Reading Time: 7 minutes

রাস্পবেরি পাই 4 একটি Single Board Computer যা প্রায় কম্পিউটার থেকে শুরু করে রোবট কিংবা হোম ডিভাইসগুলো তেও ব্যবহার করা হয়। বাজারে আসা সিঙ্গেল বোর্ড কম্পিউটার গুলোর মধ্যে রাস্পবেরি পাই 4 দাম হিসেবে বহুল পরিচিত একটি ডিভাইস। ২০১৯ সালে বাজারে আস e মডেলটি রাস্পবেরি পাই কে এক অন্য লেভেলে নিয়ে যায়। রাস্পবেরি পাই 4 এমন একটি SBC যার মাধ্যমে ডেস্কটপ পিসি, 4k ভিডিও স্ট্রিমিং এমনকি ২ টি মনিটর ও চালানো সম্ভব। এছাড়া এর নতুন মডেলটিতে 8 জিবি র‍্যাম রয়েছে যা আপনাকে ডাটাবেজ হোস্টিং, প্রোডাক্টিভিটি সহ নানা কাজে সাহায্য করবে। এটি আপনাকে অসীম সম্ভাবনার দ্বার খুলে দেয়।

আপনি যদি SBC ক্রয় করে না থাকেন এবং কোনো প্রোজেক্ট কিংবা ছোট খাট কাজের জন্য SBC এর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনার রাস্পবেরি পাই 4 কেনা উচিত। এর বেস মডেলটি অর্থাৎ ২ জিবি র‍্যাম এর মডেলটি মাত্র 35$ থেকে শুরু। এটি ছোটদের জন্য শিক্ষামূলক কাজেও ব্যবহার করা যেতে পারে। আজ আমরা আপনাদের সাহায্য করবো বাছাই করতে যে, কোন রাস্পবেরি পাই 4 টি আপনাদের জন্য সঠিক এবং আপনি যদি ইতোমধ্যে একটি ব্যবহার করে থাকেন তবে কিভাবে আপনি এর সর্বোচ্চ পারফরমেন্স পাবেন।

আপনার কি রাস্পবেরি পাই 4 কেনা উচিৎ?

যদিও আমরা বলেছি যে সব টেক গিক দের একটি রাস্পবেরি পাই 4 কেনা উচিৎ। কিন্তু বিষয়টি এমন ও হতে পারে যে আপনার জন্য 5$ এর একটি রাস্পবেরি পাই জিরোই যথেষ্ট। কিন্তু আপনি যদি প্রাইস টি পারফর্মেন্স অনুপাত হিসেবে বিবেচনা করে তবে রাস্পবেরি পাই 4 এক কথায় অপরাজেয়। যা কিনা রাস্পবেরি পাই 4B name অফিসিয়াল ভাবে পরিচিত।

ধরে নিন আপনার কাছে একটি রাস্পবেরি পাই 3 কিংবা আগের মডেল আছে এবং ভাবছেন যে রাস্পবেরি পাই 4 কিনবেন কিনা। যদিও আপনার রাস্পবেরি পাই 3 তেই কোলে যেত কিন্তু তবুও নতুন জেনারেশন, USB 3 এর সাপোর্ট, গিগাবিট ইথারনেট, 4K রেজ্যুলেশনে ভিডিও আউটপুট এগুলো অবশ্যই আপনাকে আকর্ষণ করবে। যদি আপনি তেমন ভারী কাজ না করেন তাহলে পুরনো ভার্সনে থেকে গেলেও আপনার ক্ষতি হবে না। তবে ভবিষৎ আপগ্রেড এর দিক থেকে চিন্তা করলে হ্যাঁ রাস্পবেরি পাই 4 নেয়া উত্তম বিকল্প।

রাস্পবেরি পাই 4 কিভাবে অন্যান্য মডেল থেকে এগিয়ে থাকছে?

