Reading Time: 2 minutes

সম্প্রতি জাস্টিন ও জেনা এজারিক নামে দুই ইউটিউবারের নতুন পডকাস্টে এক সাক্ষাৎকার দেন মাইক্রোসফটের গেমিং প্রধান ফিল স্পেনসার। উপস্থিত উক্ত সাক্ষাৎকারে তিনি অ্যাক্টিভিশন অধিগ্রহনের পর গেমটির ভবিষ্যত নিয়ে এসময়কালের সবচেয়ে স্পষ্ট বক্তব্য দেন। যতদিন প্লেস্টেশনের অস্ত্বিত্ব থাকবে, ততদিন তিনি এতে ‘কল অফ ডিউটি’ গেম রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, যতদিন প্লেস্টেশন থাকবে, ততদিন তাদের উদ্দেশ্য হবে এখানে কল অফ ডিউটি পাঠানো।

“সেম ব্রেন” নামের সেই পডকাস্টে বক্তব্য দেন ফিল স্পেনসার। তিনি আরো বলেন, মাইনক্রাফটের সঙ্গে যা করা হয়েছে, এটিও তাই। মালিকানা পাওয়ার পর এমন জায়গাগুলোতে মাইনক্রাফট নিয়ে যাওয়া হয়েছে, যেখানে লোকজন গেমটি খেলতে পারেন। জায়গায়তেও কোন কমতি রাখা হয়নি এবং এটি মাইনক্রাফট কমিউনিটির জন্যও ভালো হয়েছে। আর কল অফ ডিউটি কোথায় যেতে পারে, সে সম্পর্কেও নিজেদের ভাবনা অনুযায়ী কাজ করতে চান তারা।

এ বছরের শুরুতে ছয় হাজার আটশ ৭০ কোটি ডলারে মাইক্রোসফটের অ্যাক্টিভিশন অধিগ্রহনের খবর ছড়িয়ে পরার পর থেকে গেমটি কেবল এক্সবক্সের জন্য এক্সক্লুসিভ হিসেবে থাকবে কি না, তা নিয়ে শঙ্কায় আছেন গেমটির ভক্তরা। ফিল স্পেনসার দ্রুতই জনসম্মুখে বলেছেন, প্লেস্টেশনে কল অফ ডিউটি রাখার ইচ্ছা আছে মাইক্রোসফটের। তবে, সনির কাছে দেওয়া একটি লিখিত প্রতিশ্রুতিও এই প্লেস্টেশন নির্মাতা কোম্পানির উদ্বেগ কমানোর জন্য যথেষ্ট ছিল না।

যুক্তরাজ্যে নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দেওয়া ফাইলিংয়ে মাইক্রোসফট বলেছে, প্লেস্টেশনে কল অফ ডিউটি রাখা এক্সবক্স ব্যবসা ও অর্থনীতিতে মাইক্রোসফটের জন্য বাণিজ্যিকভাবে অপরিহার্য। মাইক্রোসফট বলছে, প্লেস্টেশন থেকে কল অফ ডিউটি সরালে তা মাইক্রোসফটের আয়ের জন্য ঝুঁকিপূর্ণ হবে। প্রতিবেদনে প্রযুক্তিভিত্তিক সাইট ভার্জ লিখেছে মাইক্রোসফট পরিষ্কার করে যা বলেছে তা হচ্ছে, তারা প্লেস্টেশনে অ্যাক্টিভিশন ব্লিজার্ডের তৈরি বিভিন্ন গেমের আয়ের ওপর নির্ভর করছে।

বিজ্ঞাপন (কেন?)

এই বছরের শুরুতে প্লেস্টেশন প্রধান জিম রায়ানকে একটি চিঠি পাঠিয়েছিলেন ফিল স্পেনসার, যেখানে প্লেস্টেশনে কল অফ ডিউটি গেমটি আরও কয়েকবছর রাখার কথা বলেন তিনি। গত মাসে ভার্জ ওই প্রতিশ্রুতি নিয়ে প্রতিবেদন প্রকাশের পর একে অনেকটাই অপর্যাপ্ত হিসেবে আখ্যা দিয়েছে সনি। ভার্জের প্রতিবেদন অনুযায়ী, কল অফ ডিউটির ভবিষ্যত নিয়ে সনি ও মাইক্রোসফটের মধ্যে জনসম্মুখে কথা চললেও, সম্প্রতি দুইবার কল অফ ডিউটির সঙ্গে মাইনক্রাফটের তুলনা করেছেন ফিল।

গত সপ্তাহে মার্কিন বাণিজ্য দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল আয়োজিত প্রযুক্তি সম্মেলনে নিনটেনডোর সুইচ কনসোলেও কল অফ ডিউটি গেম আনার ইঙ্গিত দিয়েছেন ফিল স্পেনসার। বিভিন্ন প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মে মাইনক্রাফটের মতো ফ্রাঞ্চাইজ রাখতে চাওয়াকে এর কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করেছে ভার্জ। তিনি বলেন, প্লেস্টেশনে বিশেষভাবে থাকবে কল অফ ডিউটি।

এটিকে নিনটেন্ডো সুইচেও আনার চেষ্টা চলছে, সেই বিভিন্ন ধরনের পর্দায় গেমটি খেলা যায় কি না সেটি যাচাই করে দেখা হচ্ছে। সুতরাং, তাদের উদ্দেশ্যই হলো, কল অফ ডিউটির সঙ্গে মাইনক্রাফটের মতোই আচরণ করা।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.