Reading Time: 2 minutes

হ্যা, আমি একটি গেম সম্পর্কেই লিখছি।

এখন দুটি কারণে আমি প্রায়ই গেমিং কভার করা থেকে দূরে থাকি। প্রথমত অন্য রিপোর্টাররা লিনাক্সে গেমিং এ আমার চাইতে খুব ভালো। দ্বিতীয়ত আমি পিসি গেমিং এর চেয়ে কনসোল গেমিং বেশি করি। অবশ্য আমি গেমিং এ বেশি একটা ভালো না।

কিন্তু জানলাম ওপেন-সোর্স ফার্স্ট-পারসন শ্যুটার Xonotic-এর একটি নতুন সংস্করণ বের হয়েছে। FOSS গেমের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এবং এটি GPL3 লাইসেন্স প্রাপ্ত একটি গেম, এমনটি ডেভেলপার টিম তাদের ঘোষণায় উল্লেখ করেছেন। তাই আমি ভাবলাম আমি এটিকে একটু ব্যতিক্রম ভাবে উল্লেখ করবো।

“০.৮.২ থেকে হাজারো কমিট যোগ করা হয়েছে, সাথে রয়েছে রুচিশীল গেমপ্লে, নতুন এবং আপডেট করা ম্যাপ এবং মডেল, নতুন সাউন্ড ইফেক্ট, আরও বিপজ্জনক বট, নতুন HUD এবং মেনু ফিচার সমূহ, আরও ট্রান্সলেশন সমূহ, ভালো অবকাঠামো ইত্যাদি সহ উল্লেখযোগ্য আরও অনেক পরিবর্তন রয়েছে।”

এই সংক্ষিপ্ত বিশ্লেষণ একটি অত্যন্ত ছোট বিবরণী। ফুল রিলিজ এনাউন্সমেন্ট এ এই সম্পর্কে ক হতে চন্দ্রঁবিন্দু পর্যন্ত সকল কিছু বিস্তারিত লেখা রয়েছে। এই ভার্সনে গেমের সকল অংশই টুইক, টিউন এবং পরিবর্তন করা হয়েছে এর লেভেল, গ্রাফিক্স হতে অফলাইনে খেলার বট সহ।

বিজ্ঞাপন (কেন?)

One of the new maps 'Bromine'

যদিও Xonotic কোয়েক-3 এরিনা এবং আনরিল টুর্নামেন্টের মতো গেম থেকে অনুপ্রেরিত, এটি হাই-রেজোলিউশন গ্রাফিক্স, ইমার্সিভ ম্যাপ, অস্ত্র, ক্যারেকটার এবং আরও অনেক কিছু নিয়ে নিজস্ব একটি প্লাটফর্ম তৈরি করেছে৷ গেমটি অন্যান্য প্লেয়ারদের বিরুদ্ধে অনলাইনে এবং অফলাইনে ‘বট’ এর সাথে খেলতে পারেন।

Xonotic খেলার সবচেয়ে সহজ উপায় হচ্ছে জিপ আরকাইভ টি অফিসিয়াল ওয়েবসাইট xonotic.org থেকে ডাউনলোড করে তারপর এটা অ্যাকসেস যোগ্য কোনো ফোলডার বা ড্রাইভে একক্সট্র্যাক্ট করতে হবে। তারপর বাইনারি রান করে করলেই আপনি গেমটি খেলতে পারবেন। দেখতে হবে আপনি যাতে সার্ভার বাইনারি না রান করেন। বরং এসডিএল অথবা জিএলএক্স বাইনারিতে ডাবল ক্লিক করেই গেমটি রান করতে পারেন। বাকি সব তথ্য গেমের FAQ পেজে রয়েছে।

যদিও অনেক লিনাক্স ডিস্ট্রিবিউশন তাদের রেপোতে Xonotic প্যাকেজ রেখে থাকে, এটি সাধারনত পুরাতন ভার্সন হয়ে থাকে (যা এই আপডেটকে এমন ভাবে শো করে যেন এতে কিছু আপডেটের ঘাটতি রয়েছে)। আনঅফিসিয়াল ফ্ল্যাটপ্যাক এবং স্ন্যাপ বিল্ড গুলো এখন অ্যাভেলেবল রয়েছে। আপনি চাইলে সেগুলি চেষ্টা করে দেখতে পারেন।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.