রাস্পবেরি পাই 4 এর সবচেয়ে গুরত্বপূর্ণ ফিচার হচ্ছে এর 1.5-GHz এর সিপিইউ এবং জিপিইউ। এর র‍্যাম এর ধারণ ক্ষমতা এবং স্পিডও আগের তুলনায় বেড়েছে। সাথে থাকছে 4K রেজ্যুলেশনের ডুয়াল HDMI ভিডিও আউটপুট এবং ইউএসবি 3.0 পোর্ট। এতে রয়েছে ইথারনেট গিগাবিট পোর্ট যা 125 Mbps এর কানেকশন ধারণ করতে সক্ষম। যেখানে গত বছরের রাস্পবেরি তে চিল 41 Mbps। এর microSD কার্ড স্লট টি হয়েছে আগের চেয়ে দ্বিগুণ দ্রুত। যেহেতু এর নতুন প্রসেসর বেশ ক্ষমতা সম্পন্ন, এর যথেষ্ট পাওয়ার প্রয়োজন। তাই এতে ব্যবহার হয়েছে ইউএসবি টাইপ C। যেখানে আগের মডেলগুলো ব্যবহার করেছে মাইক্রো ইউএসবি পোর্ট।

গঠনের দিক দিয়ে রাস্পবেরি পাই 4 ঠিক এর পূর্বপুরুষের মতোই দেখতে। কিন্তু এটি নতুন আঙ্গিকে নতুন প্রসেসর দিয়ে তৈরি। এতে ব্রডকম BCM2711B0 ব্যবহার করা হয়েছে। রাস্পবেরি পাই যেখানে এর পূর্ববর্তী সবগুলো মডেলে 40 চিপসেট এর চিপসেট ব্যবহার করে এসেছে, সেখানে রাস্পবেরি পাই 4 এ রয়েছে 28 ন্যানোমিটার এর চিপ। পুরোনো Cortex-A53 এর পরিবর্তে ব্যবহৃত হয়েছে Cortex-A72। ব্রডকম BCM2711B0 তে রয়েছে ৪ টি কোর এবং এর ক্লক স্পিড 1.5 GHz। পূর্বের 1.4 GHz এর চেয়ে এর ক্লক স্পিড বেশি না মনে হলেও Cortex-A72 এবং এর নতুন ৮ জিবি পর্যন্ত DDR4 র‍্যাম এর কারণে এটি বেশ পাওয়ারফুল হয়ে উঠেছে।

কোন রাস্পবেরি পাই 4 আপনার জন্য শ্রেয়?

বর্তমানে রাস্পবেরি পাই 4 এর ৩ টি মডেল রয়েছে যেগুলো প্রায় একই রকমের। এগুলো পৃথক করা হয়েছে এর র‍্যাম এর পরিমাণের উপর ভিত্তি করে। এর বেস মডেলটি হচ্ছে ২ জিবি র‍্যাম এর যার বর্তমান বাজার মূল্য 35$ (বাংলাদেশি ৫৫০০৳, ভারতীয় ৩১৮৬₹)। যা রোবোটিক্স কিংবা আর্কেড রেট্রো গেমিং সহ যেকোনো কাজের জন্য যথেষ্ট। কিন্তু তবুও কেউ যদি ডেস্কটপ কম্পিউটার তৈরি করতে চায় তবে তার ৪ জিবি র‍্যাম এর মডেলটি নেয়া শ্রেয়।

রাস্পবেরি পাই এর অফিসিয়াল রাস্পবেরি পাই ওএস (পূর্বে রাস্পবিয়ান নামে পরিচিত) এতটাই এফিশিয়েন্ট যে আমরা একসাথে অনেকগুলো ব্রাউজার ট্যাব খোলা, ভিডিও প্লে এবং বিভিন্ন অ্যাপ চালানোর পরেও ৪ জিবি ছাড়িয়ে যাওয়া আমাদের পক্ষে কঠিন মনে হয়েছে। তারপরেও যদি আপনি কোন একটি ফিয়াকারপ্রুফ ডিভাইস তৈরি করতে তাহলে এর ৮ জিবি র‍্যাম এর অপশন টি তো থাকছেই। এর ৪ জিবি ভেরিয়েন্ট টির মূল্য 55$ এবং ৮ জিবি টির 75$।

কিভাবে শুরু করবো?

