Reading Time: < 1 minutes

বর্তমানে টেসলা ও টুইটার প্রধানের সম্পদের পরিমাণ এতটাই কমেছে যে শুক্রবার এক ব্লগ পোস্টে তাকে আধুনিক ইতিহাসে সবচেয়ে বেশি সম্পদ হারানো ব্যক্তির খেতাব দিয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস। প্রায় বছরখানেক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির খেতাব ধরে রাখার পর এবার বিব্রতকর এক রেকর্ড গড়লেন টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক। ইলন মাস্কের আগে এই রেকর্ড সফটব্যাংক গ্রুপের প্রতিষ্ঠাতা মাসাইয়োশি সান এর দখলে ছিল।

ফোর্বস ম্যাগাজিনের উদ্ধৃতি দিয়ে সংস্থাটি এক প্রেস রিলিজে জানিয়েছে, ২০২১ সালের নভেম্বর মাসের পর থেকে আনুমানিক ১৮ হাজার দুইশ কোটি ডলারের সম্পদ হারিয়েছেন মাস্ক। ২০০০ সালে পাঁচ হাজার আটশ ৬০ কোটি ডলারের সম্পদ হারিয়েছিলেন তিনি। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, তার সম্পদ হারানোর পরিমাণ ২০ হাজার কোটি ডলারে গিয়েও ঠেকতে পারে। এর সঠিক পরিমাণ অনুধাবন করা অসম্ভবের কাছাকাছি। তবে, মাস্ক এখনও টেসলার সবচেয়ে বড় শেয়ারমালিক হিসেবে জায়গা ধরে রেখেছেন।

কোম্পানির ১৪ শতাংশ শেয়ার তার দখলে। আর অক্টোবরে চার হাজার চারশ কোটি ডলারে সামাজিক প্ল্যাটফর্ম টুইটার অধিগ্রহণ করেন তিনি। ২০২২ সালে টেসলার শেয়ারের দর কমেছে ৬৫ শতাংশ। এর ফলে, মাস্কের সম্পদের বিশাল একটি অংশ নেই হয়ে গেছে। তবে গিনেস লিখেছে মাস্ক আধুনিক ইতিহাসে সবচেয়ে বেশি সম্পদ হারানো ব্যক্তি হলেও এতে এখনো তার ক্ষতির মুখে পড়তে হচ্ছে না। তাকে এখনই খাবারের চিন্তা করতে হচ্ছে না। এখন তিনি বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি।

ডিসেম্বরে ফেনডি, ক্রিশ্চিয়ান ডিওর ও সেফোরার মত বেশ কিছু বিলাসবহুল ব্র্যান্ডের মূল কোম্পানি এলভিএমএইচ এর প্রধান নির্বাহী বের্নার্ড আর্নোর কাছে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির তকমা হারিয়েছেন মাস্ক। মার্কিন প্রকাশনা ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের নভেম্বরে তার নেট সম্পদ গিয়ে ঠেকেছিল ৩৪ হাজার কোটি ডলারে। তবে, টুইটার অধিগ্রহণের পর থেকেই তার অর্থ ভাগ্যে পতন শুরু হয়। গিনেস কর্তৃপক্ষ বলছে, প্ল্যাটফর্মে তার ‘একক খবরদারীর’ কারণে টেসলার শেয়ারের দাম কমতে শুরু করে।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.