Reading Time: 2 minutes

বিষ্ময়কর এক মানবাকৃতির রোবট বানিয়েছেন গবেষকগণ। গবেষকগণ এমন এক ক্ষুদ্রাকৃতির মানবাকৃতির রোবট বানিয়েছেন, যা নিজের রূপ বদলে তরলে পরিণত হতে পারে। এই উদ্ভাবনের ফলে নিজেকে কঠিন ও তরলে রূপান্তর করতে পারে, এমন রোবট তৈরির সম্ভাবনা আরও বেড়ে গেছে। পাশাপাশি, বেশ কিছু সংখ্যক পরিস্থিতিতে এগুলো ব্যবহার করা যেতে পারে বলে উঠে এসেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে।

চৌম্বকীয় সক্ষমতার পাশাপাশি এইসব রোবট বিদ্যুৎ পরিবহনেও ব্যবহার করা যেতে পারে। এর মাধ্যমে, তাদের নিয়ন্ত্রণ করার সুবিধা মেলে। বিজ্ঞানীরা এখন নমুনা পরীক্ষা থেকে এগিয়ে এগুলো ব্যবহারের বিভিন্ন উপায় খুঁজে দেখছেন বলে উঠে এসেছে ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে। প্রতিবেদন অনুযায়ী, গবেষকরা এই সক্ষমতার নমুনা পরীক্ষা করেছেন এক রোবটকে তরলে রূপান্তরিত করে।

এর আগে, রোবটকে আকারে ছোট এক কারাগারে বন্দি করে রাখেন তারা। এটি কারাগার থেকে পালিয়ে বের হয়ে আসতে পারে কি না, তা দেখার উদ্দেশ্যে পরীক্ষাটি চালানো হয়। অন্যান্য নমুনা পরীক্ষায় রোবটগুলো পরিখার ওপর ঝাঁপ দেওয়া, দেয়ালে আরোহণের পাশাপাশি নিজেকে অর্ধেকে ভাগ করেছে। পরবর্তীতে, রোবটের ভাগ করা অংশ দুটি মিলিত হওয়ার আগে এগুলো একসঙ্গে কাজ করে বিভিন্ন বস্তু সরাতে পারে কি না, ওই বিষয়টিও যাচাই করে দেখেন গবেষকগণ

এই গবেষণার নেতৃত্বে থাকা দ্য চাইনিজ ইউনিভার্সিটি অফ হংকংয়ের প্রকৌশল চেংফেং প্যান বলেন, এখন বিশেষ কিছু সংখ্যক চিকিৎসা ও প্রকৌশল বিষয়ক সমস্যার সমাধানে এই বস্তুগত ব্যবস্থাকে তুলনামূলক ব্যবহারিক উপায়ে ঢেলে দেয়া হচ্ছে। উদাহরণ হিসেবে, গবেষকরা এইসব রোবট ব্যবহার করে এক নমুনার পেট থেকে একটি অপরিচিত বস্তু বের করে পরীক্ষা চালিয়েছেন। পরবর্তীতে, তারা এতে ওষুধ দিয়েছেন।

বিজ্ঞাপন (কেন?)

গবেষণায় কাজ করা যুক্তরাষ্ট্রের কার্নেগি মেলন ইউনিভার্সিটির প্রকৌশল কারমেল মাজিদি বলেন, ভবিষ্যতে এইসব রোবট কীভাবে বায়োচিকিৎসায় খাতে ব্যবহার করা যেতে পারে, সেটি নিয়ে আরও অনুসন্ধান চালানো উচিৎ। যা দেখানো হচ্ছে, তা কেবল একমুখী নমুনা ও ধারণার প্রমাণ। তবে এটি কীভাবে ওষুধ সরবরাহ বা অপরিচিত বস্তু সরানোর বেলায় ব্যবহৃত হতে পারে, সেটি অনুসন্ধান করতে আরও গবেষণার প্রয়োজন।

ম্যাগনেটোঅ্যাকটিভ লিকুইড-সলিড ফেজ ট্রানজিশনাল ম্যাটার শিরোনামের এই গবেষণাপত্র প্রকাশ পেয়েছে বৈজ্ঞানিক জার্নাল ‘ম্যাটার’ এ। উদাহরণ হিসেবে, গবেষকগণ এইসব রোবট ব্যবহার করে এক নমুনার পেট থেকে একটি অপরিচিত বস্তু বের করে পরীক্ষা চালিয়েছেন। পরবর্তীতে, তারা এতে ওষুধ দিয়েছেন। গবেষকরা আরও দেখিয়েছেন, বিভিন্ন সার্কিট বসানোর ক্ষেত্রেও এইসব রোবট  ব্যবহার করা যেতে পারে।

পরবর্তীতে এগুলো সমন্বয় ও মেরামতের পাশাপাশি নাগাল পাওয়া কঠিন, এমন জায়গায় ‘স্ক্রু’-বসাতেও এটি ব্যবহৃত হতে পারে।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.