রাস্পবেরি পাই 4 এর সেটাপ এর পূর্বের মডেল গুলোর মতোই। সর্বপ্রথম OS ইনস্টল করার জন্য আপনার প্রয়োজন হবে একটি স্টোরেজ। আপনার পছন্দের OS বাছাই করা হলে একটি সম্পূর্ণ খালি microSD কার্ড নিয়ে তা একটি উইন্ডোজ, Linux বা mac ডেস্কটপে কানেক্ট করুন। অফিসিয়াল রাস্পবেরি পাই ইমেজের টি ডাউনলোড করে ইনস্টল করুন। এটি Linux, উইন্ডোজ কিংবা Mac তিন টি OS এর জন্যই রয়েছে। রাস্পবেরি পাই ইমেজের টি রাস্পবিয়ান OS অর্থাৎ অফিসিয়াল রাস্পবেরি পাই এর সর্বশেষ আপডেট টি ডাউনলোড এবং ইনস্টল করে নিবে। OS মেনুর Choose OS থেকে আপনাকে রাস্পবিয়ান সিলেক্ট করে নিতে হবে। অতঃপর Choose SD Card এ গিয়ে Write এ ক্লিক করতে হবে। এরপর SD কার্ড টি রাস্পবেরি পাই 4 তে প্রবেশ করিয়ে চালু করুন এবং সেটাপ প্রক্রিয়া গুলো অনুসরণ করুন।

বিশেষ দ্রষ্টব্য: উইন্ডোজ স্মার্ট স্ক্রিন রাস্পবেরি পাই ইমেজার কে বিপজ্জনক হিসেবে গণ্য করে।

স্টোরেজ কিভাবে দ্রুতগতির করবেন?

আপনার র‍্যাম এবং প্রসেসর যতই দ্রুত হোক না কেনো আপনার স্টোরেজ যদি ধীরগতির হয় তবে আপনি প্রায় সব ধরনের কাজেই যেমন: অ্যাপ খোলা বা বন্ধ করতে গেলেও টা বেশ ল্যাগি অনুভব দেবে। যেহেতু রাস্পবেরি পাই বোর্ডগুলো স্টোরেজ হিসেবে microSD কার্ড ব্যবহার করে, তাই এর রিড/রাইট স্পিড খুব বেশি ভালো আশা করাও ঠিক নয়। তবুও যেহেতু এটি পূর্ববর্তী রাস্পবেরি পাই 3 এর নতুন সংস্করণ, এতে রিড/রাইট স্পিড প্রায় দ্বিগুণ করা হয়েছে। রাস্পবেরি পাই ফাউন্ডেশন এর মতে, রাস্পবেরি পাই 4 এর সর্বোচ্চ ট্রান্সফার স্পিড 50 Mbps।

আমাদের বেঞ্চমার্ক অনুযায়ী Samsung Evo plus microSDXC class 10 কার্ডটিও আমাদের প্রত্যাশিত ফলাফলের চেয়ে কিছুটা কম দিয়েছে। এর রিড/রাইট স্পিড ছিলো ৪৬.৩ এবং ২৬.৮। মনে রাখা উচিত যে আমাদের ব্যবহৃত কার্ডটির সর্বোচ্চ রিড/রাইট স্পিড চিল ১০০/৬০। তাছাড়া, আপনার কাছে যদি দ্রুত গতির ইউএসবি ড্রাইভ কিংবা এসএসডি স্টোরেজ থাকে তবে তাও আপনি এক্সটার্নাল ড্রাইভ হিসেবে ব্যবহার করতে পারেন। এতে আপনি যথেষ্ট ভালো ফলাফল পাবেন।

বিজ্ঞাপন (কেন?)

ব্যবহারে কেমন গরম হয় রাস্পবেরি পাই 4?

যেহেতু এর প্রসেসর বেশ শক্তিশালী এবং এর সর্বনিন্ম 5 ভোল্ট 3 অ্যাম্প এর পাওয়ার অ্যাডাপ্টার প্রয়োজন, ধরে নেয়া যায় রাস্পবেরি পাই 4 ভালো পরিমাণে বিদ্যুৎ শক্তি ব্যবহার করে। আইডল অবস্থায় রাস্পবেরি পাই 4 প্রায় 3.4 ওয়াট ব্যবহার করে। যা রাস্পবেরি পাই 3 থেকে ১৭ শতাংশ বেশি। zokhin কোনো ভারী কাজ করা হয় তখন এটি 7.6 ওয়াটে উঠে যায়। যা কিনা এর পূর্ববর্তী পাই 3 থেকে 19 শতাংশ বেশি মাত্র। আপনি যদি কম ওয়াটেজ ব্যবহার করে রাস্পবেরি পাই 4 চালান, তবে আপনি যথেষ্ট পারফর্মেন্স পাবেন না। আর বেশি বিদ্যুৎ ব্যবহারের বিষয়ে চিন্তিত হলে আপনার জন্য রাস্পবেরি পাই জিরো তো আছেই। যা কিনা সর্বোচ্চ ব্যবহারে মাত্র 1.6 ওয়াট এর মত ক্ষমতা ব্যবহার করে।

