Reading Time: < 1 minutes

গৃহবন্দী অবস্থায় ক্যালিফোর্নিয়ায় এফটিএক্স প্রতিষ্ঠাতা স্যাম ব্যাঙ্কম্যান-ফ্রিড নিজের বাবা-মার বাড়িতে বড়দিন কাটানোর পর ম্যানহাটনের এক আদালতে বিচারকাজ শুরু হয়। এই শুনানির বিচারক ছিলেন লিউইস কাপলান। আদালতে তার শুনানি শুরুর আগে ২৫ কোটি ডলারের প্রতিজ্ঞানামার বিনিমিয়ে জামিন পাওয়া স্যাম ব্যাঙ্কম্যান আদালতের প্রথম হাজিরাতেই নিজেকে নির্দোষ দাবি করেছেন বলে উঠে এসেছে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের প্রতিবেদনে।

গ্রাহকদের লাখ লাখ ডলার হাতিয়ে নেওয়ার ঘটনার জের ধরে কঠোর সমালোচনার মুখে পড়া এফটিএক্স প্রতিষ্ঠাতা স্যাম ব্যাঙ্কম্যান-ফ্রিড যুক্তরাষ্ট্রের আদালতে নিজেকে সম্প্রতি নির্দোষ দাবি করেছেন। বিভিন্ন সম্পত্তি কেনার পাশাপাশি মিলিয়ন মিলিয়ন ডলার রাজনৈতিক অনুদান দিতে নিজস্ব ক্রিপ্টো ফার্ম আলামেডা রিসার্চকে তহবিল দেওয়ায় স্যাম ব্যাঙ্কম্যানের বিরুদ্ধে বেআইনিভাবে গ্রাহকের সঞ্চয় অপব্যবহারের অভিযোগ তোলে নিউ ইয়র্ক কর্তৃপক্ষ।

গত মাসে একই ঘটনায় ফ্রিডের দুই ঘনিষ্ঠ সহযোগী দোষ স্বীকারের পর ফ্রিডের বিচার শুরু হতে যাচ্ছে। সে সময় অ্যালামেডার প্রধান নির্বাহী ক্যারোলাইন এলিসন সাতটি মামলায় ও এফটিএক্স এর সাবেক প্রযুক্তি প্রধান গ্যারি ওয়াং চারটি মামলায় নিজেদের দোষ স্বীকার করেন ও আইনজীবিদের সহযোগিতা করে এসইসি এর সঙ্গে দেওয়ানী মামলাগুলোর নিষ্পত্তি করেছেন। এফটিএক্স এর নতুন প্রধান নির্বাহী জন রে বলেন, কোম্পানিটি একেবারেই অনভিজ্ঞ লোকজনের হাতে পরিচালিত হয়েছে।

নভেম্বরে ব্যাঙ্কম্যান এর দুই হাজার একশ কোটি ডলারের বহুল পরিচিত ক্রিপ্টো কোম্পানি এফটিএক্স পতনের মুখে পড়ার পর তাকে বাহামা দ্বীপপুঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। এফটিএক্স এর নিবন্ধন সেখানেই। এফটিএক্স এর দেউলিয়াত্বের আবেদন ও গ্রেপ্তারের মধ্যবর্তী সময়ে, বেশ কিছু গণমাধ্যমে উপস্থিত হয়ে ক্রিপ্টো এক্সচেঞ্জটির পরিচালনা নিয়ে নিজের ভুল স্বীকার করেন স্যাম। তবে, কোনো অপরাধ কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার বিষয়টি তখনও পুরোপুরি নাকচ করেন তিনি।

এফটিএক্স ধসের পর সে সময় স্যাম এর বিরুদ্ধে জালিয়াতি ও রাজনৈতিক প্রচারণা সংশ্লিষ্ট আইন লঙ্ঘনের আটটি অভিযোগ তোলে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা এসইসি। মামলায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ একশ ১৫ বছর পর্যন্ত কারাভোগ করতে পারেন ফ্রিড। তার বিরুদ্ধে আনা অপর এক মামলাকে মার্কিন কর্তৃপক্ষ দেশটির ইতিহাসের অন্যতম শীর্ষ আর্থিক জালিয়াতি হিসেবে আখ্যা দিয়েছে। 

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.