Reading Time: < 1 minutes

বিগত সময়ে নতুন এক ধরনের জটিলতা নিয়ে সামাজিক মাধ্যমে একজন ব্যবহারকারী অভিযোগ করেন। নিজস্ব ম্যাক ওএস ফাইল গুগল ড্রাইভে আপলোড করতে গিয়ে ব্যবহারকারীরা সমস্যার মুখে পড়ছেন। ফাইল আপলোড করার সময় গুগল ক্লাউড কপিরাইট লঙ্ঘনের নোটিশ দিচ্ছে। ড্রাইভে .DS_Store আপলোড করার চেষ্টা করায় তাকে সার্চ জায়ান্ট প্রতিষ্ঠানটির ক্লাউড সেবা কপিরাইট আইন লঙ্ঘনের নোটিশ দিয়েছে। প্রযুক্তিভিত্তিক সাইট টেকরেডার গুগল ড্রাইভ .DS_Store গুলোর বেলায় কেন কপিরাইট লঙ্ঘনের নোটিশ দিচ্ছে, সে বিষয়টি এখনো পরিষ্কার নয় বলে জানিয়েছে।

এর আগেও গুগল ড্রাইভ প্রায় খালি ফাইল আপলোডের সময় কপিরাইট আইন লঙ্ঘনের নোটিশ দিয়েছে। পরবর্তীতে গুগলের একজন নির্বাহী সংবাদকর্মীদের জানান যে জানুয়ারি মাসেই জটিলতার কারণ চিহ্নিত করে সমাধান করেছে গুগল। এর ভুক্তভোগীর সংখ্যাও তখন কম ছিল। এদিকে প্রযুক্তিবিষয়ক সাইট ব্লিপিংকম্পিউটার ধারণা করছে যে কপিরাইট করা ফাইল এবং অন্যান্য ফাইলে একই হ্যাশ থাকার ফলে এই বিভ্রাটের সূত্রপাত হয়ে থাকতে পারে। টেকরেডারের প্রতিবেদন বলছে যে উক্ত ব্যবহারকারী একা নন, জানুয়ারি মাসেও ম্যাকওএস ব্যবহারকারীরাও এমন বিভ্রাটে পড়েছেন।

বেশিরভাগ সময় .DS_Store ফাইল ফোল্ডারে লুকানোই থাকে। তবে লুকানো ফাইলগুলো মাইক্রোসফট এক্সপ্লোরারে দেখানোর সুযোগও রয়েছে। আবার উইন্ডোজ ১০ ও উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে desktop.ini এবং thumbs.db ফাইলগুলো লুকানোর সুযোগ রয়েছে। .DS_Store হচ্ছে একটি মেটাডেটা ফাইল যা ম্যাকওএস থেকে ফাইল উইন্ডোজ বা লিনাক্সের মতো ভিন্ন কোনো অপারেটিং সিস্টেমে স্থানান্তরের সময় অ্যাপল ব্যবহারকারীদের সামনে আসে। এই ফাইলগুলো স্বয়ংক্রিয়ভাবে ম্যাক ওএস তৈরি করে।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.