প্রথম যখন আমরা পাই 4 ব্যবহার শুরু করি তখন এটি খুব গরম হয়ে উঠতো। কিন্তু কয়েকটি ফার্মওয়্যার আপডেট দেয়ার পর এর তাপমাত্রা কিছুটা সহনশীলতার এসেছে। তবুও আপনি যদি বেশ ভারী কাজ করার চিন্তা করেন, তবে একটি কুলিং ফ্যান কিংবা একটি হিট সিংক ব্যবহারের পরামর্শ থাকবে।

ডেস্কটপ পিসি হিসেবে রাস্পবেরি পাই 4 কতটা ভালো?

রাস্পবেরি পাই 4 এর অন্যতম লক্ষ্য হলো একটি সক্ষম পিসি হিসেবে ব্যবহার করা যা যে কেউ ওয়েবে সার্ফিং, হালকা উৎপাদনশীলতার কাজ করতে বা এমনকি খুব বেসিক গেমস খেলতে ব্যবহার করতে পারে। এই বিষয়টি পরীক্ষা করার জন্য আমি কেয়কদিন বেশ কয়েক ঘণ্টা যাবৎ রাস্পবেরি পাই 4 এ আমার প্রতিদিনের কাজ করেছি। এমনকি এই লেখাটি লিখতে গিয়েও কিছু অংশ সেই ডিভাইস দিয়েই লিখেছি।

আমি বিশেষ করে এর র‍্যামের দক্ষতা দেখে মুগ্ধ। এতে আমি প্রায় কয়েক ধরনের প্রোডাক্টিভ অ্যাপ খুলে রেখেছিলাম। তাছাড়া ওয়েব ব্রাউজারে ১৫ টির মতো ট্যাব খুলে রাখা এবং তাদের মধ্যে বারবার সুইচ করা দুটিই ট্রায় করেছিলাম। তবুও আমি এর 4 জিবি র‍্যাম এর সবটুকু ব্যবহার করতে পারি নি। তাছাড়া এর ডুয়াল মনিটর আউটপুট অপশন টি বেশ কার্যকর। তবে যেহেতু এতে স্টোরেজ হিসেবে microSD ব্যবহার করেছিলাম, অ্যাপ খোলা কিংবা বন্ধ করতে সময় সামান্য ল্যাগের দেখা পেয়েছিলাম। তবে আপনি যদি মডার্ন SSD ব্যবহার করেন, তবে এ সমস্যাটি পাবেন না আশা করছি।

4K ভিডিও স্ট্রিমিং

রাস্পবেরি পাই 4 এ দুটি মাইক্রো HDMI স্লট রয়েছে যার মাধ্যমে দুটিই আলাদা আলাদা মনিটর সংযোগ করা যাবে এতে। যদি আপনি দুটিই মনিটর সংযোগ করতে চান, তাহলে হয়তো আপনি দুটিই মনিটরই 4K এবং 30Hz এ চালাতে পারবেন, নয়তো একটি 4K-60Hz এবং অন্য টি 1080p-60Hz এ চালাতে পারবেন। তবে লক্ষণীয় যে দ্বিতীয় উপায়ে আপনার বেশ পাওয়ার ব্যবহার হবে।

