সিইএস-২০১৯
Reading Time: < 1 minutes

ইতোমধ্যে, ফেসবুক, অ্যামাজন, টুইটার সিইএস-এর আগামী আয়োজনে প্রতিনিধি দল না পাঠানোর ঘোষণা দিয়েছে। কোভিড-১৯ এর ওমিক্রন ভেরিয়েন্টের সংক্রমণ ক্রমশ বৃদ্ধি পাওয়ায় প্রতিষ্ঠানগুওলোপিছু পিছিয়ে যাচ্ছে। কনজিউমার ইলেকট্রনিক্স শো (সিইএস) ২০২২ থেকে শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো একে একে পিছিয়ে যাচ্ছে। বিবিসি জানিয়েছে যে আয়োজনে আগ্রহীকে অংশ নিতে হলে দুই ডোজ কোভিড টিকা নেওয়া থাকতে হবে। আয়োজকেরা লাস ভেগাসের জন্য রওনা দেওয়ার আগে এবং সম্মেলনের যে কোনো ভেনুতে প্রবেশ করার ২৪ ঘণ্টার মধ্যে কোভিড পরীক্ষা করিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

বরাবরের মতো এবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে সিইএস-২০২২ অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকরা বলছেন যে এবারের সিইএস আয়োজন যথাযথ স্বাস্থ্য নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেই অনুষ্ঠিত হবে। উক্ত আয়োজন ৫ জানুয়ারি থেকে শুরু হয়ে চার দিন চলার কথা রয়েছে। অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য টিকার প্রমাণপত্র ও মাস্ক থাকতে হবে এবং আরও অন-সাইট কোভিড টেস্টের সুবিধাও থাকছে। ২০২১ সালের সিইএস আয়োজন হয়েছিল ভার্চুয়াল ইভেন্টে। সেবার যুক্তরাষ্ট্রের কনজিউমার টেকনোলজি অ্যাসোসিয়েশন (সিটিএ) বলেছিল যে একবারে হাজারো লোকের সমাগমে নিরাপদ আয়োজন করা সম্ভব নয়।

সারা বছরে পুরো প্রযুক্তি শিল্পের সবচেয়ে বড় প্রদর্শনী হিসেবে সিইএস-কে বিবেচনা করা হয়। লাস ভেগাস শহরের কয়েকটি হোটেল ও ভেনুতে সিইএস একযোগে অনুষ্ঠিত হয়। শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এই সম্মেলনে নিজেদের নতুন নতুন পণ্য আর সেবা উন্মোচন করে। উক্ত আয়োজনে একসঙ্গে এক লাখ ৮০ হাজার অংশগ্রহণকারীর তালিকা অনুমান করা হচ্ছে। ২০২১ সালে আয়োজকদের পক্ষ থেকে গ্যারি শাপিরো বিবিসি-কে জানিয়েছিলেন যে ২০২২ সালে সিইএসে সবাই সশরীরে অংশগ্রহন করতে পারবেন বলে আশা করছেন তারা।

আয়োজকদের প্রতিনিধি গ্যারি শাপিরো বছর খানেক আগে সিইএস ২০২২ প্রসঙ্গে বিবিসি-কে বলেছিলেন যে সবার মধ্যেই মানব স্পর্শের তৃষ্ণা আছে। হয়তো শুরুতেই কোলাকুলি আর হ্যান্ডশেক হবে না। তবে আশা করা যাচ্ছে তাদের আগে অন্যান্য অনুষ্ঠান হবে যেখান থেকে তারা সেরা অনুশীলনটা শিখতে পারবে। তবে তারা তাদের ভিন্নতা বজায় রাখবে।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.