ইতিমধ্যে নিয়ে এসেছে। কিন্তু ভালভের এইবারের বুদ্ধি বেশ চমকপ্রদ। কারন তারা ব্যবহার করছে কিছু চমৎকার হার্ডওয়্যার এবং এবং ডিজাইন। স্টিম ডেক অত্যন্ত শক্তিশালী একটি ছোট আকারের পিসি যাতে প্রায় শতভাব স্টিম লাইব্রেরী গেমগুলি খেলা যায়। এর কনট্রোলার লে-আউট অত্যন্ত সুন্দরভাবে গঠিত এবং এটি দেখতে বেশ আলাদা এবং সুন্দর। বিগত সময়ে বহু রিভিউয়াররা সুযোগ পেয়েছেন নিজ হাতে এটি পরীক্ষা করে দেখার জন্যে। এবং এর মাধ্যমে আমরা অনেক কিছুই জানতে পেয়েছি যা পূর্বে অজানা ছিলো।

আমরা স্টিম ডেকের অদ্যপান্ত এখনো নিশ্চিত করে জানতে পারিনি, কারন বর্তমানে ডিভাইসটি আলফা স্টেজে রয়েছে এবং তা যে কোন সময় পরিবর্তন হতে পারে। কিন্তু, বর্তমানে উপস্থিত সকল তথ্য এবং ইন্টারভিউ এর ভিত্তিতে আমরা যা জেনেছি, তার ভিত্তিতে আমাদের গ্রুপে এবং অন্যান্য ফোরামে পাঠকদের সবচেয়ে আলোচিত প্রশ্নগুলির উত্তর দেয়ার চেষ্টা করেছি। আবারও বলছি প্রত্যেকটি বিষয় ভালভ যে কোন সময় বদলাতে পারে এবং আমরা চেষ্টা করব সেসমস্ত তথ্য অনুসারে আমাদের পোস্ট হালনাগাদ করতে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর্টিকেলটি পড়ার জন্যে এবং আমন্ত্রন জানাচ্ছি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানানোর জন্যে।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.