4K-30Hz চলাকালীন আমি লক্ষ করেছি যে মাউস পয়েন্টার এর নাড়াচাড়ায় ও অনেকটা আটকে পরার মতো অনুভব আসে। কিন্তু ব্যবহার করতে থাকলে একসময় টা উপেক্ষা করা যায়। আপনার যদি 4K মনিটর থেকে থাকে তবে তার সাথে 60Hz অপশন চালু রাখলে টা বেশ উপভোগ্য হয়ে উঠবে। অফলাইন 4K ভিডিও প্লেব্যাক বেশ ভালো ছিলো। অনলাইনের ক্ষেত্রে ইউটিউবে ভিডিও গুলো ফুল স্ক্রিন করে দেখলে কিছুটা আটকে পরেছিলো। তবে রেজ্যুলেশন কমালে বা ভিডিও মেমোরি স্পেস আরো বাড়ালে প্লেব্যাক ভালো হয়। এর জন্য আপনাকে স্টার্ট মেনুর প্রেফারেন্স সেকশন থেকে Raspberry Pi Configuration টুল টিতে গিয়ে ভিডিও মেমোরি 128 বা 256 তে পরিবর্তন করলে আপনার ভিডিও মেমোরি স্পেস বেড়ে যাবে।

রেট্রো গেমিং এবং রাস্পবেরি পাই

রাস্পবেরি পাই এর অন্যতম জনপ্রিয় একটি ব্যবহার হচ্ছে গেমিং এমুলেশন এ। এবং রাস্পবেরি পাই 4 ও একই পথের দিশারী। যদিও সবচেয়ে জনপ্রিয় এমুলেশন প্ল্যাটফর্ম RetroPie রাস্পবেরি পাই 4 এ অফিসিয়াল ভাবে সাপোর্ট করেনি, তবে এখন RetroPie এবং Lakka দুটি অপশন ই রয়েছে পাই 4 ব্যবহারকারীদের হাতে। আমার RetroPie এর ইন্টারফেস টা বেশি পছন্দ বলে আমি একেই বেশি সমর্থন করি।

এমুলেটর ব্যবহার করে আপনি প্রায় পুরোনো হয়ে যাওয়া আর্কেড থেকে শুরু করে সেগা জেনেসিস বা নিন্টেন্ডো সহ বিভিন্ন সিস্টেমের গেম খেলতে পারবেন। যেহেতু রাস্পবেরি পাই 4 এর প্রসেসর বেশ ক্ষমতাসম্পন্ন, সুতরাং এমুলেটর এর গেম গুলো আপনি প্রায় বাধাহীন ভাবে খেলতে পারবেন।

RetroPie ইনস্টল করতে আপনাকে Raspberry Pi disk image টি Etcher ব্যবহার করে microSD তে Burn করে বুট করতে হবে এবং পরবর্তী ধাপ অনুসরণ করতে হবে।

পরিশেষ

রাস্পবেরি পাই এর মধ্যে রাস্পবেরি পাই 4 হচ্ছে সবচেয়ে সেরা। SBC গুলোর মধ্যে দামের দিক দিয়ে বিবেচনা করলে সবচেয়ে সেরা SBC হচ্ছে এই পাই 4। যদিও বেশিরভাগ বয়স্ক ব্যবহারকারীর কখনোই রাস্পবেরি পাই 4 কে তাদের ডেস্কটপের বিকল্প হিসেবে ব্যবহার করতে চাইবেন না। তবে ছোটদের প্রথম ডেস্কটপ থেকে শুরু করে বড় বড় রোবোটিক্স কিংবা এমুলেশনেও রাস্পবেরি পাই 4 এক অনন্য বিকল্প হয়ে দাঁড়াবে।

আমার মতে রাস্পবেরি পাই 4 পুরোনো কনফিগারেশন এর ডেস্কটপ গুলোর চেয়ে যথেষ্ট শক্তিশালী। এর সবচেয়ে বড় উপকারী দিক হচ্ছে এর শক্তিশালী প্রসেসর, যতেষ্ট র‍্যাম এবং এর 4K আউটপুটের সুবিধা। এটি উদ্ভাবক দের জন্য একটি আদর্শ উপাদান, ছোট দের জন্য শিক্ষণীয় এবং বিনোদন উপযোগী, স্বাভাবিক ব্যবহারকারীদের জন্য একটি ডেইলি ড্রাইভার।

আজ এ পর্যন্তই। আশা করছি আমাদের এই গাইডটি আপনাদের সাহায্য করবে আপনাদের দ্বিধা দ্বন্দ কে দুর করতে এবং এটি আসলেই আপনার কেনা উচিত কিনা টা নির্ধারণ করতে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

Hello World!
Jamil's here. Love to learn and write about new things, especially about tech.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.