thepenguinsclub-joe-rogan-spotify-controversy
Reading Time: 2 minutes

মিউজিক এবং পডকাস্ট স্ট্রিমিং অ্যাপ স্পটিফাইয়ে বর্তমানে তিন শত পয়তাল্লিশ মিলিয়ন মানুষ গান শোনে। দ্য জো রোগান এক্সপেরিয়েন্স স্পটিফাইয়ের সবচেয়ে জনপ্রিয় পডকাস্ট। সম্প্রতি রোগান কোভিড মহামারী প্রসঙ্গে ভুল তথ্য উপস্থাপন নিয়ে পডকাস্টের অতিথি ও নিজের বক্তব্যের কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। এরপর তিনি পডকাস্ট বিতর্ক নিয়ে অবশেষে সাড়া দিয়েছেন। ইনস্টাগ্রামে পোস্ট করা প্রায় ১০ মিনিটের ভিডিওতে সাম্প্রতিক পরিস্থিতির জন্য স্পটিফাইয়ের কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি তিনি নিজের ভুলও স্বীকার করে নিয়েছেন।

জনপ্রিয় এক্স-ফ্যাক্টর এর উপস্থাপক ছিলেন তিনি। আলোচিত-সমালোচিত সেই ভিডিওটির ফলে তিনি তার দোষ স্বীকার করতে বাধ্য হন। এদিকে রোগানের ভিডিওটির ফলে মাঝখান থেকে স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই বিপদের মুখে। রোগানের পডকাস্টের প্রতিবাদ জানাতে প্ল্যাটফর্মটি থেকে সম্প্রতি কিংবদন্তীসম শিল্পী নিল ইয়াং এবং জোনি মিচেল নিজেদের সব গান সরিয়ে নিয়েছেন। রোগান নিজের পডকাস্টের সবচেয়ে বিতর্কিত দু’জন অতিথি ড. পিটার ম্যাককালো এবং ড. রবার্ট ম্যালোনের কথাও বলেছেন। তার ইয়াং বা মিচেল কারো প্রতি কোন ক্ষোভ নেই।

তিনি বলেন পডকাস্টগুলো সাধারণত খুবই অদ্ভুত হয়। কারণ এগুলো আসলে কেবল এক ধরনের গল্পগুজব। আমন্ত্রিত কারো সঙ্গে কথা শুরু করার আগে তিনি জানতেনই না যে সে কি বলবেন। তিনি তার দিক থেকে যতটা সম্ভব ভালভাবে অনুষ্ঠান চালানোর চেষ্টা করেছেন। এগুলো কেবলমাত্র শুধু আলোচনা ছিল। রোগান নিজের পডকাস্টের সবচেয়ে বিতর্কিত দু’জন অতিথি ড. পিটার ম্যাককালো এবং ড. রবার্ট ম্যালোনের কথাও বলেছেন। উভয়েই কোভিড-১৯ নিয়ে একাধিক অসমর্থিত দাবি করেছিলেন। রোগান মূলধারার দৃষ্টিভঙ্গির সঙ্গে পার্থক্যের কারণেই ওই বিতর্কিত ব্যক্তিদের মতামত জানতে তাদের অতিথি হিসেবে আমন্ত্রণ করেছিলেন বলে জানিয়েছেন।

বিতর্কিত অতিথিদের বক্তব্য প্রসঙ্গে রোগান বলেন যে তারা সঠিক কি না তা তার জানা নেই। তার মতে তিনি কোনো চিকিৎসক নন। তিনি মানুষের সাথে বসে গল্প করেন। মানুষের ভুল হয়, ভুল তিনি করছেন বলে স্বীকার ও করেছেন। কিন্তু তিনি ভুল হলে তা শুধরানোর চেষ্টা করেন বলে তুলে ধরেন। আসল সত্যিটা কী, সেটা সে জানতে আগ্রহী এবং ভিন্ন ভিন্ন মতের মানুষের সঙ্গে কৌতুহল উদ্দীপক আলাপচারিতায় আগ্রহী। এমনকি তার এক মতের মানুষের সাথে আলোচনা করার কোন আগ্রহ নেই। পডকাস্ট সম্পর্কে তিনি আরো বলেন যে শো’র বিষয়ে আগ্রহের কেন্দ্রটিও এখানে, এই কারণে এটি এতো আকর্ষণীয়।

বিজ্ঞাপন (কেন?)

তাই এই পরিস্থিতিতে স্পটিফাইয়ের সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞ, তিনি দুঃখিত বোধ করেছেন যে তাদের সঙ্গে এমনটা হচ্ছে এবং তাদের এতোটা সহ্য করতে হচ্ছে। ২০২০ সালেই রোগান স্পটিফাইয়ের সঙ্গে ‘এক্সক্লুসিভ’ চুক্তি করেছিলেন। জো রোগানের পডকাস্টের পুরো এপিসোডগুলো ১০ কোটি ডলারের ওই চুক্তির অংশ হিসেবে কেবল স্পটিফাই প্ল্যাটফর্মেই পাওয়া যায়। রোগান পডকাস্টে কোভিড মহামারী নিয়ে আলাপচারিতা থাকলে তাতে আলাদা লেবেল জুড়ে দেওয়ার স্পটিফাইয়ের সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছেন।

এছাড়াও পাশাপাশি তিনি বিতর্কিত মতের অতিথিদের পরপরই ভিন্ন ভিন্ন মতের আরো বেশি বিশেষজ্ঞদের আমন্ত্রণ করতে চান বলে জানিয়েছেন। তিনি বলেন যে সমালোচিত দৃষ্টিভঙ্গির সঙ্গে অন্যান্য মানুষের দৃষ্টিভঙ্গির ভারসাম্য আনতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। যাতে তারা আরো ভালো একটি দৃষ্টিভঙ্গি খুঁজে পেতে পারেন। আমি সব মতামতকেই তুলে ধরতে চান যাতে সবাই বুঝতে পারে যে আসলে কী হচ্ছে এবং সেটা শুধু কোভিডের বেলায় নয়, সবকিছু নিয়েই। তিনি কেবল মূলধারার বাইরের মতামতের প্রতি গুরুত্ব দিতে চান না।

স্পটিফাইয়ের অভ্যন্তরীণ নথি দেখে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে যে স্ট্রিমিং প্ল্যাটফর্মটি জো রোগানের পডকাস্টের একাধিক বিতর্কিত এপিসোড বিচার বিশ্লেষণ করে দেখলেও তাতে নিষিদ্ধ করার মতো বা নীতিমালা লঙ্ঘনকারী কিছু পায়নি। ভার্জ রোগানের পডকাস্টে বিতর্কিত মতের অতিথিদের আমন্ত্রণ জানানো নিয়ে ক্ষমা না চাইলেও তার নিজের পডকাস্টটি আরো ভালো করার উপায় নিয়ে আগ্রহী বলে জানিয়েছে। 

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.