Reading Time: 2 minutes

সম্প্রতি ব্যবসায়িক সংক্রান্ত ঝামেলার কারনে হাজার সংখ্যক কর্মীকে অপসারণ করেছে মাইক্রোসফট কোম্পানি। কর্মী ছাঁটাইয়ের খবর নিশ্চিত করেছেন এক মাইক্রোসফট মুখপাত্র। আরও তিন মাসেই আগেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কোম্পানির ১ শতাংশ কর্মীর ওপর এর প্রভাব পড়েছে বলে জানিয়েছেন তিনি। ডেস্কটপ কম্পিউটারের জন্য উইন্ডোজের লাইসেন্স বিক্রি কমে আসায় আয় বৃদ্ধির হার কমছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের।

সোমবারেই কর্মী ছাঁটাই প্রসঙ্গে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল সংবাদমাধ্যম এক্সিওএস। উক্ত প্রতিবেদন বলছে, এক হাজারের মতো কর্মী ছাঁটাই করেছে মাইক্রোসফট। তবে তথ্য সূত্রের পরিচয় চেপে গেছে সংবাদমাধ্যমটি। জুলাই মাসে আর্থিক বছরের প্রথম প্রান্তিকে আয় বৃদ্ধির হার ১০ শতাংশে থাকার খবর জানিয়েছিল মাইক্রোসফট। গত পাঁচ বছরের তুলনায় যা ছিল মাইক্রোসফটের সবচেয়ে ধীর গতির আয় বৃদ্ধির হার। ২৫ অক্টোবর সর্বশেষ প্রান্তিকের আয়ের হিসেব দেওয়ার কথা রয়েছে কোম্পানিটির।

পরিস্থিতি সামাল দিতে কর্মী ছাঁটাইয়ের পথ বেছে নিয়েছে যুক্তরাষ্ট্রের এই সফটওয়্যার জায়ান্ট। ভূরাজনৈতিক অস্থিরতার দৃশ্যপটে আর্থিক মন্দার শঙ্কায় কর্মী ছাঁটাই করে খরচ কমানোর পথ বেছে নিচ্ছে প্রযুক্তি শিল্পের প্রথম সারির কোম্পানিগুলো। ইতোমধ্যেই কর্মী ছাঁটাই করেছে কয়েনবেইজ এবং নেটফ্লিক্সসহ বেশ কিছু প্রতিষ্ঠান। ঘোষণা দিয়ে নতুন কর্মী নিয়োগের সে গতি কমিয়েছে মেটা প্ল্যাটফর্মস আর সেলসফোর্সের মতো সিলিকন ভ্যালিকেন্দ্রীক একাধিক প্রতিষ্ঠান।

এ প্রসঙ্গে মাইক্রোসফটের মুখপাত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে বলেছেন, অন্য সব কোম্পানির মতো তারা তাদের ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়মিত মূল্যায়ন করে থাকেন এবং সে অনুযায়ী ব্যবস্থাপনা ও কাঠামো প্রয়োজন অনুযায়ী সমন্বয় করেন। ব্যবসায়িক বিনিয়োগ অব্যাহত রাখার পাশাপাশি সামনের বছরগুলোতে ব্যবসা বৃদ্ধির গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে নতুন কর্মী নিয়োগ দেবেন বলে জানান। জুলাইয়ে মাইক্রোসফট এক হাজার ৮০০ কর্মী ছাঁটাই করেছে।

ব্যক্তিগত কম্পিউটার বিক্রি কমতে থাকায় এবং খরচ কমাতে কয়েক হাজার কর্মী ছাঁটাই করার সিদ্ধান্তের কথা জানিয়েছিল মার্কিন চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনটেল। অক্টোবরের শেষের দিকে ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু হবে। বিষয়টি নিশ্চিত করে ব্লুমবার্গ জানায়, ২৭শে অক্টোবর তৃতীয়-ত্রৈমাসিক আয়ের প্রতিবেদন প্রকাশের সময় কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়েছে ইনটেল। ২০২২ সালের জুলাই পর্যন্ত ইনটেলের কর্মী সংখ্যা ছিল ১ লাখ ১৩ হাজার ৭০০।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বিশ্বজুড়ে উচ্চ মূল্যস্ফীতির কারণে কম্পিউটার কেনা কমেছে। ব্যবসার উন্নতির জন্য নতুন পরিকল্পনার ইঙ্গিত দিয়ে ইনটেলের সিইও প্যাট গেলসিঞ্জার কর্মচারীদের কাছে একটি মেমো প্রকাশ করেছেন। কর্মী ছাঁটাইয়ে মেটা এবং মাইক্রোসফটের মতো প্রযুক্তি জায়ান্টদের সাথে যোগ দিতে যাচ্ছে ইনটেল। মেটা সম্প্রতি প্রায় ১২ হাজার ফেসবুক কর্মী ছাঁটাই করেছে বলে জানা গেছে।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.