Facebook's transition to Meta — in 3D. More 3D app icons like these are coming soon. You can find my 3D work in the collection called "3D Design".
Reading Time: < 1 minutes

সম্প্রতি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড এর জনসংযোগ প্রধান জন পিনেট প্রতিষ্ঠান ছেড়ে গেছেন। মেটার একজন মুখপাত্র রয়টার্সকে ইমেইলে দেওয়া এক বিবৃতিতে বলেন যে জন পিনেট মেটা হতে অব্যাহতি নিয়েছেন। আন্তর্জাতিক জনসংযোগের ভাইস প্রেসিডেন্ট ক্রিস নর্টন অন্তর্বর্তীকালীন ভিত্তিতে পিনেটের কাজগুলো সামলাবেন। তিনি আরো বলেন যে প্রতিষ্ঠানটির ইতিহাসে এক তীব্র ও গুরুত্বপূর্ণ সময়ে তার ইতিবাচক অবদানের জন্য মেটা কৃতজ্ঞ। তার প্রতি ভাবিষ্যত কার্যক্রমে মেটার পক্ষ থেকে শুভেচ্ছা থাকবে।

মার্কিন বাণিজ্য দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল পিনেটের প্রস্থানের কথা শুক্রবার প্রথম জানায়। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট অনুসারে, পিনেট ২০১৯ সালের এপ্রিলে অ্যাপলের বৈশ্বিক জনসংযোগের ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হন। ফেসবুকে যোগ দেওয়ার আগে পিনেট পাঁচ বছর ধরে বিল গেটসের ব্যক্তিগত অফিস এবং উদ্ভাবন ল্যাব ‘গেটস ভেঞ্চার্সে’ জনসংযোগ প্রধান ছিলেন এবং গুগলের জন্য এশিয়া প্যাসিফিক অঞ্চলের জনসংযোগের প্রধান ছিলেন। এছাড়াও তিনি মাইক্রোসফটে বেশ কয়েকটি পণ্য এবং কর্পোরেট জনসংযোগেও নেতৃত্ব দিয়েছেন।

পিনেট কেন চলে গেলেন সে বিষয়ে বলতে প্রতিষ্ঠানের এক মুখপাত্র অস্বীকার করেন। কারণ হিসেবে তিনি কর্মী সংশ্লিষ্ট বিষয়ে মেটার মন্তব্য না করার নীতির কথা উল্লেখ করেন। যদিও বিগত বছরে মেটার এক কর্মী মেটা ছেড়ে দিয়েছিলেন প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সমস্যার জন্য। এই ব্যাপারে মেটা কিছু না বললেও সাবেক কর্মী এক প্রতিবেদনে মেটার ভেতরকার কর্মীদের উপর নির্যাতন, ভ্যাক্সিন সম্পর্কিত মিথ্যা গুজব, রোহিঙ্গা বিদ্বেষসহ নানান রকম গোপনীয় অপকর্মের সাথে মেটার জড়িত থাকার বিষয়ের কথা উল্লেখ করেন। এছাড়াও বিভিন্ন কারনে মেটা আলোচনা-সমালোচনার মুখে পড়েছে।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.