fortnite, video games, epic games
Photo by amrothman on Pixabay
Reading Time: 2 minutes

জনপ্রিয় গেম নির্মাতা এপিক গেমস অ্যাপলের বিরুদ্ধে আইনি লড়াইয়ে ৩৫টি মার্কিন অঙ্গরাজ্যের সমর্থন পেয়েছে। বিবিসি এক প্রতিবেদনে জানায় যে এবার ৩৫টি মার্কিন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল, মাইক্রোসফট এবং ইলেক্ট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশন সেই আপিলের সমর্থনে আদালতে ব্রিফ দাখিল করেছে। অ্যাপল তার অ্যাপ স্টোরের যাবতীয় ইন-অ্যাপ পারচেজ থেকে শতকরা ৩০ ভাগ কেটে রাখে এবং এই বিষয়টিকে এপিক গেম আদালতে চ্যালেঞ্জ করেছে। ওই রায়ের বিপক্ষে সেপ্টেম্বরে গেইম নির্মাতা প্রতিষ্ঠানটি আপিল করে। কিন্তু বিচারক বলছেন যে এপিক তার দাবি প্রমাণ করতে ব্যর্থ হয়েছে।

বিবিসিকে অ্যাপল বলেছে তারা আশা করছে যে, আপিলের রায়ে আগের সিদ্ধান্তই বহাল থাকবে এবং এপিকের চ্যালেঞ্জ ব্যর্থ হবে। তারা নিশ্চিত করতে চায় যে, অ্যাপ স্টোর গ্রাহকদের জন্য একটি নিরাপদ এবং বিশ্বস্ত মার্কেটপ্লেস এবং ডেভেলপারদের জন্য একটি চমৎকার সুযোগ।

মামলায় যখন কোনো এক তৃতীয় পক্ষ নিজ থেকে আদালতে তথ্য বা বিশেষজ্ঞ মতামত দেন, তাকে অ্যামিকাস ব্রিফ বলে। সাধারণত এর উদ্দেশ্য থাকে আদালতের রায়কে ন্যায়ের পক্ষে প্রভাবিত করা। মাইক্রোসফট, ইলেক্ট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশন এবং ৩৫টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা একসঙ্গে সবাই অ্যামিকাস ব্রিফ পেশ করেছেন।

ইউটাহ’র নেতৃত্বে ৩৫টি অঙ্গরাজ্যের জমা দেওয়া ওই ব্রিফের সার সংক্ষেপ হচ্ছে অ্যাপল মোবাইল-অ্যাপ ডেভেলপারদের এবং লক্ষ লক্ষ নাগরিকের ক্ষতি করছে। মার্কিন বিচার বিভাগ একটি পৃথক অ্যামিকাস ব্রিফ দায়ের করেছে। এতে অনেকের যুক্তিই এপিকের অবস্থানকে সমর্থন করে। এছাড়াও মাইক্রোসফটের ব্রিফে উল্লেখ রয়েছে যে কয়েকটি কোম্পানি আর্থিক কর্মকাণ্ডের এতো বিশাল স্রোত নিয়ন্ত্রণ করছে। এপিকের যুক্তি দিয়েছিল যে অ্যাপলের আইওএস প্ল্যাটফর্মের কঠোর নিয়ন্ত্রণ একটি একচেটিয়া আচরণ করছে। তবে বিচারক ইয়োভানে গঞ্জালেজ-রজার্স এর বিপরীতে কথা বলেন।

তিনি বলেন যে চুড়ান্ত বিচারে আদালতের পক্ষে বলা সম্ভব হচ্ছে না যে অ্যাপল একচেটিয়া আধিপত্যবাদী আচরণ করছে। এপিক গেইমসের প্রধান টিম সুইনি বলছেন যে ওই রায় ডেভেলপার বা ভোক্তাদের জন্য জয় নয়। তিনি লড়াই চালিয়ে যাওয়ার কথা বলছেন। এর পরপরেই প্রতিক্রিয়ায় অ্যাপল বলে যে তারা এতদিন যা জানে তাই প্রমাণিত হয়েছে, অ্যাপ স্টোর অ্যান্টিট্রাস্ট আইন লঙ্ঘন করছে না। যেখানে তারা ব্যবসা করছে তার প্রতিটি ধাপে অ্যাপল কঠোর প্রতিযোগিতার মুখোমুখি হয় এবং তাদের বিশ্বাস গ্রাহক এবং ডেভেলপাররা তাদেরকেই বেছে নেয়।

কারণ অ্যাপল মনে করে তাদের পণ্য এবং পরিষেবাগুলি বিশ্বের মধ্যে সেরা।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.