Reading Time: 2 minutes

প্রযুক্তিবিষয়ক সাইট টেকরাডারের প্রতিবেদন অনুযায়ী উইন্ডোজ ১১ মিডিয়া ক্রিয়েশন টুলটি রাশিয়ার ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারছেন না। সম্প্রতি উইন্ডোজ ১০ ও ১১-এর ডাউনলোড কোনোরাশিয়াতে বন্ধ হয়ে গিয়েছে। পশ্চিমা প্রযুক্তিতে চলমান নিষেধাজ্ঞার মধ্যেই দেশটির ব্যবহারকারীরা অপারেটিং সিস্টেম দুটি আর ডাউলোড করতে পারছেন না। প্রযুক্তিবিষয়ক সাইট ব্লিপিংকম্পিউটার বলছে যে রাশিয়ার যেসব ব্যবহারকারী উইন্ডোজের সর্বশেষ সংস্করণ ডাউনলোড করতে চান তারা ‘এরর ৪০৪’ বার্তাটি পাচ্ছেন।

এরইমধ্যে দেশটিতে নিজেদের নতুন পণ্য ও সেবা দুটোর বিক্রিই বন্ধ করেছে এই উইন্ডোজ সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। এছাড়াও মাইক্রোসফট এর মাধ্যমে অ্যাপল, ডেল, এরিকসন ও নকিয়ার মতো নিষেধাজ্ঞা দেওয়া প্রতিষ্ঠানগুলোর তালিকায় নিজেদের নাম যোগ করলো। এসব ডাউনলোডজনিত সমস্যা মাইক্রোসফটের প্রযুক্তিগত সমস্যা অথবা ইচ্ছাকৃত সিদ্ধান্ত কি না, বিষয়টি এখনও পরিষ্কার নয়। মাইক্রোসফট রাশিয়া থেকে নিজস্ব কার্যক্রম দ্রুত সরিয়ে আনার মধ্যেই উইন্ডোজ ১০ ও ১১ ব্লক হওয়ার খবরটি এসেছে।

তবে এই মুহূর্তে রাশিয়ার উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য স্বস্তির খবর হচ্ছে যুক্তরাষ্ট্রের সরকার দেশটিতে ভিপিএন সেবার পক্ষে সম্ভবত ব্যাপক বিনিয়োগ করছে। রাশিয়ার ব্যবহারকারীরা এখনও ‘ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কে ভিপিএন এর মাধ্যমে নিজেদের অবস্থান গোপন রেখে উইন্ডোজের সর্বশেষ সংস্করণটি ডাউনলোড করতে পারবেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন শুরুর পর থেকেই দেশটিতে ভিপিএন-এর চাহিদা আকাশচুম্বী। ফেব্রুয়ারির মাঝামাঝিতে দেশটিতে জনপ্রিয় ১০টি ভিপিএন সেবার দৈনিক ডাউনলোড সংখ্যা ১৫ হাজারের আশপাশে গিয়ে দাঁড়ায়।

এরপরে মার্চে এসব ভিপিএন ডাউনলোডের সংখ্যা চার লাখ ৭৫ হাজারে গিয়ে ঠেকেছিল। ভিপিএন সেবা ব্যবহারে রাশিয়ার সরকার কঠোর পদক্ষেপ নিলেও এটি দেশটির সাধারণ ব্যবহারকারীদের ভিপিএন সেবা ব্যবহার থামাতে পারেনি। পিসিফন, ল্যান্টার্ন এবং এনটিএইচলিঙ্ক এর মতো ভিপিএন নির্মাতারা এরইমধ্যে নিজস্ব তহবিলের সংগ্রহ বাড়তে দেখছেন কারণ ব্যবহারকারীরা রাশিয়ার অনলাইন নিষেধাজ্ঞা এড়াতে ভিপিএন সেবাকেই বেছে নিচ্ছেন। মাইক্রোসফটের তরফ থেকে এটি ইচ্ছাকৃত পদক্ষেপ কি না, সেটি নিশ্চিত না হলেও প্রতিষ্ঠানটি প্রকাশ্যেই ইউক্রেনের পক্ষে অবস্থান নিয়েছে।

পাশাপাশি, ইউক্রেনের এক শীর্ষস্থানীয় সম্প্রচারকের ওপর আনা সাইবার আক্রমণ ঠেকাতে মাইক্রোসফট তাদের সাহায্য করার কথাও জানিয়েছে। মাইক্রোসফট বলেছে যে ইউক্রেনের সরকার ও তাদের অবকাঠামোকে রাশিয়ার সাইবার আক্রমণের হাত থেকে রক্ষা করতে তারা দেশটির সাইবার নিরাপত্তা কর্মীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.